প্রসঙ্গঃ-একজন প্রকৃত মুসলিম কখন, কিভাবে সন্ত্রাসী হয়???

লিখেছেন লিখেছেন তানভীর আহমাদ আরজেল ২১ মে, ২০১৩, ০৭:৪০:৪৭ সন্ধ্যা

আপনি কি নামাজ পড়েন, রোজা রাখেন, হজ্জ করেন, যাকাত দেন???

--কোন সমস্যা নেই। আপনাকে কেউ কিছু বলবেনা। সবার চোখে আপনি একজন শান্তিপ্রিয় মুসলিম!!!

আপনি কি নামাজ,রোজা,হজ্জ, যাকাত এগুলোর পাশাপাশি সৎকাজের আদেশ ও অসৎকাজের নিষেধ এই নীতিতে বিশ্বাস করেন??আপনি কি চান সমজটা ইসলামের আলোয় আলোকিত হোক??আপনি কি ইসলামী রাষ্ট্র ব্যবস্থা, খিলাফত চান??আপনি কি আল্লহর জমীনে আল্লাহ্‌র আইন চান???সবশেষে আপনি কি জিহাদে বিশ্বাস করেন???

--যদি উপরের প্রশ্নগুলোর উত্তর হ্যা হয় তাহলে আপনি একজন ভয়াবহ সন্ত্রাসী। আপনাকে জেলে ঢুকানো এখন আইন-শৃঙ্খলা বাহিনীর প্রধান দায়িত্ব।

একটা জলন্ত উদাহরণ দেই। ইমাম আনোয়ার আল আওলাকি যখন আমেরিকায় বসে Hereafter, Lives of Prophets(pbut), Life of Abu Bakar(Ra), Life of Umar(Ra) লেকচারগুলো দিলেন তখন আমেরিকানরা তার ভক্ত হয়ে গেল। তার লেকচারগুলো হট কেকের মতো গ্রহন করতে শুরু করলো। অনেক অমুসলিমও আওলাকির ভক্ত হয়ে গেল। কিন্তু তিনি যখন ইসলামী রাষ্ট্র ব্যবস্থা, খিলাফত, মুসলিম উম্মাহর ইউনিটি, মুসলিমদের প্রতি আমেরিকা ও পশ্চিমাদের ষড়যন্ত্র ও জিহাদ নিয়ে কথা বলতে শুরু করলেন তখন থেকেই তিনি একজন সন্ত্রাসী বনে গেলেন। হয়ে গেলেন আমেরিকার তালিকাভুক্ত সন্ত্রাসী(?)। আমেরিকান সরকার তার নাগরিকত্ব হরণ করলো এবং অবশেষে তার নিজ বাড়িতে (ইয়েমেন) গিয়ে তাকে ড্রোন দিয়ে শহীদ করে আসলো। তারপর গর্বের সহিত প্রচার করলো তারা একজন সন্ত্রাসীকে(?) হত্যা করেছে!!!

--এখন বুঝতে পারছেন একজন প্রকৃত মুসলিম কিভাবে সন্ত্রাসী হয়????

বিষয়: বিবিধ

১৭৮১ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File