কেমন আছেন আপনারা ?
লিখেছেন লিখেছেন বান্দা ১৩ ফেব্রুয়ারি, ২০১৫, ১২:৫০:৪৯ রাত
আমি ভাল আছি আলহামদুলিল্লাহ। হিসাব করেই বলছি। হিসাব করে দেখলাম মাত্র অল্প কিছুদিন দু:খে কেটেছে,সেটা ধরার মত নয়,বেশীরভাগ সময়ই সুস্ত্য দেহে নির্ভেজাল কেটেছে। আসলে আমাদের উপর বিপদ আপতিত হলে আমরা ধৈর্যচ্যুত হয়ে পড়ি,আর মনে হয় সর্বদাই বুঝি আমরা খারাপ অবস্থায় ছিলাম। আমরা বড়ই অকৃতজ্ঞ আমাদের পালনকর্তার ব্যাপারে।
নফল রোজা রাখার চিন্তা তো আজ ধরে করছি না,কিন্তু হয় না।অবিবাহিত যুবক তরুনদেরকে রসূল(সাঃ) রোজা রাখার পরামর্শ দিয়েছেন। রোজা মানুষকে নানান বাজে অবস্থা থেকে হেফাজত করে। কিন্তু শীতে দিন ছোট হওয়া সত্ত্বেও রোজা রাখা হচ্ছে না। এত অলস আমি !! নিজের পিছে লাথি মারতে ইচ্ছা হচ্ছে
বিষয়: বিবিধ
১১৬২ বার পঠিত, ৯ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
অনেক ধন্যবাদ ভাইয়া ।
মন্তব্য করতে লগইন করুন