নারী মুক্তি

লিখেছেন লিখেছেন বান্দা ০৩ এপ্রিল, ২০১৫, ১০:০১:১৫ রাত

অফিস না করে যদি মেয়েরা স্বেচ্ছায় বাসায় থাকতে চায়, তাহলে কি বলব তারা অত্যাচারিত? তাদের ক্ষমতায়ন করতে হবে? পুঁজিবাদী চিন্তার ধারকরা পাল্টা প্রশ্ন করতে পারেন যে, সেসব মেয়েদের ব্রেইনওয়াশ করা হয়েছে ছোট বেলা থেকেই। ইসলামী চিন্তার একজন হয়ে যদি এর উত্তরে বলি - আর সেসব মেয়েদের ক্ষেত্রে কি বলব যারা সর্বদা ঘরের বাইরেই থাকতে/খেলতে চান? তারাও কি ব্রেইনওয়াশড না আমাদের চোখে? মানুষ জীবন চালায় নিজে যে চিন্তা বহন করে সেটার ভিত্তিতে। তাই সেই চিন্তার মূলে যাওয়া উচিত। পুতুল দিয়ে না খেলে রাস্তায় ক্রিকেট খেলার ভেতরেই কি “নারী মুক্তি” রয়েছে নাকি নেই এসব হল খুবই অগভীর এবং মানুষের ওয়ার্ল্ডভিউয়ের (জীবনদর্শন বা আকিদা) শাখা প্রশাখার আলোচনা; কোন মৌলিক আলোচনা না যেখানে *নারী মুক্তির* জন্য প্রয়োজন মৌলিক চিন্তা। মৌলিক আলোচনার অংশ হচ্ছে এই প্রশ্ন করা যে, “খারাপ আর ভাল কে নির্ধারণ করবে?” অর্থাৎ “মোরালিটি সাবজেক্টিভ নাকি অবজেক্টিভ?”।

তাই একটি মেয়ে যদি মনে করে আমার ভাল-খারাপ সামগ্রিকভাবে আমি বুঝতে সক্ষম না কারন মানুষ একটি সীমাবদ্ধ জীব এবং এই কারনে নিজের সৌন্দর্য প্রকাশের ক্ষেত্রে সে একটি একান্তই ব্যক্তিগত পরিমণ্ডল তৈরি করে নেয়, তাহলে সে নির্যাতিত না, তার জন্য *নারী মুক্তি*-র দরকার নেই; এটা তার র‍্যাশনাল জাজমেন্ট। কিন্তু যে মেয়ে মনে করল সীমাবদ্ধ জীব হওয়া সত্ত্বেও সে তার ভাল-খারাপের সিদ্ধান্ত নিজেই নিতে পারে এবং সে কারনেই সে কোন অবজেক্টিভ আইনের ধারধারি না, তাহলে সে অবশ্যই নির্যাতিত এবং তার *মুক্তির* প্রয়োজন আছে (কারন তার মনের অজান্তেই হয়ত অন্য কেউ তাকে ব্যবহার করছে, যেমন বর্তমান কউন্সিউমার জগত)। এছাড়াও, সে র‍্যাশনাল জীব হয়েও যেহেতু র‍্যাশনালিটির প্রয়োগ করছে না, সেহেতু সে মেয়ের কাছে এরুপ বিষয় গুলো হয়ে দাড়ায় “সাবজেক্টিভ” অর্থাৎ ব্যক্তি টু ব্যক্তি বিষয়গুলো ভ্যারি করে। এবং এখানেই রয়েছে শুভঙ্করের মহা ফাঁকি কারন “মোরালিটি” কে সাবজেক্টিভ বলে ফেললে আপনি সমাজে অশান্তি সৃষ্টি করবেন এবং সমাজকে সুশৃঙ্খলভাবে কোন ছাতার নীচে আনতে পারবেন না self-contradiction এর কারনে। তখন সাব্জেক্টিভিটিতে বিশ্বাসী হওয়ায় মেয়েটির চোখে অর্ধ উলঙ্গ হয়ে রাস্তায় বের হওয়াটা হবে তৃপ্তিদায়ক আর আরেকজন হায়েনার মতো ছেলের কাছেও মেয়েটিকে টিজ বা ধর্ষণ করাটাও হবে আনন্দজনক। আপনি যদি বলেন মেয়েটার স্বাধীনতা ছেলেটা খর্ব করেছে, তখনই কিন্তু আপনার “সাবজেক্টিভ মোরালিটি”-র চিন্তাকে আপনি নিজেই বাতিল করছেন, আপনি বিষয়টিকে অবজেক্টিভ বানিয়ে ফেলছেন। চিন্তার এই ফ্যালাসিকে বলা হয় contradictio in adjecto ( বা self-refuting idea)।

বিষয়: বিবিধ

১৪০৭ বার পঠিত, ১০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

312760
০৩ এপ্রিল ২০১৫ রাত ১১:২২
নুর আয়শা আব্দুর রহিম লিখেছেন : সুন্দর লিখেছেন ধন্যবাদ।
০৪ এপ্রিল ২০১৫ দুপুর ১২:৩১
253822
বান্দা লিখেছেন : ধন্যবাদ ভাই
312763
০৩ এপ্রিল ২০১৫ রাত ১১:২৯
গাজী সালাউদ্দিন লিখেছেন : আপনার ভালো লেগেছে, বিশ্লেষণ ভালো লেগেছে। লিখেযান, সঙ্গে থাকবো।
০৪ এপ্রিল ২০১৫ দুপুর ১২:৩২
253823
বান্দা লিখেছেন : জাজাকাল্লাহ
312770
০৩ এপ্রিল ২০১৫ রাত ১১:৫৫
আশাবাদী যুবক লিখেছেন : ধন্যবাদ
০৪ এপ্রিল ২০১৫ দুপুর ১২:৩২
253824
বান্দা লিখেছেন : ধন্যবাদ
312775
০৪ এপ্রিল ২০১৫ রাত ১২:০১
প্রবাসী আব্দুল্লাহ শাহীন লিখেছেন : অতি যৌক্তিক লিখার জন্য শুকরিয়া ,,,আরো লিখুন আমাদের সাথে পাবেন
০৪ এপ্রিল ২০১৫ দুপুর ১২:৩২
253825
বান্দা লিখেছেন : ইনশাআল্লাহ
312780
০৪ এপ্রিল ২০১৫ রাত ১২:২৭
আবু জান্নাত লিখেছেন : ছেলেরা বেকার মেয়ে বিয়ে করলেও চাকুরীজীবী মেয়েরা কখনো বেকার ছেলেকে বিয়ে করে না বা করবেও না। তবে মেয়েদের অধিকারের নামে বাইরে বের করে কাদের স্বার্থ হাসিল হচ্ছে? নিশ্চয় শিয়ালমার্কা পুরুষরাই মেয়েদের ঘর থেকে বের করে মুরগী বানানোর পায়তারা করছে। মায়ের জাতী আজ যেখানে সেখানে ধর্ষিত হচ্ছে। এরজন্য শিয়াল মার্কা ব্যক্তিরাই দায়ী। ধন্যবাদ।
০৪ এপ্রিল ২০১৫ দুপুর ১২:৩৩
253826
বান্দা লিখেছেন : কথা ঠিক বলেছেনHappy

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File