ভারতীয় দালালির কবলে পার্বত্য অঞ্চল

লিখেছেন লিখেছেন বাংলার মানব ২৪ ডিসেম্বর, ২০১৩, ১২:০৪:৫২ দুপুর

শান্তিচুক্তি নিয়ে কার কি অবদান, তা আসলে যদি আপনি তখন নিজের চোখে দেখতেন তখন থেকেই আপনি এই শান্তিচুক্তি নামক সন্তুলারমাচুক্তিটির দালালী যারাই করেছিলো তাদের আজ আপনি ঘৃনার চোখে দেখা উচিৎ, ,

গত আওয়ামী লীগ সরকারের

আমলে ১৯৯৭ সালের ২

ডিসেম্বর বাংলাদেশ সরকার

এবং জনসংহতি সমিতির মধ্যে

শান্তি চুক্তি সাক্ষ্যরিত যখন হয়, যখন একতরফা হাসিনা সরকার এই সন্তুচুক্তির জন্য ওঠে পড়ে লেগেছিল তখন পার্বত্য এলাকার বেশ কিছু শুশিল বংসের নেতাগন এই দেশ বিভক্তি চুক্তির কঠোর বিরোধিতা করেছিলো তারা, অতচ.............

ভারতের সংগ দিয়ে সন্তু লারমা পার্বত্য এলাকাকে বাংলাদেশ থেকে ভিবক্ত করার ষড়যন্ত্র প্রমানিত করে বিএনপির চেয়ারপারসন বেগম জিয়া তিব্র প্রতিবাদ এবং তিব্র নিন্দা জানিয়েছিলো সংসদে দাড়িয়ে, তখন বিরোধীদলের কোন কথারই মর্যাদা না দিয়ে একতরফাভাবে এই দেশ বিরোধিতাকারি উপজাতিকে বিভিন্ন বাংলাবিরোধীর চুক্তি তথাকথিত শন্তুচুক্তি সাক্ষরিত করে আওয়ামী সরকার।।

সেই চুক্তির অভিশাপে আজ পর্যন্ত পার্বত্য তিনটি জেলায় এখনো চলছে ওপেন বাংলা বিরোধিতা ,,, অতচ.............

যখন এই বাংলাবিরোধী সাক্ষর হয় তখন শন্তুলারমা তার নিজ বাসভবনে ফিরে যাওয়া কঠিন হয়ে দাড়িয়েছিলো আন্দোলনের তোপে পড়ে, তখন সে প্রাই বেশকয়েক দিন দুদুকছড়া এলাকার সেনা জোনে নিরাপত্তা নিয়ে পরে যখন তার বাসভবনে যাওয়ার উদ্দেশ্যে রওনা দিলো তখন আশ্চার্যের বিষয় হল যেই নেতাগুলো সারাবছর এই চুক্তির বিরোধিতা করে আসছিলো তারাই (নাম প্রকাশ করছিনা) কিনা নিরাপত্তা দিয়ে তার বাসভবনের প্রাই ১০ কি.মি এলাকাজুড়ে কঠোর নিরাপত্তায় তাকে সহযোগিতা করেছিলো,,,, অতচ.........

আজও সেই দালালগুলোর কারনে পার্বত্য এলাকায় বাঙালিরা উপজাতী সন্ত্রাসীদের হুমকির মুখে প্রতিটি কদম,,

যারা নিজ চোখে তখন দেখেছিলেন তারা আজ চোখ বুলিয়ে দেখুন আজ পার্বত্য এলাকায় কারা দালালী রাজনীতিতে লিপ্ত আছে,

তারা আজ রাজনীতি করছে আরামছে, বাঙালীদের অত্যাচার হতে শুরু করে বাঙালির ওপর হামলা, নিধন সবই এই দালালদের দ্বারা করছে তারা।।।

আজ রাজনীতির আদলে হয়তো এই বাংলাবিরোধীরা আশ্রয় পেয়ে যেন পুরো শাষন হাতের মুঠোয় করে নিয়েছে এই ভারত থেকে আসা উপজাতিগুলো,,, তবে আর বেশী দেরি নাই, সময় ঘনিয়ে আসছে, বাংলার মানুষ ভারতের সব ষড়যন্ত্রের মুখোষ খুলবেই,, স্বৈরাচারী সরকার পতনের সময়ের মাত্র এখন।।!!

বিষয়: বিবিধ

১৪০১ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File