জামায়াত নেতাদের আওয়ামী লীগে যোগদান - সূক্ষকোণী বা স্থূলকোণী দৃষ্টিকোণ :

লিখেছেন লিখেছেন বটতলার বাউল ৩১ মে, ২০১৪, ১২:১৭:২৭ দুপুর

ইদানিং নিউজ

ফিডে যে নিউজ

গুলা নিয়া বেশি নাড়াচাড়া হয়

তার মধ্যে জামায়াত

নেতাদের

আওয়ামী লীগে যোগদান

অন্যতম। 180°

এঙ্গেলে দেখলে হয়ত

মনে হবে সত্যিই জামায়াত

নেতারা আওয়ামী লীগে যোগ

দিচ্ছে। কিন্তু একটু সূক্ষ

কোনে বা স্থূল

কোনে দেখুন, দেখবেন

ঘটনা অন্যকিছু। এটার অনেক

বিশ্লেষণ হতে পারে।

তবে বিশ্লেষণ যাই

হোকনা কেন,

আখেরে সবদিক দিয়ে লাভ

কিন্তু জামায়াতের।

কিভাবে?

ধরুন জামায়াতের এই

নেতাগুলো সতস্ফুর্ত

ভাবে জেল যুলুম

থেকে বাচতে বা সুবিধা নিতে আওয়ামী লীগে যোগ

দিল। এটাতে জামায়াতের

দুদিকে লাভ।

একেতো অভ্যন্তরীণ

কোব্দলে জর্জরিত

আওয়ামী লীগের কোন্দল

আরও প্রকট হবে, দ্বিতীয়ত

জামায়াতের

মধ্যে ছুপা সুবিধাবাদী,

মীরজাফরদের দল

ত্যাগে জামায়াত

মোটামুটি নির্ভার

থাকবে। আর তথাকথিত

দলছুট জামায়াত

নেতারা কিরকম তা কোন

আওয়ামী লীগারকে জিজ্ঞেস

করলেই বলে দিবে।

আদর্শহীন দলে থাকার

চেয়ে না থাকাটাই 100%

নিরাপদ।

অন্যদিকে যদি ধরি এই

যোগদান যোগদান

খেলাটা জামায়াতের

একটি কৌশল,

তাহলে আমি বলব

জামায়াত এই

কৌশলে একশত ভাগ সফল।

মনে আছে? আতাত আতাত

করে সরকার জামায়াত আর

হেফাজত কে বিতর্কিত

করতে চেয়েছিল।

জামায়াতের ক্ষেত্রে সফল

না হলেও

হেফাজতকে কিন্তু ঠিকই

বিতর্কিত করে ফেলেছে।

আওয়ামী লীগের সেই

অস্ত্রে আওয়ামী লীগকে ঘায়েল

করতে জামায়াত যদি এই

কৌশল

নিয়ে থাকে তাইলে জামায়াত

কিন্তু already সফল। কারণ

আওয়ামী লীগের চেতনার

ভন্ডামী একদম

খোলা বাজারে ফাস

হয়ে যাচ্ছে এসব যোগদানের

খবরে।।।এগুলো পচিত

আওয়ামী লীগের নমুনা।।।

একেই বলে মাইনকা চিপা !!

জয় বাংলা !!

মাইনকা চিপা সামলা !!

বিষয়: রাজনীতি

১৩৫৩ বার পঠিত, ৬ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

228631
৩১ মে ২০১৪ দুপুর ১২:৫৪
আব্দুল গাফফার লিখেছেন : লাইক Good Luck
228632
৩১ মে ২০১৪ দুপুর ১২:৫৫
আমি মুসাফির লিখেছেন : আওয়ামী লীগের চেতনার
ভন্ডামী একদম
খোলা বাজারে ফাস
হয়ে যাচ্ছে এসব আজগুবি যোগদানের
খবরে।।।এগুলো পচিত
আওয়ামী লীগের নমুনা।। এটা ষমভাগ সত্য ।

আর এক ভাইতো আওয়মাী সম্পর্কে বলেই ফেলেছেন মানুষ অমানুষ হলে বলা হয় পশু ।
পশুর অধঃপতন হলে তাকে ডাকা হয় আওয়ামীলীগ ।
আর আওয়ামীলীগের পরে আর কোন জানোয়ারের সন্ধান
পশু বিজ্ঞানীরা এ পর্যন্ত দিতে পারেনি
228679
৩১ মে ২০১৪ দুপুর ০৩:২৪
সন্ধাতারা লিখেছেন : অনেক ধন্যবাদ ভালো লাগলো লিখাটি
৩১ মে ২০১৪ দুপুর ০৩:৩৪
175374
বটতলার বাউল লিখেছেন : ধন্যবাদ
228729
৩১ মে ২০১৪ বিকাল ০৫:২৩
আলমগীর মুহাম্মদ সিরাজ লিখেছেন : ভালো লাগলো অনেক ধন্যবাদ
228740
৩১ মে ২০১৪ বিকাল ০৫:৫২
হতভাগা লিখেছেন : এর জন্য আওয়ামী লীগে কিছু ঘটলেই বলা হয় তাদের মধ্যে ঢুকে পড়া জামাত-শিবিরের কাজ এটা ।

বাংলাদেশের মানুষ আওয়ামী লীগের এ কথা বিশ্বাস করতে চাইতো না । এখন জামাতীরা নিজেরাই যখন স্বীকার করে নিচ্ছে এবং এর জন্য নিজেদের সাকসেসফুল ভাবছে তখন ধরে নেওয়া যায়ই যে আওয়ামী লীগের অভিযোগ সত্য ছিল ।

জামায়াত নেতারা যে মাইরের উপ্রে আছে তাতে আওয়ামী লীগে যোগ দেওয়াই ছিল একমাত্র অপশন ।

কিন্তু..লেন্জা ইজ ভেরি ডিফিকাল্ট টু হাইড।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File