মতিঝিল শাপলা চত্বরের গনহত্যাঃ সুশীলদের প্রশ্নের জবাব!!!

লিখেছেন লিখেছেন তানভীর আহমাদ আরজেল ১৩ মে, ২০১৩, ০৪:৫৩:০১ বিকাল

ফেইসবুক ব্লগের কিছু আবাল সুশীল নাকি বলে, মতিঝিলে যে গনহত্যা হইছে তার প্রমান কি? লাশের হিসাব দাও।

ওরে আবাল বেকুবের দল......

১। লাশের হিসাব যাতে না দিতে পারি সেই জন্যেই তো বিদ্যুত সংযোগ বিচ্ছিন্ন করে অন্ধকার করে নেয়া হয়েছিলো।

২। লাশের হিসাব যাতে না দিতে পারি সেই জন্যেই তো আগেই সকল মিডিয়া সরিয়ে নেয়া হয়েছিলো।

৩। লাশের হিসাব যাতে না দিতে পারি সেই জন্যেই তো তড়িগড়ি করে দিগন্ত টিভি, ইসলামিক টিভি বন্ধ করে দেওয়া হয়েছিলো।

-যাইহোক তোদের চেতনা দিয়েই তোদেরকে কিছু কথা বলি...

১৯৭১ সালেও কিন্ত পাকিস্তানী হানাদার বাহিনী রাতের অন্ধকারে দেশি বিদেশী সকল মিডিয়া সরিয়ে নিয়ে ঘুমন্ত বাঙ্গালীর উপর গনহত্যা চালিয়ে ছিলো, সকল পত্রিকার প্রেসে আগুন দিয়েছিলো যাতে করে মানুষ গনহত্যার খবর না জানতে পারে। এমনকি সাময়িকভাবে তারা সফলও হয়েছিলো কিন্ত এক সময় ঠিকই মানুষ/বিশ্ববাসী গনহত্যার খবর জানতে পারে।

আজ আমরা পাকিস্তানীদের চরম ঘৃণা করি। এদের নাম নিই চরম ঘৃনা আর ক্ষোভের সহিত। ইনশা আল্লাহ মতিঝিল গনহত্যার খবরও একদিন প্রকাশিত হবে, দেশ বিদেশের মানুষ জানতে পারবে। তারপর মতিঝিল গনহত্যা পরিচালনাকারী চেতনাধারী হানাদারদের নাম নিবে চরম ঘৃনা আর ক্ষোভের সহিত। কেননা এটা আল্লাহর ওয়াদা। আল্লাহ তায়ালা বলেনঃ

"বলো, সত্য আসিয়াছে, মিথ্যা বিলুপ্ত হইয়াছে। আর মিথ্যাতো বিলুপ্ত হওয়ার জন্যেই।"-সূরা বনী ইসরাইলঃ ৮১

বিষয়: রাজনীতি

১০০৫ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File