আইন শৃঙ্খলা নাকি রাষ্ট্রীয় সন্ত্রাস?????
লিখেছেন লিখেছেন তানভীর আহমাদ আরজেল ১৮ মে, ২০১৩, ১১:১৪:৫৪ রাত
১। গতকাল (বৃহস্পতিবার) ফারাবীর (একজন ইসলামপন্থী ব্লগার) মামলার শুনানি ছিল, জামিন আবেদন করা হয়েছিলো কিন্তু জামিন হয়নি। দুই দিন আগে নাস্তিক ইসলাম বিদ্বেষী ব্লগারদের ঠিকই জামিন দিয়েছে আদালত।
২। হেফাজতের মহাসচিব বাবুনগরী আরও ২২ দিনের রিমান্ডে!!
৩। আজ জামিনে মুক্ত হবার পর জেল গেট থেকে বিএনপির ৫০ নেতা কর্মীকে আবারও গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ।
এছাড়া মাহমুদুর রহমানের রিমান্ড, শিবির সভাপতির ৫০ দিনের রিমান্ড, ২৮ ফেব্রুয়ারী গণহত্যা, ৬ মে মতিঝিল শাপলা চত্বরের গণহত্যা এবং ভুলে যাওয়া এরকম আরও অনেক কিছু তো থাকছেই।
-সত্যি বলতে গত সাড়ে ৪ বছরে বাংলাদেশে আইন শৃঙ্খলার নামে যা হয়েছে তাকে এক কথায় বলে স্টেট টেররিজম অর্থাৎ রাষ্ট্রীয় সন্ত্রাস!!!
বিষয়: বিবিধ
১১০৯ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন