পাবলিক কিতা কয় জানতে চাইলে পড়ুন এই কপিপেস্ট, না হয় কেটে পড়ুন।
লিখেছেন লিখেছেন সোনালি চিল ২৪ জুলাই, ২০১৩, ০২:২৬:৫৩ রাত
মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয় কর্তৃক আজ মঙ্গলবার বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী-যুবলীগ আয়োজিত ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসাবে প্রদত্ত বক্তব্য নিয়ে THE FIRST POTATO (প্রথম আলু) "বিএনপির মিথ্যা প্রচারণা মোকাবিলা করতে এসেছি" ---শিরোনামে একটি নিউজ করেছে। নিউজের চুম্বক অংশ হচ্ছে,মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয় আজ মঙ্গলবার উক্ত ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে বলেন ‘আওয়ামী লীগকে আবার ক্ষমতায় আনুন, বাংলার চেহারা পাল্টে দেব। আমার কাছে তথ্য আছে, আগামীতে আবারও আওয়ামী লীগ ক্ষমতায় আসবে। আমি বিএনপির মিথ্যা প্রচারণা মোকাবিলা করতে এসেছি।’
উপরোক্ত নিউজের নিচে রিডাদের বাহারি কমেন্ট:
২০১৩.০৭.২৩ ২০:২০
“আওয়ামী লীগকে আবার ক্ষমতায় আনুন, বাংলার চেহারা পাল্টে দেব।“ জনগণ তা বিশ্বাস করবে কি করে? আপনি আইসিটি এক্সপার্ট হয়ে, সরকারের আইসিটি প্রফেশনালদের জন্য কি করেছেন ? অটিজমদের জন্য আপনার বোন যা করেছে, আপনি আইসিটি প্রফেশনালদের জন্য তেমন কিছু কি করতে পেরেছেন ?
mahfuza bulbul
২০১৩.০৭.২৩ ২০:২৪
বিএনপির অপকর্ম মনে করিয়ে দিতে এসেছেন ! তার আগে আওয়ামীলিগের অপকর্ম ম্লান করতে পারবেন কি ?
সেলিম জাহাঙ্গীর (চরটেকি,পাকুন্দিয়া,কিশোরগঞ্জ)
২০১৩.০৭.২৩ ২০:২৫
আমরা গভীর ভাবে বিশ্বাস করি আওয়ামীলীগ আবার ক্ষমতায় এলে অবশ্যই বাংলার চেহারা পাল্টে যাবে। যদি কেউ চোখ খুলে ভালভাবে দেখে তাহলে অবশ্যই দেখতে পাবেন আওয়ামীলীগ সরকার তা পারবে।
MD TOWFIKUL
২০১৩.০৭.২৩ ২০:২৬
He said, " I have information that AL is gonna come to the power again" -- How do you know Mr. Wazed? and where did you get those information?? That's a mystery isn't it all???
২০১৩.০৭.২৩ ২০:২৮
perfect copy of mother! Mr. Joy, you grew up in western culture, at least you should know, if you talk against others definitely it will go against you. public wants to know what is your achievement in present, they do not want to look back in past. we don't want to hear, what BNP did in past, we want to know what AL willing to do for us in future. look at your company, what message you are giving us? as a member of young generation, please, get out of these tradition, we like to see real changes in our country.
Sarif
২০১৩.০৭.২৩ ২০:২৮
তারেকরা ৫- ০ তে লিড নিয়েছে ,আপনারা অনেক পিছনে , দ্রুত দৌড়ান ।সময় খুব কম।
Hossain Ahamed
২০১৩.০৭.২৩ ২০:৩১
দেশের সবঠুকু ইন্টারনেট ব্যবস্তাকে একা গ্রহণ করছেন যা পাওয়ার কথা ছিল এই দেশের সকলে। আবার বড় বড় কথা বলেন। আপনি না প্রযুক্তিতে পণ্ডিত তাহলে কেন এদেশের মানুষ এখনো থ্রিজি সুবিধা পাচ্ছে না এখনো। বিশ্বে যেখআনে 5G নিয়ে চিন্তা শুরু করে দিয়েছে। এত দিনতো দেখা যাই নি, নির্বাচন কাছে এসেছে আর এই দেশে এসে দেশ প্রেম দেখানো শুরু করে দিয়েছেন।
shuvo
২০১৩.০৭.২৩ ২০:৩২
বাস পাচাল সুরু। আর থাকা গেল না এই দেশে।
mahbubul alam
২০১৩.০৭.২৩ ২০:৩৮
রমজান মাসে এমন একজনের বয়ান শুন তে হবে জে কিনা ......................। থাক আপনারা বুযে নিয়েন !!!!!!!!!
Md. Hanif
২০১৩.০৭.২৩ ২০:৩৯
এই যে আসছে আরেকজন, আললাহ এর শেষ কোথায়?
Hazrat Ali
২০১৩.০৭.২৩ ২০:৪০
laughing or crying, i am unable to find out.
Islam
২০১৩.০৭.২৩ ২০:৪১
You are a liar men. I believe that you come in power again Bangladesh will be destroyed.
shuvo
২০১৩.০৭.২৩ ২০:৪২
হাতিরঝিলের যে কথা বললেন তাহলে মহাখালি উরাল সেতু কন সময়ের ??????
সেটার জনন সমমান বারে নাই ???
Jinu
২০১৩.০৭.২৩ ২০:৪৪
Hi Joy, if you can read the mind of Bangladeshis then perhaps you'd never plan to return here. Every govt do some development but some bad works ruin all good works.
Hallmark scandal, share market scandal, Destiny scandal ,continuous venomous comment on Prof Yunus, plan to destroy Grameen Bank, bankrupting all state banks, infamous acts by angelic members of BCL are few to mention which has already tarnished all good works. Do you think electricity sector tremendously improved quick rental companies or helped load shedding?
AKMSeraj
২০১৩.০৭.২৩ ২০:৪৪
বেশী কথায় ভরাডুবি বেশী হয়।
২০১৩.০৭.২৩ ২০:৪৫
আশা কি রাখতে পারি।
ASM Foysal
২০১৩.০৭.২৩ ২০:৪৭
আপনারা যখন দেশের এতই উন্নয়ন করেছেন তাহলে আপনি কেন বিদেশ পড়ে আছেন ভাই? দেশে এক্কেবারে চলে আসুন, উন্নয়নের আনন্দ ভাগাভাগি করে খাই!
A.Forkan
২০১৩.০৭.২৩ ২০:৪৯
পারবেন না, ওরা মিথ্যুক, ওরা ধর্মের অপব্যখ্যাকারী, ওরা Granede ফুটাইয়া আপনাদের সবাইকে খুন করতে পারে, তা আগে ২১শে আগষট আইভি রহমানসহ একসাথে ২৩জন কে মেরে দেখাইয়াছিল। সতর্ক থাকবেন।
দেলোয়ার হোসেন
২০১৩.০৭.২৩ ২০:৫১
পারলে জাতিকে নতুন পথ দেখান, অপকর্মে নিমজ্জিত আওয়ামী নেতাদের ন্যায় পথে ফেরান । অনেকে বিশ্বাস করে আপনি তা পারবেন । যে কথা আপনি এখন বলছেন ,
এসব কথা গত সাড়ে চার বছরে শুনতে শুনতে জাতির কান ''জ্বালাপালা'' হয়ে গেছে ................।
MASUD
২০১৩.০৭.২৩ ২০:৫৩
উনি যে হাসিনার পোলা এইটা উনার কথাতেই বোঝা যায়।
২০১৩.০৭.২৩ ২০:৫৪
Mr. Joy is a well educated, dynamic and honest man. He envisaged digital Bangladesh. He is the last hope for Bangladesh. Hope he would get involved in Bangladeshi politics on full time basis.
aulad
২০১৩.০৭.২৩ ২০:৫৪
আপনারা বলেছিলেন ডিজিটাল বাংলাদেশ গড়বেন কিন্তু কতটুকু গড়তে পেরেছেন তা বাংলাদেশের আপামর জনসাধরণ জানে এবং জনগণ যেটা জানে সেটা সত্যই জানে। কারণ তারা নিজেরা কতটুকু সুফল সরকার থেকে পাচ্ছে সেটা দৈনন্দিন জীবনের উপর অর্পিত প্রভাব থেকেই জানতে পারে। আর মিডিয়ার উপর ততটা নির্ভরশীল না হলেও জীবনের উপর প্রভাবের সাথে যাচাই করে নিতে ভুলে না। আর বিএনপির সাথে দূর্নীতির তুলনা করলে আপনাদের সময়ে দূর্নীতি অনেক বেশী হয়েছে, আর সন্ত্রাসের দিক বিবেচনা করলে প্রায় সমান। সুতরাং এসব কথা বলে জনগণের মন জয় করা যাবে না বরং নতুন কোন ফর্মূলা থাকলে বলেন।
Sohel Rahman
২০১৩.০৭.২৩ ২০:৫৪
আপনিতো কমপিউটার সফট ওয়্যার ইনজিনিয়ার এবং জগৎ খ্যাত হার্ভাড বিশ্ববিদ্ব্যালয় থেকে মাষটার্স করেছেন ,ছয় অংকের ঘরে বেতন -ভাতা পাচ্চেন ? আপনি তো আমেরিকায় বউ -বাচ্চা নিয়ে সুখেই আছেন, ভাল কামাই রোজগার করছেন, Cristin Canady আমেরিকায় অন্যতম নামী-দামী পেশা এটর্নী অফিসে যুক্ত তাই না ?
তাহলে কেন বাংলাদেশের নোংরা রাজনীতিতে নিজেকে জড়াতে চাচ্চেন ? সেটা কি বঙ্গবন্ধু নাতি হিসাবে ?
আমাদের দেশে কিন্তু মেধাবীদের রাজনৈতিক ভবিষ্যৎ খুব ভাল না । উদাহরন - ড; কামাল , মাহামিদুর রহমান মাননা ,......
মনে রাখবেন , আমাদের রাজনীতিতে সৎ,চরিএবান , মেধবীরা অচছুত । সাড়ে চার বছরে তো ক্ষমতার হালুয়া রুটি খেতে আসেননি । তাহলে এখন কি হমলা ,, মামলা, বোমা খেতে এসেছেন ?
আমরা কিন্তু নেতা হিসাবে অযোগ্যদের বেশী পছনদ করি, নেতার সামনে বেজা বাড়াল , তার প্রংশায় পঞমুখ এবং আড়ালে আবড়ালে তার বিরুদ্বে সত্য - মিথ্যা গাল-গপপ দিয়ে তাকে নিকৃষট প্রমানে সদা সচেষট - এই হল আমাদের অনেকের চারিএিক বৈশিষট্য । আপনার মত সরল - সোজা মানুষ কি ফিট করবেন এখানে ?
কামাল
২০১৩.০৭.২৩ ২০:৫৪
এসেছেন যখন একটু বসেন। তারপর চা খান। এবং চিনির দোহাই দিয়ে চলে যাবেন।
সারা বছর আমেরিকা থাকেন এই কয় দিনে আপনি কি করবেন?
রাজনীতি করতে চাইলে দেশে থাকুন নাইলে আপনার মত নাগরিকের আমাদের দরকার নাই!
ASRAR OSMANI
২০১৩.০৭.২৩ ২০:৫৮
Hi! Why you don't read today's Prothom Alo regarding Rajshai University Cha. Lig leader. How a criminal canbe leader. Do you think BNP did this for him?
২০১৩.০৭.২৩ ২০:৫৯
"হাতিরঝিলের মতো স্থাপনার কারণে ঢাকাকে আন্তর্জাতিক শহর মনে হয়" হাতির ঝিল ‘আওয়ামী লীগের’ আবদান -এ কি কথা শুনলাম !!
Rezaul Choudhury
২০১৩.০৭.২৩ ২১:০৩
তা উনাকে কে এই তথ্যটা দিল যে আগামীতে আবারও আওয়ামী লীগ ক্ষমতায় আসছে ?! নির্বাচন কমিশন/ আমেরিকা নাকি ভারত?
Mr. Rokee
২০১৩.০৭.২৩ ২১:০৩
''আমার কাছে তথ্য আছে, আগামীতে আবারও আওয়ামী লীগ ক্ষমতায় আসবে।''
আগামী নির্বাচন এর ফলাফল জনগণের হাতে না জয়দের হাতে। তাহলে অযাথা নির্বাচন করে অর্থের অপচয় করা কি দরকার।
মিলন, নেছারাবাদ-পিরোজপুর।
২০১৩.০৭.২৩ ২১:০৪
‘আওয়ামী লীগকে আবার ক্ষমতায় আনুন, বাংলার চেহারা পাল্টে দেব। ''
মিঃ জয় বাংলার চেহারা অলরেডি আপনার মা জননী পাল্টে দিয়েছেন।
আপনি বলেছেন,আওয়ামী লীগের আমলে কাউকে চাদা দিতে হয়নি।
এটা টীখ ণঅ
Ripon
২০১৩.০৭.২৩ ২১:০৭
নির্বাচনের আগে হথাঠ আপনার দেশপ্রেম উতলাইয়া পরতেছে কেন ?
২০১৩.০৭.২৩ ২১:০৯
ব্যাপক
Lubaba Rahman
২০১৩.০৭.২৩ ২১:১১
এরা যে উপাচার্য পদের মান যে কবে বুকে ধারন করবে??
Lutfor Rahman
২০১৩.০৭.২৩ ২১:১৩
People want to escape from the rulers of United Kingdom of Bangladesh! Stay in USA please!!
২০১৩.০৭.২৩ ২১:১৪
আমরা আপনার মায়ের ুননতি দেখে ফিদা হয়ে গিয়েচি . আপনার পায়ে ধরে মাফ চাি. আর েি সব ুননতির ফিরিসতি শুনায়েন না .।
Sheikh Mehedi Mirza
২০১৩.০৭.২৩ ২১:১৫
আমরাও আছি আপনার সাথে তবে এই ক্ষেত্রে নিজেদের ভুল্গুলোও খুজে বের করা জরুরী। নিজেরা সংশোধীত থাকলে প্রতিপক্ষ অপপ্রচার করে খুব একটা আগাতে পারবে না।
২০১৩.০৭.২৩ ২১:১৯
"হাতিরঝিলের মতো স্থাপনার কারণে ঢাকাকে আন্তর্জাতিক শহর মনে হয়" হাতির ঝিল ‘আওয়ামী লীগের’ আবদান -এ কি কথা শুনলাম !!
Shihab
২০১৩.০৭.২৩ ২১:২১
আমারাও জানি আওয়ামীলীগ আবার ক্ষমতায় আসবে কারন কোন নিবাচনই হবেনা ।
Rok monsoor
২০১৩.০৭.২৩ ২১:২৫
জয় ভাইয়ের ও মনে হয় কথা বেশি বলার রোগ আসে...
২০১৩.০৭.২৩ ২১:২৬
সুন্দর সুন্দর কথা বলার জন্য ধন্যবাদ। আমাকে হাসাতে আপনি ১০০% সফল। এই ৫ বছরে অনেক চেহেরা পালটিয়েছেন। ভয় হয় আর বেশী বদলালে বাংলা বলেই চেনা যাবেনা। ২০০১ সালের কথা বলেছেন, বলেছেন গত টার্ম এর কথা। একবার তো ক্ষমতায় আসলেন। এসব পুরনো তথ্য দিয়ে আর কত। একটা উপদেশেই দিব, যেখান থেকে তথ্য পেয়েছেন আবার জিতবেন আগে সেই সোর্সটা বদলান তারপর রাজনীতি করতে শিখুন। কিভাবে মানুষ কে ইমোশনাল করতে হয় তা প্রথমে শিখতে পারেন। অবশ্য এগুলোতো জানা থাকার কথা। বলা যায়না জিতলে জিততেও পারেন। বাংলাদেশে সবই সম্ভব।
Netu chandra
২০১৩.০৭.২৩ ২১:৩১
আওয়ামীলীগ এর বাকি যেকয়টা ভোট ছিল তার বারোটা বাজানোর জন্য উনি এসেছেন। আগামী নির্বাচনে সব প্রার্থীদের জামানত হারানোর ব্যবস্থা করে যাবেন। উনি আবার তথ্যও নিয়ে এসেছেন।
m rahman
২০১৩.০৭.২৩ ২১:৩১
Mr. Joy please show the people how you guys helps the people to live honestly. Please tell us if you guys get vote and in power just mention the things you guys never do this.
punish the culprit people. Helps that family who is lost everything in share market. Please make a plan for the supperer people.
Shah Newaz
২০১৩.০৭.২৩ ২১:৩৩
ক্যামনে জানলেন আপনারাই জিততেছেন? তাইলে কি Selection হয়েই গেছে? এই জন্যই বলি আওয়ামী লীগ এত আনন্দে আছে ক্যান!
akash
২০১৩.০৭.২৩ ২১:৩৭
ঈদের পর দেখবাআসল খেলা । তুমি বিএনপিকে মোকাবেলা করবা ?
Abdullah
২০১৩.০৭.২৩ ২১:৪০
আওয়ামী লীগকে আবার ক্ষমতায় আনুন, আপনার চেহারা পাল্টে দেব।
Netu chandra
২০১৩.০৭.২৩ ২১:৪০
@ Sohel Rahman, উনি হার্ভার্ড এ মাস্টার্স করেছেন public ad এ। ওখানে মাস্টার্স করতে শুধু টাকা লাগে।
Bijoy
২০১৩.০৭.২৩ ২১:৪৩
ALHAMDULILLAHHHHH......
Nesa
২০১৩.০৭.২৩ ২১:৪৪
পুরান এ ভাত পায় না আবার নতুন এর আমদানি।।
nabil khan
২০১৩.০৭.২৩ ২১:৫০
Only tongue is enough to destroy this Awami League government
Mr. Rokee
২০১৩.০৭.২৩ ২১:৫১
এখন আর মানুষকে লোডশেডিংয়ের দুর্ভোগ পোহাতে হয় না। আওয়ামী লীগই বিদ্যুত্ সমস্যার সমাধান করেছে।
অযাথা কথা কেন বলছেন।
২০১৩.০৭.২৩ ২১:৫৩
ভাই সাড়ে চার বছর ধরে কোথায় ছিলেন?
sana oli aman shohid
২০১৩.০৭.২৩ ২১:৫৫
হাসিনার সরকার আবার আসবে ???কি বুঝলেন .. ৫, ০ তে হারার পরও এমন তথ্য !!মনে হয় তেল কমপানি আপনার খুব নিকটে
২০১৩.০৭.২৩ ২১:৫৬
"আওয়ামী লীগ ক্ষমতায় থাকলে আগামী ১৫ বছরের মধ্যে দেশ মধ্য আয়ের দেশে পরিণত হবে" - এর মানে আরও তিন টার্মের জন্য আওয়ামী লিগকে ক্ষমতায় আনুন। হা হা হা .। উনার শখ দেখে হাসব না কাদব বুঝতে পারছিনা
Lutfur
২০১৩.০৭.২৩ ২২:০১
আমার কাছে তথ্য আছে, আগামীতে আবারও আওয়ামী লীগ ক্ষমতায় আসবে। এই তথ্য কি দিয়েছে ?
Riaz
২০১৩.০৭.২৩ ২২:০২
5টা সিটি নির্বাচনে হারার পর এই তথ্য কে দিল আপনাকে.... বি.এন.পি তো অলরেডি ছোটখাট একটা সরকার গঠন করতে পারবে.... সাহস থাকলে নির্দলীয় সরকারের অধীনেই আগামী নির্বাচন দিয়ে দেখেন.
Sohel Rahman
২০১৩.০৭.২৩ ২২:০৫
Netu chandra - ২০১৩.০৭.২৩ ২১:৪০ - @ Sohel Rahman, উনি হার্ভার্ড এ মাস্টার্স করেছেন public ad এ। ওখানে মাস্টার্স করতে শুধু টাকা লাগে। --- ম্যাডাম দয়া করে বলবেন , কত টাকায হার্ভার্ড এর public ad এ মাস্টার্স সার্টিফিকেট পাও্য়া যায় । আমি তাহলে চেষটা করে দেখব । দয়া করে বিসতারিত জানালে খুব খুশি হব । আমার লিখতে পারেন ,.
Khawar
২০১৩.০৭.২৩ ২২:০৫
Mr. digital what is your new intention?
Dr. Moazzem Hossain Nilu
২০১৩.০৭.২৩ ২২:০৭
স্বাস্থ্য বিষয়ক উপদেষ্টাদের মত বিতর্কতি ব্যক্তিদের রেখে দূর্ণীতিমুক্ত বাংলাদেশ কায়েম হবেনা !!
Khawar
২০১৩.০৭.২৩ ২২:১১
Haaaa Haaaa all perplan. Mr. Joy give our share market money back.
Mohammad sirajum Munir
২০১৩.০৭.২৩ ২২:১৩
দয়া করে জানাবেন কি আপনাকে এই তথ্য কে দিল?জাতীয় নির্বাচন তো দুরের কথা আপনি তথ্য পান নাই যে ৫টি সিটি নির্বাচনে আপনারা হারবেন?তখন আপনি কোথায় ছিলেন?এতই যদি আপনার কাছে তথ্য থাকে তাহলে ঐ সিটি নির্বাচনে বিশাল ব্যবধানে হারলেন কিভাবে?তখন তো বলেন নাই যে আপনার কাছে তথ্য আছে আপনারা হারবেন। দয়া করে দেশে এসে কাজ করুন। দেশের বাইরে থেকে যদি কাজ করা যায় তাহলে আপনি কি করেছেন বলবেন কি আইসিটটি এক্সপারট হিসাবে?
zahirul islam
২০১৩.০৭.২৩ ২২:১৬
মা কা বেটা সিপাই কা ঘোড়া।
Mohammed Rezaul Karim
২০১৩.০৭.২৩ ২২:১৭
কি মন্তব্য লিখবো ভেবে পাচ্ছি না,।
rony
২০১৩.০৭.২৩ ২২:১৯
আপনি এতদিন দেশের যে কোন খুজই রাখেন নাই সেটাই প্রমান করলেন আর কিছু না ।০-৫ হেরেছেন সেটাও কি কেউ আপনাকে বলেনি ?
২০১৩.০৭.২৩ ২২:২০
আওয়ামী লীগ এক টার্মে যে উন্নয়ন করেছে, বিএনপি দুই টার্মেও সে উন্নয়ন করতে পারেনি।’সাড়ে চার বছর ধরে আওয়ামী লীগ দেশে উন্নয়ন কর্মকাণ্ড করে যাচ্ছে
MD FARUK KHAN
২০১৩.০৭.২৩ ২২:২২
স্বাধীনতার ৪২ বছর... পর... আসুন আওয়ামী এর উন্নয়নের আনন্দ ভাগাভাগি করে খাই!
১ / পদ্মা সেতু দুর্নীতি
২ / সোনালী ব্যাংক হলমার্ক কেলেংকারী
৩ / ডেসটিনি মাল্টি কো অপারেটিভ কেলেংকারী
৪ / রেলওয়ে কেলেংকারী
৫ / বিশ্বজিত হত্যা
৬ / চার সিটি কর্পোরেশানে পরাজয়
৭ / ঢাকা সিটি কর্পোরেশান বিভক্তি
৮ / নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দামের চরম উর্ধ্ব গতি
৯ / বিএনপি নেতা ইলিয়াস আলী গুম
১০ / বিডিআর ম্যাসাকার
১১ / সাংবাদিক দম্পতি সাগর রুণি হত্যা
১২ / গণজাগরণ মঞ্চ এবং হেফাজতে ইসলাম সংঘাত
১৩ / যুদ্ধাপরাধীদের বিচার প্রক্রিয়া প্রহসন
১৪ / ভারতের সঙ্গে তিস্তা পানি চুক্তি
১৫ / রামপাল কয়লা বিদ্যুৎ প্রকল্প
১৬ / রামু বৌদ্ধ মন্দির জ্বালোনা এবং সংখ্যালঘু নির্যাতন
১৭ / মন্ত্রী এমপিদের চরম দুর্নীতি
১৮ / আইসিটি বিচারকের স্কাইপ কথোপকথন ফাঁস
১৯ / রানা প্লাজা ধ্বস ও তাজরীন ফ্যাসনে আগুন
২০ / ছাত্রলীগের দৌরাত্ম
২১ / গ্রামীন ব্যাংক ও প্রফেসর মোহাম্মদ ইউনুস নিয়ে বাড়াবাড়ি
২২ / ধর্ম নিয়ে রাজনীতি
২৩ / টেন্ডারবাজী চাঁদাবাজী ও দখলবাজী
২৪ / খুন ও গুম
২৫ / অতিরিক্ত ব্যাংক ঋণ
২৬ / সার্বিক দলীয়করণ
২৭ / সরকারি অর্থের অপচয়
২৮ / সামাজিক খাতের নিরাপত্তার চেয়ে দলীয় নিরাপত্তা
২৯ / ভারত তোষণ নীতি
৩০ / বিশ্বব্যাংক আইএমএফ এডিবি উন্নয়ন সহযোগী ইস্যু
৩১ / দলীয় কোন্দল
৩২ / নির্বাচন কমিশন
৩৩ / আইন শৃঙ্খলা পরিস্থিতি চরম অবনতি
৩৪ / পররাষ্ট্র নীতির ব্যর্থতা
৩৫ / সংবিধান সংশোধন
৩৬ / মামলা হামলা ও রাজনৈতিক বিবেচনায় মামলা
৩৭ / নমিনেশান বিক্রি অন্যতম ইস্যু হবে
৩৮ / কলেজ ছাত্র লিমন ইস্যু
৩৯ / মিডিয়ার একচেটিয়া নেগেটিভ প্রচার
৪০ / টিফকা চুক্তি
৪১ / তেল গ্যাস জ্বালানী বিদ্যুতের দাম
৪২ / অদক্ষ মন্ত্রীসভা এবং তাদের ব্যর্থতা
manwarul
২০১৩.০৭.২৩ ২২:২৭
তারেক রহমানের সাথে একটা সিটে ইলেকশন করে দেখুন জামানত থাকে কিনা । তখন বুঝা যাবে আওয়ামীলীগ কত জনপ্রিয় ।
২০১৩.০৭.২৩ ২২:৩৫
It's seems to me he laying as her mother.
২০১৩.০৭.২৩ ২২:৩৭
"আমার কাছে তথ্য আছে, আগামীতে আবারও আওয়ামী লীগ ক্ষমতায় আসবে।"
দুঃখজনক।
nurul absar hussain
২০১৩.০৭.২৩ ২২:৪০
জয় তোমাকে পছন্দ করি কারণ তুমি আমাদের যুবরাজের মত কোনো দুর্নীতিতে জড়িত হওনাই .বা প্রমানীতি দুর্নীতিবাজ নও . তমি ও তোমার পরিবারের্ কেহ দূনীতিতে জড়িত হও নাই . কিন্তু তোমার মা নমিনেশন দিয়া যাহাদের এম পি বানিয়াছে তাহাদের আর তাহাদের নিকট আত্মীয় পিএস এপিএস দের দম্ব আর অহমিকা আওয়ামী লীগকে জন বিচ্ছিন্ন করিয়া ফেলিয়াছে . তাই আগামী নির্বাচনে আশা খুবকম .
২০১৩.০৭.২৩ ২২:৪১
If Hatirjheel isn't the contribution of Awami League government, then it is whose??? BNP built only Mohakhali & Khilgaon flyover. AL has built Kuril flyover, Mirpur to Airport Road flyover, Banani overpass, Gulistan to Jatrabari flyover. And, Mouchak flyover, elevated express highway is underway. So record of AL is far better than that of BNP. We must not deny the credit of AL government for that. Otherwise, we would be an ungrateful nation.
Muhammad Fazle Rabbani
২০১৩.০৭.২৩ ২২:৪৫
"আমার কাছে তথ্য আছে, আগামীতে আবারও আওয়ামী লীগ ক্ষমতায় আসবে""
এই একটা কথা বলে আপনি আওয়ামী লীগের যে ক্ষতি করলেন, বিএনপি-জামায়াত মিলেও ততটা করতে পারতো না। এমনিতেই তত্ত্বাবধায়ক সরকার নিয়ে আওয়ামী লীগ যে পরিমাণে গ্যাড়াকলে আছে তাতে এই সব 'তথ্য' থাকার তত্ত্ব টত্ত্ব মানুষের কাছে নির্বাচন নিয়ে আপনাদের সদিচ্ছাকে ভয়াবহভাবে প্রশ্নবিদ্ধ করবে। মানুষ এটাকে দুরভিসন্ধির আলামাত মনে করতে পারে।
রাজনীতিতে হুট হাট করে নামা যায় না জয় সাহেব। আগে কথা বলার পদ্ধতি শিখে আসুন। আপনার এবং অন্যান্য দলের অনেক মন্ত্রী, নেতা, পাতি নেতা শুধু ঠিকভাবে কথা বলতে না পারার কারনে অতীতে ধ্বংস হয়ে গেছেন...
Md. Joynal Abedin
২০১৩.০৭.২৩ ২২:৪৬
মানে কি বুঝলাম না!!!
একবার বললেন উনার কাছে তথ্য আছে আগামী নির্বাচনে ও আওয়ামীলীগ ক্ষমতায় আসবে।
আবার আওয়ামীলীগ কে ক্ষমতায় আনার জন্য অনুরুধ ও করছেন।
ব্যাপার হতে পারে ৩ টাঃ
১) ইলেকশন ইঞ্জিনিয়ারিং করে ক্ষমতায় আসার সব বন্দবস্ত করা হয়ে গেছে সেই ইনফরমেশন উনার কাছে আছে। অথবা
২) বাংলাদেশ এর সকল মানুষ এর অন্তরের খবর কোন এক অলৌকিক স্ক্যানিং এর মাধ্যমে উনি জানতে পেরেছেন।
অথবা
৩) বকাবকির মাধ্যমে আওয়ামীলীগ এর বাকি যে কিছু ভোট পাবার সম্ভাবনা আছে সেগুলোর ও ১২ টা বাজানোর জন্য ই উনি এই কথা কহিয়াছেন!!!
ইয়া মাবুদ আল্লাহ! কাহার লাগিয়া মোরা পথ চাহিয়া আছি এতদিন ধরিয়া, এ যে- সেই একই লাউ এর গাছে কুমড়া ধরিবার আশায় বসিয়া বসিয়া কাল ক্ষেপণ করিলাম!!! সেই লাউ ই ধরিল শেষ পর্যন্ত???
sakib mohammad
২০১৩.০৭.২৩ ২২:৪৭
শিক্ষিত লোক একটূ হিসাব করে কথা বলেন। আপনার অনেক শত্রু এছারা আপনার কাছে সবার প্রত্যাশা ও বেশি,পুরানা কথা বার্তা বাদ দিয়ে নতুন কিছু বলা চেষ্টা করুন। আল্লাহ আপনার মঙ্ঘল করুক।
Jahed Ahmed
২০১৩.০৭.২৩ ২২:৪৮
উনি কহিলেন - "আমার কাছে তথ্য আছে, আগামীতে আবারও আওয়ামী লীগ ক্ষমতায় আসবে"।
আরও কহিলেন -"আওয়ামী লীগ ক্ষমতায় থাকলে আগামী ১৫ বছরের মধ্যে দেশ মধ্য আয়ের দেশে পরিণত হবে।
নুরানী বয়ানে "ভিশন-২০২১ বাস্তবায়ন হবে"" হইবে বলিয়াও জানাইলেন।
জনাব, আপনি বাংলার চেহারা পাল্টাইয়া দিবার জন্য ঘুষাইয়া মনে হয় বংগদেশের নকশাই পালটাইয়া দিবেন।
amrul kayes
২০১৩.০৭.২৩ ২২:৪৮
This is call like mother like son.
২০১৩.০৭.২৩ ২২:৫১
জয় ভাই,
১। আওয়ামী লীগ যদি দেশের ভালই করে থাকে তাহলে সুদূর আমেরিকা থেকে এসে আপনাকে ভোট ভিক্ষা করতে হচ্ছে কেন?
২। আপনার কাছে যদি তথ্যই থাকে যে আওয়ামী লীগ আবার ক্ষমতায় আসবে তাহলে আবার ভোট ভিক্ষা চাইছেন কেন? আর নির্বাচনেরই বা দরকার কি?
আসল কথা হচ্ছে আপনি এবং আপনার পরিবার বাঙ্গালীকে বিশ্বাস করতে পারছেন না। যে বাঙ্গালীর জন্য বঙ্গবন্ধু স্বাধীনতা এনে দিয়েছেন সেই বাঙ্গালীই বিশ্বসঘাতকতা করে সেই বঙ্গবন্ধুকে স্বপরিবারে হত্যা করেছে - এ কারনেই এখনও আপনার পরিবার বাঙ্গালীকে বিশ্বাস করতে পারে না। আপনার পরিবারের দৃষ্টিতে বাঙ্গালীরা আপনাদের শত্রু। তাই আপনাকে এভাবে ভোট ভিক্ষা করতে হচ্ছে।
shamin
২০১৩.০৭.২৩ ২২:৫৪
এই সব রাজ কুমারদের রাজনীতি নিষিদ্ধ করতে হবে এই দেশে।
২০১৩.০৭.২৩ ২৩:০০
আমার মত যারা সাধারণ বাঙালি আছেন তারা আপাতত কান বন্ধ করুন।
shahin
২০১৩.০৭.২৩ ২৩:০৬
সবার আগে---শেয়ার.বাজার, ডেসটিনি, হলমার্ক নিয়ে কথ্ বলুন।
Zohirul Islam
২০১৩.০৭.২৩ ২৩:০৭
আমার কাছে তথথ আছে,, আগামিতে আুামিলিগ আবার খমতায় আসবে, কুন আপনাকে ওয় খবর দিল, তা জানালে আমাদের উপকার হত !
Iftekher Uddin Md. Faisal
২০১৩.০৭.২৩ ২৩:০৭
You are welcome. But please don't trust your surrounding pupils. I think they are delivering wrong information about the nation & situations. Please You can visit in hole country as a civilian in secretly and meet to the people as unknown face. The nation desire the peaceful, economical & Social security but unfortunately the nation didn't get these in 42 years!!!
২০১৩.০৭.২৩ ২৩:১৭
Why Modasser still in his post?
Porag Rahman
২০১৩.০৭.২৩ ২৩:২০
জয় বলেছেন, ‘আওয়ামী লীগকে আবার ক্ষমতায় আনুন, বাংলার চেহারা পাল্টে দেব। আমার কাছে তথ্য আছে, আগামীতে আবারও আওয়ামী লীগ ক্ষমতায় আসবে। আমি বিএনপির মিথ্যা প্রচারণা মোকাবিলা করতে এসেছি।’......এর সুখ মনে মনে
Ethen
২০১৩.০৭.২৩ ২৩:২৮
ভাই এত কতা বলে কি লাভ?, ইন্টারনেট কে বাংলাদেশ কে কি দিছেন আপনি, আপনি এবং আপনার বোন সব সমায় বিদেশে থাকেন, ৩জি, ৪জি কই ভাই
Tamim Hasan
২০১৩.০৭.২৩ ২৩:২৮
Who put you in charge? Sitting in prime ministers chair during your mother delivering speech in UN, is very different than to reinforce the chair of PM in Bangladesh. By the way...who are you al?
Faizul
২০১৩.০৭.২৩ ২৩:৩৭
রকি ভাই একেবারে ঠিক একটা কথা বলেছেন
"'আমার কাছে তথ্য আছে, আগামীতে আবারও আওয়ামী লীগ ক্ষমতায় আসবে।''
আগামী নির্বাচন এর ফলাফল জনগণের হাতে না জয়দের হাতে। তাহলে অযাথা নির্বাচন করে অর্থের অপচয় করা কি দরকার। "
আসলেইতো জয় সাহেব আবার আইটি এক্সপার্ট থেকে গনক হলেন কিভাবে??
২০১৩.০৭.২৩ ২৩:৩৯
যারা জনাব সজীব ওয়াজেদ জয়কে অন্য একজনের সমকক্ষ বানানোর জন্য তার বৈবাহিক জীবন নিয়ে মিথ্যাচার চালিয়েছিল তাদের মুখে ছেড়া ....'র বাড়ি।
Tanjil
২০১৩.০৭.২৩ ২৩:৪০
It's true AWL failed to fulfill Bangladeshi's dream but it's 100% true AWL did 100 times better then BNP. @Maffuza: AWL made few mistakes in last 5 years, I agree, just forget about BNP, do you think Tareq Zia is better than Joy?? if yes, please give some example for all readers here.
@Hossain: I worked in BD IT and Telecom sector between 2002 and 2008, I never had chance to use internet in my Gulshan house, in 2010 when I was in Noakhali, I used internet from Village, just open your eyes brother then you will get answer.
@Islam: just compare Tareq and Joy, you will find answer. At least Joy didn't open another parliament in Banani like Tareq Zia.
@Sohel: I enjoy first class life in USA while working one of the top company in USA but my only dream to go back Bangladesh and help our people through AWL and fulfill Sheikh Mujib's dream. Joy is Mujob's blood and he will finish rest of his Grand father dream.
২০১৩.০৭.২৩ ২৩:৪২
এসেছেন অতিথি নেতা। ইলেকশন সামনে। তাই এসেছেন। দেশ উদ্ধার করে ছাড়বেন। দেশের চেহারা পাল্টে দেবেন। এতদিন সময় পাননি। তাই আরেকবার ক্ষমতা দরকার। দেশে তো নেতার আকাল পড়েছে আর কি!
২০১৩.০৭.২৩ ২৩:৪৪
আওয়ামী লীগ দেশে অনেক উন্নয়নমূলক কাজ করেছে- এ কথা সত্য বটে, কিন্তু একই সাথে এবার তারা ক্ষমতায় আসার পর বিগত সাড়ে চার বছরে ব্যাপক দুর্নীতি হয়েছে, দলীয় অভ্যন্তরীণ কোন্দল বেড়েছে, দলীয় নেতারা তৃণমূল কর্মী এবং জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েছেন, দলটি ধর্মীয় সুড়সুড়িতে পা দিয়েছে ইত্যাদি কারণে তারা ব্যাপফুটে চলে গেছেন। জয় এই সহজ বিষয়গুলো বুঝতে এবং অ্যাড্রেস করতে না পারলে তার প্রজ্ঞা নিয়ে সন্দেহ রয়েছে। আরেকটি কথা- বিএনপ‘র দুর্নীতি, অন্যায়, সন্ত্রাস ও অপশাসনের প্রতিবাদস্বরূপই জনগণ ২০০৮ সালের ২৯ ডিসেম্বরের নির্বাচনে আওয়ামী লীগকে ভোট দিয়ে ভূমিধ্বস বিজয় এনে দিয়েছিল। কিন্তু সেই বিজয়ের প্রতিদান দিতে আওয়ামী ব্যর্থ হয়েছে বলে ব্যাপক জনগোষ্ঠী মনে করছে। জয়কে মনে রাখতে হবে- শত ভাল কাজের ক্রেডিট কয়েকটিমাত্র অপকর্মের জন্য ম্লান হয়ে যেতে পারে।
Md. Golam mamun Chy
২০১৩.০৭.২৩ ২৩:৪৬
জয় সাহেব , এভাবে কথা বললে আপনিও জামানত হারাবেন। দেশের মানুশ আর হাসিনা-খালেদা মারকা কথা শুনতে চায় না । আপনিও যদি ওই সব আজগুবি পুরোনো কথা বলেন , তাহলে আমরা আর নতুন কি পেলাম , আপনার আমেরিকা থেকে আসার দরকার কি ছিলো ? আপনি না ওবামার দেশে থাকেন ? আপনি কি ওবামার নিরবাচনের সময়ের ভাশন শুনেননি? ওবামার ভাশন শুনে একসময় আমার চোখে পানি এসেগিয়েছিলো। কিন্তু আমাদের ভাগ্য খারাপ আপনি ওবামর দেশে থেকেও খাটি বাংলাদেশি ভাশন দেয়া শুরু করলেন। জনাব এখনো সময় আছে , আমরা যারা বয়স ২৫ থেকে ৪০ বছর , আমরা কিন্তু দলের ধার ধারিনা , আমরা চাইব কে সটিক নেতা, কে সত্যিকার ভালো কথা এবং ভালো কাজ করবে । কিন্তু আপনি ও হতাশ করচেন আমাদের কে । আপনার পাশ থেকে ডাক্তার মোদাছচের কে সরান, ওনার গায়ে হলমারক গনধ আছে,
ভালো মানুশ গুলোকে পাশে নিয়ে সভা করুন। আর আপনার মায়ের মত আবোল তাবোল পুরোনো কথা না বলে , সামনে কি করতে পারবেন তা বলেন। পুরোনো কথা বলবেন না , আমরা সব জানি কে কি করেছে। আপনি কি করতে এসেছেন তা যদি সহসা মানুশ কে বুঝাতে না পারেন তা হলে আপনি আওয়ামিলিগের আরো খতি করবেন। অটিজমদের জন্য আপনার বোন যা করেছে, আপনি আইসিটি প্রফেশনালদের জন্য তেমন কিছু কি করতে পেরেছেন ? আর দলের মধ্যে যে সকল "লিগ"" দেশ কে লিক করে দিছছে সে দিকে নজর দিন, কিছু করে দেখান। আপনি দলের দুরনিতিবাজ নেতা আর আমলাদের শেখানো বুলি ছারবেন না , বিপদে পরবেন। নিজের বিবেচনা দিয়ে বক্তব্য দিবেন। দেশ এখন খুব বাজে আবসতায় আছে , সটিক নেতা দরকার। সরকারি ব্যংক সব খালি হয়ে গেছে, সবাই লুটে পুটে খেয়েছে , টাকা উদ্দার করেন । দল থেকে হুযুর দরবেশ এগুলো সরান। ২৫ থেকে ৪০ বছর বয়সি মানুশের সাথে আন্তরিক ভাবে কথা বলুন , অনেক কিছু যানতে পারবেন। মাতামত নিন । নতুন কিছু নিয়ে মাঠে নামুন। তা নাহলে ফলাফল জিরো , আমেরিকার বিমান ভাড়া ও ফাও যাবে । সময় আছে সাবধান হোন।
poltu mostafi
২০১৩.০৭.২৩ ২৩:৪৯
G F k Airport a 96 lacke dollares & জয় ও তৌফিক এলাহীর ঘুষ কেলেঙ্কারি নিয়ে প্রকাশিত সংবাদটি, সত্য.তৌফিক ঘুষের পাঁচ মিলিয়ন ডলারের মধ্যে দুই মিলিয়ন ডলার ২০০৯ সালের ১৪ অক্টোবর টেক্সাসে সজীব ওয়াজেদ জয়কে দিয়েছিলেন, হা হা হা হা হা.
মায়ের পাচার করা টাকায় বিদেশে বসে বিলাসী জীবনের অধিকারী বখে যাওয়া তথাকথিত রাজপুত্র এসেছে ন্তুন ষড়যন্ত্র পাকাতে।সজীব ওয়াজেদ জয় বলেন “আওয়ামী লীগের আমলে কাউকে চাঁদা দিতে হয়নি” হা হা হা হা হা. জয় দেখি মার মত মিথ্যা বলতে শুরু করেছে
Syed Hussain
২০১৩.০৭.২৩ ২৩:৫১
You better go back, keep your name & fame as its now !!!
Mohammad Ashraf Uddin
২০১৩.০৭.২৩ ২৩:৫২
প্রধানমন্ত্রী একার পক্ষে আর সম্ভব হচ্ছেনা তাই ছেলেকে কাজে লাগানো হয়েছে। চালিয়ে যান, দেখা যাক কি হয়।
Md Nur Hossain
২০১৩.০৭.২৩ ২৩:৫৫
You are a son of oyajid so don't come in politics because hasina's father has been death for this season and you have no object of freedom fighter just go to USA.................
Sheikh Fazleh Elahee
২০১৩.০৭.২৩ ২৩:৫৭
ওয়াজেদ মিয়ার মতো একজন পন্ডিত লোকের ছেলে হিসেবে জয় আমাদের কাছে প্রিয় মানুষ। কিন্তু তিনি একজন আমেরিকান। থাকেনও সেখানে। তিনি আমাদের দেশের রাজনীতিতে না আসলেই ভালো করবেন। তিনি যদি তার খালাতি বোন টিউলিপের পদাংক অনুসরণ করে আমেরিকার রাজনীতিতে ভূমিকা রাখেন, তাহলে সবাই গৌরবাণ্বিত বোধ করবেন। বঙ্গবন্ধুর নাতি হয়ে তিনি বিতর্কের উর্ধে থাকুন এটাই বেশীর ভাগ মানুষ চায়।
মাতিনুর
২০১৩.০৭.২৪ ০০:০৫
অনেক কমেন্ট পড়লাম কিন্তু বাঙালিগন ৫ বছরে কি কোন দেশের উন্নয়ন করা স্মভব? ভারত বা যুক্তরাষ্ট্র তে একটানা ১০ বছর সরকার ক্ষমতায় রাখে।
২০১৩.০৭.২৪ ০০:০৫
Like mother like son!!
হেলাল
২০১৩.০৭.২৪ ০০:০৬
আপনি বাংলাদেশের নোংরা রাজনীতিতে জড়াবেন না । এখন দেশে অন্য রকমের হওয়া বইছে ! জনগণ এখন পরিবর্তন চান তাই তারা দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়তে অন্য কাউকে জাতীয় নির্বাচনে নির্বাচিত করবেন ।পাঁচটি সিটি কর্পোরেশনের নির্বাচনে সরকার দলীয় প্রাথীদেরকে বিপুল ভোটের ব্যবধানে জনগণ পরাজিত করেছেন তাই আমি মনে করি এখানে আপনি আর জড়াবেন না যদি নির্বাচন নিরপেক্ষ হয় তা হলে ক্ষমতাসীরা জনগনের ভোটে পরাজিত হতে পারেন আর তাই আপনার ইমেজ নষ্ট হতে পারে !
Md,Forhad
২০১৩.০৭.২৪ ০০:১০
মিথ্যাচার,গুজব,ধর্মীয় উন্মাদণা ছাড়া বিএনপির রাজনীতি আছে কি?ভোট আসলেই বিএনপি গোয়েবলেসের প্যান্ডরা খুলে বসে।মানুষের ধর্মীয় অনুশাষনের দোহাই দিয়ে মাঠে নামে।
জয়,জয় করতেই এসেছেন।জয়ের মত তরুন,সুশীল,শিক্ষিতদের জন্যই অপেক্ষায় আছে বাংলাদেশ।
Md.Firoz Khan
২০১৩.০৭.২৪ ০০:১৬
You better go back and be happy with ur wife........weightless speech
Z.Rahman
২০১৩.০৭.২৪ ০০:১৭
সত্য প্রচারণার কি জবাব দেবেন ? হলমার্ক, পদ্মা সেতুর দুর্নীতি, মাঝ রাতে রেলের টাকা, ডেসটিনি হলো ফাকা, বিশ্বজিতের প্রকাশ্যে হত্যা, শেয়ার মার্কেট কে লুটে নেয়া , কুইক রেন্টাল কেলেঙ্কারী কে আইন করে তা নিয়ে কোনো প্রকার বিচার থেকে বাচানো সবই কি বি এন পির কথা? জনতা এখন বোকা নয় জয় সাহেব দশ বছর আগের রাজনীতিক মানসিকতা পরিহার করুন. জনগণ এখন সব খবর রাখে.
Morshed Uddin Ahmed
২০১৩.০৭.২৪ ০০:১৯
জাতি হিসেবে আমাদের সকল বড় প্রাপ্তি ও উন্নয়ন এই আওয়ামী লীগের হাত ধরেই এসেছে। তরপরও মানুষ যদি তা জোর করে ভুলে থাকতে চায়, সেইটা হবে তাদের বিবেকের দূষণ...
Md. Jamal Hossen
২০১৩.০৭.২৪ ০০:২০
Mr Joy I truly believe this is not right place 4 u better go back on America. U don't know what's is the meaning of Bangladeshi politics. U say try to show people last BNP govt. what they did my friend don't try to hide current activities of AL.
S. M. Abdul Haque
২০১৩.০৭.২৪ ০০:২৮
আপনি ভদ্র মানূষ অভদ্রদের জবাব কি অভদ্র ভাষায় দিতে পারবেন? উন্নয়ন করলেই মানূষ ভোটদিবে এটা ঠিক না। বড় বড় অর্জন গুলো ছোট কারনে আজ ম্লান হতে চলেছে। তবে মানুষ ভদ্রভাষাই পছন্দ করে। আর উন্নয়ন হল না কিন্তু কোন দুর্নীতিও হল না মানুষ আপনাকে ভোট দিবে।
md.ramjan
২০১৩.০৭.২৪ ০০:৪১
If we are want to develop our country..off course need to again present government.
Shojib oajed joy says again come back to back ''awamelege government. Then he will give change our country its 100% possible
I am will agree with ''joy.but bnp government he will kill our country if he will come back to next government its 100% true.so try to to Bangladeshi all going yo right for our nice future.
Md. Nazam Uddin
২০১৩.০৭.২৪ ০০:৫৩
আমার কাছে তথ্য আছে, আগামীতে আবারও আওয়ামী লীগ ক্ষমতায় আসবে। Rubbish....like mother like son.
Mr. Syed Ahmed
২০১৩.০৭.২৪ ০০:৫৬
Dear Mr. Joy, Sorry to say that your comments are ridiculous.
repon
২০১৩.০৭.২৪ ০০:৫৯
জাতি হিসেবে আমাদের সকল বড় প্রাপ্তি ও উন্নয়ন এই আওয়ামী লীগের হাত ধরেই এসেছে। তরপরও মানুষ যদি তা জোর করে ভুলে থাকতে চায়, সেইটা হবে তাদের বিবেকের দূষণ... অত্যন্ত খাটি কথা ভাই। এই শালারা সবই খেয়ে ফেলে অতি দ্রুত, এদের উন্নতির জন্য কাজ করাটাই বোকামি।
২০১৩.০৭.২৪ ০১:০২
পুরাতন ভাত পায়না নতুন আমদানি ,।
Rakib Sumon
২০১৩.০৭.২৪ ০১:০৩
"আমার কাছে তথ্য আছে, আগামীতে আবারও আওয়ামী লীগ ক্ষমতায় আসবে"...."আওয়ামী লীগকে আবার ক্ষমতায় আনুন, বাংলার চেহারা পাল্টে দেব"--ইনি তো আমাদের দিতীয়
Naser Ahmed
২০১৩.০৭.২৪ ০১:০৬
ভাবছিলাম আপনি আপনার বাবার মতো হবেন। এখন তো দেখতেছি পুরা মায়ের মতো হইছেন!
Md.Monir Hossain
২০১৩.০৭.২৪ ০১:০৮
জয় ভাই আমিও আপনার শাথে এক মত । কিন্তু শুবিতধা ভুঘী , অন্য দলের সাথে লিয়াজু কারী দের খুজে বের করে তাদের বাদ দিয়া নির্বাচন করলে আমরা আওয়া- মী লীগ অবশ্যই জয় লাভ করব। আপনা কে দন্ন্য বাধ।
সূত্র:http://us.prothom-alo.com/detail/date/2013-07-23/news/370179
(পুনশ্চঃ বাংলা ও ইংরেজি বিষয়ে আমার জ্ঞান শূণ্যের কাছাকছি থাকায় পত্রিকাটির নাম ও তার ইংরেজি অনুবাদে ভুল হয়ে থাকলে, পাঠকদের কাছে সবিনয়ে ক্ষমা চাচ্ছি।)
বিষয়: রাজনীতি
১৭৯৩ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন