লোকটি একটু আগেও কথা বলছিল

লিখেছেন লিখেছেন বান্দা ২৬ ফেব্রুয়ারি, ২০১৫, ০১:৩২:৫১ দুপুর




প্রত্যেকটি মানুষকে আল্লাহ নির্দিষ্ট সময় এবং নির্দিষ্ট রিজিক দিয়ে পৃথিবীতে পাঠিয়েছেন। যখন সময় শেষ হবে, তখন কারো সাধ্য নেই ঠেকিয়ে রাখে। প্রখ্যাত চিত্রশিল্পী প্রকাশ্যভাবে চলে গেলেন। এরপরও কি আমাদের হুশ হবেনা ? তার সারা জীবনের সকল প্রাপ্তী,পুরষ্কারসমূহ এখানেই পড়ে থাকল।

আল্লাহ তাকে ক্ষমা করুক ! তিনি নাস্তিক কিনা জানা নেই। নাম যেহেতু মুসলিমের,তাই সেভাবেই গন্য করে দোয়া করলাম।

প্রত্যেকটি প্রানীকেই মৃত্যুর স্বাদ গ্রহন করতে হবে। এর চাইতে বড় সত্য আর নেই।

বিষয়: বিবিধ

১০৬৯ বার পঠিত, ১ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

306197
২৬ ফেব্রুয়ারি ২০১৫ দুপুর ০৩:১০
মায়াবন বিহারিণী হরিণী লিখেছেন : গুলশান-বানানীর অলস ভূঁড়িওলাদের রিজিক খেটে খাওয়া কৃষক-শ্রমিক'কের চেয়ে ঢের বেশি। কারন বুঝা গেল না।

আর গরু, ছাগল, কীট, পতঙ্গ সবারই মৃত্যু হয়, তেমনি মুমিনেরও মৃত্যু হয়। সব গলে পঁচে মাটিতে মিশে যায়। কিন্তু কর্মই মানুষকে অমর করে রাখে। মহাত্মা গান্ধী, নেলসন ম্যান্সেলা, মাও সেতুং, আব্রাহম লিংকন, আইনষ্টাইন, রবিন্দ্রনাথ ঠাকুর.........এরা আজন্ম বেঁচে থাকবেন। এদের মৃত্য নেই।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File