জোয়ায় মা কালি.....।

লিখেছেন লিখেছেন শিমুল হাসান ০৪ জুন, ২০১৩, ০১:৩৩:৩৪ রাত

"শেখ হাসিনা আর আওয়ামী লীগ বাংলাদেশকে ইন্ডিয়ার কাছে বিক্রী করে দিবে" এই কথাটা যারা বলে আসছিল, তারা বোধ হয় কল্পনাও করে নাই যে ঠিক কত ভাবে দেশ বিক্রী করা যায়।

- সাপ ঢোকার আর বের হওয়ার জন্য ছিদ্র তৈরি করে দিয়ে পিলখানায় অর্ধশতাধিক সেনা অফিসার হত্যা

- রিকন্ডিশানড গাড়ির উপর ট্যাক্স দ্বিগুণ তিনগুণ করে দিয়ে ইন্ডিয়ান গাড়ি ঢোকার রাস্তা তৈরি করা

- মধ্যপ্রাচ্য ও মালয়েশিয়ার সাথে সম্পর্কের ইচ্ছাকৃত অবনতি ঘটিয়ে বাংলাদেশি শ্রমিকদের প্রবেশের পথ সংকীর্ণ করা, যে শূণ্যস্থান পুরোচ্ছে ইন্ডিয়ান শ্রমিকরা

- রেলওয়ের ভারী যন্ত্রপাতি সরবারহকারীর তালিকা থেকে ইস্ট ইউরোপ আর চায়নাকে বাদ দিয়ে একক ভাবে ইন্ডিয়াকে রাখা

- সন্দেহ হওয়া মাত্র বা কোন প্রশ্ন তোলা মাত্র সশস্ত্র বাহিনীর অফিসারদের গুম করা, বছরের পর বছর আটকে রাখা বা মেরে ফেলা, পরিবারের সাথে দেখা করতে না দেয়া

- তিস্তার পানির ন্যায্য বন্টনের বিষয়ে নীরবতা

- পাওয়ার জেনারেশানের কুইক রেন্টাল প্রক্রিয়ায় ইন্ডিয়া থেকে যন্ত্রপাতি ক্রয় বাধ্যতামূলক করা

- দেশীয় টিভি এন্টারটেইনমেন্ট­ মার্কেটকে ধ্বংস করতে ইন্ডিয়ান চ্যানেলের অবাধ প্রবেশাধিকার দেয়া, বিনিময়ে দেশীয় চ্যানেলের ইন্ডিয়ায় প্রবেশাধিকারের ক্ষেত্রে নিশ্চুপ থাকা

- মংলা সমুদ্র বন্দর আর নারায়ণগঞ্জ নৌ বন্দরের নিয়ন্ত্রণ বিনা আলোচলনায় ইন্ডিয়ার হাতে ছেড়ে দেয়া

- দেশী নদী বুজিয়ে সেখানে রাস্তা তৈরি করা, উদ্দেশ্য শুধুমাত্র ইন্ডিয়ান ট্রাক লরি যাবার সুবিধা করে দেয়া

- বিশ্বের বৃহত্তম ম্যানগ্রোভ বন, যা সারা বিশ্বের অন্যতম প্রাকৃতি আশ্চর্য, সেই বনকে শেষ করে দেয়ার জন্য ইন্ডিয়াকে কয়লা ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র স্থাপনের নিঃশর্ত অনুমোদন দেয়া

- ইন্ডিয়াকে বিনামূল্য ট্রানজিট দেয়া

- ইন্ডিয়ান যেকোন কোম্পানী এদেশে এলে তাদের সমস্ত লাইসেন্স ও প্লেসমেন্ট ট্যাক্স মওকুফ করে দেয়া

- দেশীয় অ্যাড মার্কেটকে ধর্ষণ করে বাংলাদেশের টিভি চ্যানেলে ইন্ডিয়ায় তৈরি কমার্শিয়াল/­অ্যাড বিনা স্ক্রিনিঙ্গে দেখানো

- টিপাইমুখ বাঁধ নিয়ে নীরবতা

- বাংলাদেশের প্রেক্ষাগৃহে বিনা ট্যাক্সে বিনা স্ক্রিনিং-এ ইন্ডিয়ান সিনামা দেখানো

- প্রাথমিক, নিম্ন মাধ্যমিক, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকের বাংলা পাঠ্যপুস্তকে একেকটিতে তেরো চৌদ্দ পনেরো জন করে ইন্ডিয়ান আধুনিক (অর্থাৎ আমরা যেগুলো পড়েছি সেগুলো নয়, এরা নতুন, অখ্যাত) লেখক-কবির রচনা অন্তর্ভুক্ত করা

- সীমান্তে হত্যাকান্ড বিষয়ে নীরবতা (বাংলাদেশ-ভারত সীমান্তে হতাহতের সংখ্যা ইজরায়েল-প্যালেস­্টাই­ন সীমান্তের চেয়ে বেশি)

তাও বাদ গেছে অনেক!

(সংকলিত)

বিষয়: বিবিধ

১১৩৮ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File