বদলে যাও,বদলে দাও
লিখেছেন লিখেছেন বান্দা ২১ ফেব্রুয়ারি, ২০১৫, ১১:১৯:৫৭ সকাল
একটু টাকা হলেই আমাদের অনেকের অবস্হা একেবারেই বদলে যায়। এই যেমন ধরেন চাল চলন, কথা বার্তা, এমনকি স্বভাবে ও দারুন পরিবর্তন লক্ষ্য করা যায়। শান্ত, ভদ্র,কোমল স্বভাবের আর বন্দেগী গুজারী লোকটি হঠ্যাৎ কেমন যেন রুক্ষ আর অহংকারী হয়ে উঠে। ইবাদাতে ও ভাটা পড়ে। যদিও এই পরিবর্তন নিজের কাছে ধরা পড়ে না, কিন্তু আশে পাশের শুভাকাংখীরা ঠিকই টের পেয়ে যায়। আফসোস, আমাদের এই টাকার নেশায় আমরা আপন পরিজন ও ভূলতে বসেছি। নীচের কয়েকটি মূল্যবান কথা স্বরন করি, হয়তবা আমাদের নিজেদেরকে শোধরাতে কাজ দিবে।
যখন আপনার রক্ত সম্পর্কীয়দের পক্ষ থেকে আঘাত পান, এই বলে মনকে সান্ত্বনা দেবেন, ইউসুফ (আঃ)-এর সাথে তাঁর আপন ভাইরাও কিন্তু বিশ্বাসঘাতকতা করেছিলেন।
যদি আপনার মাতা-পিতা আপনার বিরোধিতা করেন, স্মরণ করবেন ইব্রাহীম (আঃ) -কে, যার পিতা তাঁকে আগুনে নিক্ষেপ করেছিলেন।
যদি এমন একটা সমস্যাতে আটকে পড়েন যেখানে উদ্ধার পাওয়া কঠিন, ভুলে যাবেন না ইউনুস (আঃ) মাছের উদরে কিভাবে আটকে ছিলেন!
যদি আপনি রোগাক্রান্ত হয়ে কষ্টের জ্বালায় কাঁদেন, স্মরণ করুন আয়ুউব (আঃ) এর রোগ- দুর্দশা কিন্তু আপনার অপেক্ষা বহুগুণ বেশী ছিলো।
যখন আপনার নামে কেউ অপবাদ ছড়ায়, ভুলবেন না, মা আয়েশা (রাঃ) -ও কিন্তু এমন অপবাদ থেকে রেহাই পাননি।
যদি আপনি একাকীত্ব অনুভব করেন, স্মরণ করুন আদম (আঃ) কে - যাকে নিঃসঙ্গ সৃষ্টি করা হয়েছিলো।
যখন কনো যুক্তি খুঁজে পাবেন না, ভেবে দেখুন যে নূহ (আঃ) (লোকের চোখে) কোনো যুক্তি ছাড়াই কিন্তু সেই জাহাজটি বানিয়েছিলেন।
যদি আপনাকে কেউ বিদ্রূপ বা উপহাস করে একটু ভেবে দেখুন আমাদের নবী (সাঃ)-কেও কিন্তু বহু উপহাস সহ্য করতে হয়েছে!
আল্লাহ সুবহানআল্লাহু তা'য়ালা তাঁর নবী রসুলদের নানা পরীক্ষায় ফেলেছিলেন যাতে তাঁদের উম্মাহ এবং বংশধররা শিক্ষা গ্রহন করে আল্লাহর হুকুমের উপর সবর করতে শেখে। আল্লাহ সুবহানআল্লাহু তা'য়ালা যেন আমাদের সঠিক জ্ঞান এবং বুঝার তৌফিক দেন। আমীন
কৃতজ্ঞতা স্বীকার: ব্লগার ওরিয়ন
বিষয়: বিবিধ
৯৭৬ বার পঠিত, ৫ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
ধন্যবাদ ভাইয়া ।
মন্তব্য করতে লগইন করুন