নাটকের ভিড়ে

লিখেছেন লিখেছেন মুক্ত চিন্তা ১১ মে, ২০১৩, ০৩:৫১:৪২ দুপুর

বাংলা,হিন্দি,ইংরেজির অসংখ্য নাটক দেখতে পাই টিভি চ্যানেলের বদৌলতে। এসব নাটক যদিও কল্পনাপ্রসূত তবুও তা কখনো হাসাই আবার কখনো চিন্তিত করে। আবার কখনো আড্ডার বিষয়বস্তু হয় নাটকের কাহিনী। এমনি একটি নাটকের শুরু হয় ৫ই ফেব্রুয়ার্যস,২০১৩(সম্ভবত)। যে নাটকের প্রথম ভিলেন হলেন আব্দুল কাদের মোল্লা। সিনেমা,নাটকে যেমন অন্যায়ের বিরুদ্ধে আন্দোলন দেখা যায় তেমনি আমাদের এই নাটকেও শুরু হয় একটি গণ আন্দোলন। যার নত্রিত্তে থাকে যুব সমাজ। তাদের দাবি সূচনালগ্নে কেবল একটিই ছিল,আর তা হল যুদ্ধাপরাধের সর্বচ্চো শাস্থি। এই আন্দোলনের পক্ষে সমর্থন দেয় অসংখ্য মানুষ। এই পর্বের শুটিংটি হয় শাহবাগ নামক একটি স্থানে। ভেবেছিলাম এক পর্বের নাটক।কিন্তু পরে যখন দেখলাম শুটিং স্পটের আরাম-আয়েশ, সুযোগ-সুবিধা দেখে তারা সরতে চাইছেনা তখন ভুল ভাঙল। এবং বুঝতে আর বাকি রইল না যে তা ধারাবাহিক নাটক । কিছুদিন পর শুরু হল দ্বিতীয় পর্ব । এই পর্বে শুধু চলে দাবী দাওয়া নিয়ে কথাবার্তা । এই পর্বের কাহিনী কিছুদিন গরম রাখে সারাদেশ। সেই গরমে কয়েকদিন ঠিকমতো ঘুমটাও হল না অনেকের। এই পর্বে সিনেমার মত মারামারি,হানাহানির কিছু দৃশ্যও দেখতে পাই। যারা রেসলিং দেখতে ভালবাসে তারা এই পর্ব দারুণ উপভোগ করেছিল। অতঃপর কিছু পর্ব এভাবেই চলতে থাকে। কিছুদিন পর নতুন আঙ্গিকে শুরু হয় নাটকের কাহিনী। এই পর্বে আসে নতুন ভিলেন। তার রায়ের মধ্যদিয়ে শুরু হয় নতুন কাহিনী। রায় শুনে আন্দোলনরতদের মাঝে দেখা যায় তৃতীয় ঈদ। কিন্তু বুঝতেই পারিনি এর পর যে শুরু হবে কাল বৈশাখী ঝড়। ভেবেছিলাম এই ঝড়ে হয়ত দুমড়ে মুচড়ে যাবে তরুণদের মনোবল। কিন্তু পরে বুঝতে পারলাম তাদের মনোবল ভাল সিমেন্ট দিয়ে তৈরি হয়েছিল,তাই ভেঙে পড়েনি। এরপর থেকেই শুরু হই স্থায়ী রেসলিং এবং ধর্ম নিয়ে খেলা। একসময় মানুষ বিরক্ত হয়ে পরে এই খেলা দেখতে দেখতে। যারা পরিচালনাই ছিলেন তারা একটি অন্যায় দমন করতে গিয়ে হাজার অন্যায়কে প্রস্রয় দিয়ে ফেলে। কিছুদিন পর আবির্ভাব হয় একটি অরাজনৈতিক ধর্মীয় দলের। তারা কিছু দাবী দাওয়া পেশ করে।কিন্তু কিছু মানুষের মধ্যে ভয় ঢুকে জায়। কারন, এসকল দাবী মানতে গেলে তাদের আরাম-আয়েশের ব্যাঘাত ঘটবে। কথিত সুশীল সমাজ এই দাবী নিয়ে রীতিমত গবেষণা শুরু করে। ডিজিটাল দেশের জন্য তারা দাবী গুলো মেনে নিতে পারেনি। কিন্তু ধর্মভিত্তিক দলের ধর্মভিত্তিক দাবীর কোন ধর্মীয় ত্রুটি তারা বের করতে পারেনি, যদিও চেষ্টার কোন ত্রুটি তাদের ছিল না।

এভাবেই চলতে থাকে নাটকটি, যার পর্ব হয়ত হিন্দি সিরিয়ালের মত হাজারো পর্ব পেরউবে।কিন্তু নাটক শেষ হওয়ার কোন নিদর্শন আমরা আর দেখতে পাব না।

বিষয়: রাজনীতি

১২৯১ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File