আমাদের সমাজে প্রচলিত 100% ফরমালিন মুক্ত, চরম বিনোদন যুক্ত কিছু কুসংস্কার ও বেদয়াতের প্রতি দৃষ্টিপাত

লিখেছেন লিখেছেন বান্দা ১৪ ফেব্রুয়ারি, ২০১৫, ১০:৩৬:২১ সকাল



* বিধবা নারীকে সাদা কাপড় পরিধান করতে হবে।

* শুকরের নাম মুখে নিলে ৪০দিন মুখ নাপাক

থাকে।

* বিনা ওযুতে বড় পীর (!!) আবদুল কাদের

জিলানীর নাম নিলে আড়াইটা পশম পড়ে যাবে।

* সন্ধ্যার সময় বাকি দিতে হয় না।

* প্রথম কাস্টমারকে বিদায় করতে হয় না।

* কুরআন মাজীদ হাত থেকে পড়ে গেলে আড়াই

কেজি চাল দিতে হবে।

*সূরা ইয়াসিন পড়তে গিয়ে ভুল হলে গায়ে জ্বর আসে।

* বিড়াল মারলে আড়াই কেজি লবণ দিতে হবে।

* পোড়া খাবার খেলে সাতার শিখবে।

* পিপড়া বা জল পোকা খেলে সাতার শিখবে।

* গলায় কাটা বিঁধলে বিড়ালের পা ধরে মাপ

চাইতে হবে।

* রাতের বেলা কাউকে চুন ধার দিলে চুন

না বলে ধই বলতে হয়।

* রুমাল, ছাতা, হাত ঘড়ি ইত্যাদি কাউকে ধার

স্বরূপ দেয়া যাবে না।

* সাদা রংয়ের নিজিস যেমনঃ দুধ বা ডিম চুরি করতে হয় না।

* রাতের বেলা কাউকে সুই-সূতা দিতে নাই।

* ঘরের চৌকাঠে বসা যাবে না।

* তিন রাস্তার মাথায় বসা যাবেনা।

* ভাঙ্গা আয়না দিয়ে চেহারা দেখা যাবে না।

তাতে চেহরা নষ্ট হয়ে যাবে।

* জোড়া কলা খেলে জোড়া সন্তান জন্ম নিবে।

* পাতিলের মধ্যে খানা খেলে মেয়ে সন্তান

জন্ম নিবে।

* ডান হাতের তালু চুলকালে টাকা আসবে। আর

বাম হাতের তালু চুলকালে বিপদ আসবে।

* হাত থেকে প্লেট পড়ে গেলে মেহমান আসবে।

* কাক ডাকলে বিপদ আসবে।

* শুঁকুন ডাকলে মানুষ মারা যাবে।

* পেঁচা ডাকলে বিপদ আসবে।

* মহিলার পেটে বাচ্চা থাকলে কিছু কাটা-

কাটি বা জবেহ করা যাবে না।

* একাধিক জনে ঘরে বসে কোথাও কথা বলতে লাগলে হঠাৎ টিকটিকির আওয়াজ শুনা যায়, তখন একজন অন্যজনকে বলে উঠে “দোস্ত তোর কথা সত্য, কারণ দেখছস না, টিকটিকি ঠিক

ঠিক বলেছে।”

* বন্ধু মহলে কয়েকজন বসে গল্প-গুজব করছে, তখন তাদের মধ্যে কেউ উপস্থিত না হলে তার

সম্পর্কে জিজ্ঞাসা বাদ হতে থাকে, এমতাবস্থায়

সে উপস্থিত হলে, কেউ কেউ বলে উঠে “দোস্ত তোর

হায়াত আছে।” কারণ একটু আগেই তোর

কথা বলছিলাম।

* কোন ভালো কাজের উদ্দেশ্যে ঘর থেকে বের হলে পিছন দিকে ফিরে তাকানো নিষেধ। তাতে নাকি যাত্রা ভঙ্গ হয় বা অশুভ হয়।

আরও অনেক কিছু......জানা থাকলে বলুন

বিষয়: বিবিধ

১১২৭ বার পঠিত, ১৬ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

304415
১৪ ফেব্রুয়ারি ২০১৫ সকাল ১১:০২
মোঃ ওহিদুল ইসলাম লিখেছেন : অনেক বেনামাজী এইসব কুসংস্কার খুব মানে কিন্তু নামায রোজার ধারে কাছে নাই।
১৪ ফেব্রুয়ারি ২০১৫ রাত ১১:৩৯
246307
বান্দা লিখেছেন : সত্য কথা
304418
১৪ ফেব্রুয়ারি ২০১৫ সকাল ১১:৫৬
কাহাফ লিখেছেন :
'কি করিলে কি হয়' নামক বইটা অনেক বেকুব মুর্খ বাইবেল মনে করে! ওরাই এই সব বিষয় মানে!

শুধুই বিনোদন হিসেবেও কেউ কেউ এ সব কথা-আচরন প্রকাশ করে!!
১৪ ফেব্রুয়ারি ২০১৫ রাত ১১:৪০
246308
বান্দা লিখেছেন : খোয়াবনামাও পছন্দের
304440
১৪ ফেব্রুয়ারি ২০১৫ দুপুর ০৩:৪০
নারী লিখেছেন : হা হা হা। পিঁপড়ার ব্যাপারটা বাচ্চাকালে সবাই বলতো।

আরও দুইএকটা মনে পড়ে গেল,
*কোনো কিছু কেউ খাইয়ে দিলে দুইবার খেতে হয়।একবার খেলে পানিতে পড়ে।

*আবার জোড় শালিক দেখলে ভাগ্য ভালো,বিজোড় শালিক দেখলে ভাগ্য খারাপ।
১৪ ফেব্রুয়ারি ২০১৫ রাত ১১:৪১
246309
বান্দা লিখেছেন : হেহেহেহে কবর স্থানের দিকে আঙ্গুলি নির্দেশ করতে নেই,করে ফেললে আঙ্গৃল কামড়াতে হয়
304451
১৪ ফেব্রুয়ারি ২০১৫ বিকাল ০৫:২০
এলিট লিখেছেন : আড়াই জিনিসটার বেশ প্রচলন আছে। কোরআন মাটিতে পড়লে আড়াই কেজি চাল। বেড়াল মারলে আড়াই কেজি লবন। পীরের নাম মুখে নিলে আড়াইটা পশম পড়ে যায়। যাই হোক এই লেখাটা পরে আমিও আড়াইবার হেসেছি।
১৪ ফেব্রুয়ারি ২০১৫ রাত ১১:৪২
246310
বান্দা লিখেছেন : হেহেহে কঠিন হিসাব Rolling on the Floor Rolling on the Floor
304452
১৪ ফেব্রুয়ারি ২০১৫ বিকাল ০৫:২৪
মোতাহারুল ইসলাম লিখেছেন : বিনোদিত হলাম।
১৪ ফেব্রুয়ারি ২০১৫ রাত ১১:৪২
246311
বান্দা লিখেছেন : আমিও মজা পেলুম
304518
১৪ ফেব্রুয়ারি ২০১৫ রাত ১১:২৮
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : মানুষ মারলে কি হয় সেই টা কি কোথাও লিখা আছে!!
১৪ ফেব্রুয়ারি ২০১৫ রাত ১১:৪৩
246312
বান্দা লিখেছেন : মানুষ মরলে ভুত হয় হিন্দুদের থেকে এই বিশ্বাসও কেউ কেউ করতRolling on the Floor Rolling on the Floor
304708
১৬ ফেব্রুয়ারি ২০১৫ রাত ১২:৩৮
আফরা লিখেছেন : আমাদের ফ্যামেলীতে এসব কখনো দেখনি ।

জাজাকাল্লাহ খাইরান ভাইয়া ।
১৯ ফেব্রুয়ারি ২০১৫ দুপুর ০১:৩৩
246882
বান্দা লিখেছেন : ক্যানো দেখেননি কেন ? বিদয়াত ছাড়া চলে নাকি ? না পারলে নিজে বানান...(আল্লাহর মাইরের ভয় থাকলে কথা ভিন্ন)Rolling on the Floor Rolling on the Floor Rolling on the Floor
305305
২০ ফেব্রুয়ারি ২০১৫ সকাল ১১:৪১
মাটিরলাঠি লিখেছেন :
বুধবারে মেয়ে বিদায় দিতে নেই অর্থাৎ বাপের বাড়ী থেকে স্বামীর বাড়ী যেতে নেই। Sad
২১ ফেব্রুয়ারি ২০১৫ সকাল ১১:৩৩
247100
বান্দা লিখেছেন : Rolling on the Floor Rolling on the Floor Rolling on the Floor Rolling on the Floor Rolling on the Floor Rolling on the Floor

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File