আমাদের সমাজে প্রচলিত 100% ফরমালিন মুক্ত, চরম বিনোদন যুক্ত কিছু কুসংস্কার ও বেদয়াতের প্রতি দৃষ্টিপাত
লিখেছেন লিখেছেন বান্দা ১৪ ফেব্রুয়ারি, ২০১৫, ১০:৩৬:২১ সকাল
* বিধবা নারীকে সাদা কাপড় পরিধান করতে হবে।
* শুকরের নাম মুখে নিলে ৪০দিন মুখ নাপাক
থাকে।
* বিনা ওযুতে বড় পীর (!!) আবদুল কাদের
জিলানীর নাম নিলে আড়াইটা পশম পড়ে যাবে।
* সন্ধ্যার সময় বাকি দিতে হয় না।
* প্রথম কাস্টমারকে বিদায় করতে হয় না।
* কুরআন মাজীদ হাত থেকে পড়ে গেলে আড়াই
কেজি চাল দিতে হবে।
*সূরা ইয়াসিন পড়তে গিয়ে ভুল হলে গায়ে জ্বর আসে।
* বিড়াল মারলে আড়াই কেজি লবণ দিতে হবে।
* পোড়া খাবার খেলে সাতার শিখবে।
* পিপড়া বা জল পোকা খেলে সাতার শিখবে।
* গলায় কাটা বিঁধলে বিড়ালের পা ধরে মাপ
চাইতে হবে।
* রাতের বেলা কাউকে চুন ধার দিলে চুন
না বলে ধই বলতে হয়।
* রুমাল, ছাতা, হাত ঘড়ি ইত্যাদি কাউকে ধার
স্বরূপ দেয়া যাবে না।
* সাদা রংয়ের নিজিস যেমনঃ দুধ বা ডিম চুরি করতে হয় না।
* রাতের বেলা কাউকে সুই-সূতা দিতে নাই।
* ঘরের চৌকাঠে বসা যাবে না।
* তিন রাস্তার মাথায় বসা যাবেনা।
* ভাঙ্গা আয়না দিয়ে চেহারা দেখা যাবে না।
তাতে চেহরা নষ্ট হয়ে যাবে।
* জোড়া কলা খেলে জোড়া সন্তান জন্ম নিবে।
* পাতিলের মধ্যে খানা খেলে মেয়ে সন্তান
জন্ম নিবে।
* ডান হাতের তালু চুলকালে টাকা আসবে। আর
বাম হাতের তালু চুলকালে বিপদ আসবে।
* হাত থেকে প্লেট পড়ে গেলে মেহমান আসবে।
* কাক ডাকলে বিপদ আসবে।
* শুঁকুন ডাকলে মানুষ মারা যাবে।
* পেঁচা ডাকলে বিপদ আসবে।
* মহিলার পেটে বাচ্চা থাকলে কিছু কাটা-
কাটি বা জবেহ করা যাবে না।
* একাধিক জনে ঘরে বসে কোথাও কথা বলতে লাগলে হঠাৎ টিকটিকির আওয়াজ শুনা যায়, তখন একজন অন্যজনকে বলে উঠে “দোস্ত তোর কথা সত্য, কারণ দেখছস না, টিকটিকি ঠিক
ঠিক বলেছে।”
* বন্ধু মহলে কয়েকজন বসে গল্প-গুজব করছে, তখন তাদের মধ্যে কেউ উপস্থিত না হলে তার
সম্পর্কে জিজ্ঞাসা বাদ হতে থাকে, এমতাবস্থায়
সে উপস্থিত হলে, কেউ কেউ বলে উঠে “দোস্ত তোর
হায়াত আছে।” কারণ একটু আগেই তোর
কথা বলছিলাম।
* কোন ভালো কাজের উদ্দেশ্যে ঘর থেকে বের হলে পিছন দিকে ফিরে তাকানো নিষেধ। তাতে নাকি যাত্রা ভঙ্গ হয় বা অশুভ হয়।
আরও অনেক কিছু......জানা থাকলে বলুন
বিষয়: বিবিধ
১১২৭ বার পঠিত, ১৬ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
'কি করিলে কি হয়' নামক বইটা অনেক বেকুব মুর্খ বাইবেল মনে করে! ওরাই এই সব বিষয় মানে!
শুধুই বিনোদন হিসেবেও কেউ কেউ এ সব কথা-আচরন প্রকাশ করে!!
আরও দুইএকটা মনে পড়ে গেল,
*কোনো কিছু কেউ খাইয়ে দিলে দুইবার খেতে হয়।একবার খেলে পানিতে পড়ে।
*আবার জোড় শালিক দেখলে ভাগ্য ভালো,বিজোড় শালিক দেখলে ভাগ্য খারাপ।
জাজাকাল্লাহ খাইরান ভাইয়া ।
বুধবারে মেয়ে বিদায় দিতে নেই অর্থাৎ বাপের বাড়ী থেকে স্বামীর বাড়ী যেতে নেই।
মন্তব্য করতে লগইন করুন