আল্লামা শফীর "তেঁতুল তত্ত্বে"র ব্যাখ্যা!!!

লিখেছেন লিখেছেন তানভীর আহমাদ আরজেল ১৬ জুলাই, ২০১৩, ১১:০০:১৭ সকাল

“আল্লামা আহমদ শাহ শফীর বক্তব্য নোংরা ও জঘন্য”-প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

“হেফাজতে ইসলামের আমির আল্লামা শাহ আহমদ শফীর বক্তব্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন দেশের ১৭ জন বিশিষ্ট ব্যক্তি।”

-যদিও এই বিষয়টা নিয়ে লেখার জন্যে অনেকে অনেক আগে থেকেই বলে আসছিলেন তারপরেও এই বিষয়টা নিয়ে লেখার কোন ইচ্ছেই ছিলো না। কারণ এইসব বিষয় যতো এড়িয়ে চলা যায় ততই ভালো। কিন্তু আজকে যখন উপরের সংবাদটি দেখলাম তখন ভাবলাম, এই বিষয়টা নিয়ে কিছুটা হলেও লেখা উচিত।

যখন উপরের সংবাদের লিংকটা দেখলাম, তখন কৌতূহল ভরেই সেই ১৭ জন বিশিষ্ট জনের নাম দেখার জন্যে লিংকে ক্লিক করলাম। সেই ১৭ জন বিশিষ্ট জনের প্রায় সবাই স্বঘোষিত নাস্তিক, এক দুই জন হয়তো স্বঘোষিত নাস্তিক না হলেও তারাও ব্যক্তি জীবনে ইসলামের ধার ধারেন না।

যারা আল্লামা শফীর বক্তব্য নিয়ে লাফালাফি করতেছেন, তাঁদের মূল চুলকানি কিন্তু আল্লামা শফীর বক্তব্য নিয়ে নয়। বরং তাঁদের মূল চুলকানি হচ্ছে ইসলাম নিয়ে। ইসলামকে কটাক্ষ করার জন্যে তারা একটা ছুতো পাইছেন এবং এই সুযোগে নিজেদেরকে একটু চুলকায়ে নিচ্ছেন এই আর কি।

-এবার আসি আল্লামা শফীর বক্তব্যে। আল্লামা শফীর বক্তব্যের ভিডিওটা আমি দেখিনি তবে বক্তব্যের প্রিন্ট কপি পড়েছি। হে, আল্লামা শফীর বক্তব্যের কিছু কথার সাথে আমি নিজেও একমত নই। যেমনঃ তিনি মেয়েদের পড়াশুনার ব্যাপারে যেটা বলছেন।

ইসলামে মেয়েদের পড়াশুনা বা জ্ঞান অর্জনের ব্যাপারে কোন বাঁধা নেই। বরং ইসলাম নারী পুরুষ সকলের উপর জ্ঞান অর্জনকে ফরজ করে দিয়েছে। তবে এই পড়াশুনা বা জ্ঞান অর্জন এখনকার মতো বেলেল্লাপনা তথা ক্লাসমেট, বয়ফ্রেন্ডের কোলে মাথা রেখে নয়। এই জ্ঞান অর্জন হতে হবে ইসলামের পর্দা প্রথা বজায় রেখে।

দ্বিতীয়ত, আল্লামা শফী নারীদেরকে উপমা স্বরূপ তেঁতুলের সাথে তুলনা করেছেন। আমি বুঝলাম না, এখানে ভুলের কি আছে। হয়তো উপমাটা শুনতে একটু খারাপ শুনায়। আসলে তিনি এটা দ্বারা বুঝাতে চেয়েছেন যে, নারীরা খুব আকর্ষণীয়। সো নারীদের ব্যাপারে খুব সাবধান থাকতে হবে।

“নারীরা খুব আকর্ষণীয়”- এই কথা আল্লামা শফীকে বলতে কেন?? এই কথা তো আল্লাহ্‌ তায়ালা পবিত্র কোরআনে সূরা আল ইমরানের ১৪ নাম্বার আয়াতে সুস্পষ্ট করে বলে দিয়েছেন যে, “তিনি নারীদেরকে পুরুষদের জন্যে আকর্ষণীয় করে সৃষ্টি করেছেন”। এখন আল্লামা শফীর তেঁতুল উপমায় যদি নারীদের অবমাননা হয়ে থাকে তাহলে তো আল্লাহ্‌ তায়ালাও নারীদের অবমাননা করেছেন (নায়ুজুবিল্লাহ)।

আজকে যারা আল্লামা শফীর তেঁতুল বক্তব্য নিয়ে ঝড় তুলতেছেন তাঁদেরকে বলিঃ

“ভাইজান/ আপু ,লাক্স চ্যানেল আই সুপার স্টারের নামে সারা দেশের মানুষের সামনে নারীদেরকে উলঙ্গ করে জানি কারা?? বিলবোর্ডের নামে নারীদের উন্মুক্ত বক্ষ রাস্তার মোড়ে মোড়ে টাঙ্গিয়ে রেখেছে জানি কারা?? কর্পোরেট নারী নামে নারীদেরকে পন্যের পর্যায়ে বরং এর চেয়েও নিচে নামিয়ে এনেছে জানি কারা??

-থাক!! আর বেশী কিছু বলতে চাইনা। পরে আবার বলবেন হুজুরের মুখ খারাপ!!!

বিষয়: বিবিধ

১৭৬৫ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File