যে জাতের মানুষ,সে জাতের নেতা

লিখেছেন লিখেছেন বান্দা ০৬ জুলাই, ২০১৩, ০৯:৫৫:০৭ রাত

এদেশের মানুষের নিয়তি হল আওয়ামী লীগ এবং বিএনপি। যখন একের শাসনে জনতা চোখে সর্ষেফুল দেখে তখন অপরকে শ্মরণ হয়। এর বাইরে এদের কোনো চিন্তার জন্ম হতে দেওয়া হয়নি আর শোষিতদের স্বাধীন চিন্তাকেও হত্যা করা হয়েছে। যে দেশের মুসলিমরা ইসলামী শাসনের বিরুদ্ধে কথা বলে এবং ইসলামের বিরুদ্ধে জনমত তৈরী করে কৌশলে বা প্রকাশ্যে,সে জনতার দায়ভার বাকী জনতার ওপরও বর্তায়। আর তাই আল্লাহ তায়ালাও এখানে এমন সব জাতের নেতা বা নেতৃত্বদান করেন যারা স্বাক্ষাত গজব। আল্লাহ তায়ালা বলেন,মন্দ যা কিছু পাও,তা তোমাদের কাজের ফল।

চলমান পরিস্থিতিতে বোঝা যাচ্ছে শাসন পরিবর্তিত হতে চলেছে কিন্তু জনগনের প্রাপ্তী কি হবে তাও আমাদের পূর্বের রেকর্ডে রয়েছে। যতদিন না ইসলাম তার স্বরূপে প্রতিষ্ঠিত হচ্ছে ততদিন জনগন সত্যের শাসন পাবেনা এবং অধিকারও পাবেনা। অদিকাংশ লোক আল্লাহর ভয়ে এবং তার প্রতি ভালবাসায় মসজিদে নামাজ পড়তে যায়। এরা জান্নাত জাহান্নামও বিশ্বাস করে। কিন্তু এরা রাষ্ট্রে ইসলাম মানেনা। তাহলে এরা কোন জাতের বিশ্বাসে বিশ্বাসী ? আল্লাহর ওপর বিশ্বাস এনে তার আইনের সাথে অন্য আইন গ্রহন করা যে বড় শিরক এটা মুসলিমদের অনেকে বুঝতে পারছে না। আল্লাহ যেন সকলকে হেদায়াত দান করেন ! সকল মুসলিমকে যেন আল্লাহর আইনের ওপর আস্থা রাখার তাওফিক দান করেন।

বিষয়: বিবিধ

১০৫৮ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File