উপমহাদেশে টেস্টটিউব বেবী
লিখেছেন লিখেছেন মানিক মনোয়ার ২৯ মে, ২০১৩, ০২:৪৮:২৩ রাত
ম্যানচেস্টার সিটির অদূরে ছোট্ট একটি শহর ওল্ডহাম।এই শহরেরই একটি হাসপাতালে টেস্টটিউব বেবীর ইতিহাস রচিত হয় ।ইতিহাস যারা লিখেছিলেন তারা কোন ঐতিহাসিক নন ।Dr. Patrick Steptoe এবং Dr. Edwards।২৫ শে জুলাই ১৯৭৮।জন্ম নিলো লুইস ব্রাউন নামের কন্যা শিশুটি টেস্ট টিউব পদ্ধতিতে ।এর প্রায় ৬৭ দিন পর জন্ম নেয় আরেক টেস্ট টিউব বেবী নাম দূর্গা ।এ শিশু জন্মদানে যে ডাক্তার অবদান রেখেছিলেন তার নাম সুভাষ মুখোপাধ্যায় ।বাঙালি।সত্যিকার অর্থে তিনি প্রথম ভারতীয় ও বিশ্বে ২য় স্থান অধিকার করা টেস্টটিউব শিশু জন্ম দানকারী ডাক্তার ।কিন্তু তাঁকে পার হতে হয় অনেক বাধা¬-বিপত্তি ।প্রথমে কেউই তাকে স্বীকৃতি দেয়নি ।ভারত সরকারের কাছ থেকে পেয়েছেন তিরস্কার ।জ্বালা সইতে না পেরে তাই তিনি আত্মহত্যা করেন্ (১৯৮১সালে) ।এরপর ১৯৮৬ সালে ডা : টি.চি. আনন্দ কুমার ২য় ভারতীয় হিসাবে (অফিসিয়ালি ১ম) টেস্ট টিউব বেবী হর্ষের জন্মলাভে সাহায্য করেন ।কিন্তু পরবর্তীতে ১৯৯৭ সালে তিনি ডা :সুভাষের টেস্ট টিউব বেবী নিয়ে পড়াশুনা করেন ও সরোজমিনে খতিয়ে দেখেন ।তার এই নিরীক্ষার কারণেই ডা:সুভাষের টেস্টটিউব বেবী স্বীকৃতি পায় ।
পাকিস্তানের প্রখমটেস্টটিউব বেবী কাশেম জন্মলাভ করে ১৯৮৯ সালে লাহোরে ।মজার ব্যাপার হল ডাক্তারের নাম রশিদ লাতিফ ।
বাংলাদেশের প্রখম টেস্টটিউব বেবী জন্মলাভ করে ২০০১ সালের ২৯শে মে ঢাকার সেন্ট্রাল হাসপাতালে ।দম্পতির নাম হানিফ ও ফিরোজা।তারা ছিলেন সাভারের অধিবাসী ।তবে বাংলাদেশের টেস্টটিউব বেবীই তিন শিশু একসাথে জন্ম দেয় ।হীর মণি ও মুক্তা ।ডাক্তার ছিলেন পারভিন ফাতেমা।
শ্রীলঙ্কার প্রখমটেস্টটিউব বেবী জন্মলাভ করে 2002 সালের ১লা জুলাই ।
বিষয়: বিবিধ
১৫৭৬ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন