ঐ বৃহৎ-দেশটি দাম্ভিক উন্মত্ত ক্ষমতা পাগল
লিখেছেন লিখেছেন বাংলার মানব ১৮ নভেম্বর, ২০১৩, ১১:৪৫:৩৪ রাত
ঐ বৃহৎ-দেশটি দাম্ভিক উন্মত্ত ক্ষমতা পাগল।
এসব নিয়ে ভারাক্রান্ত মগজ, আর ঘিমিও না হে
নাছোড়, ফালতু আর দাদাগিরিই একদিন না একদিন
দু’চোখের ঘুম কেড়ে নেবে! আবহাওয়া রয়েছে
কোন মাত্রায় থমথমে
ওয়ার্ল্ড-ট্রেড-সেন্টার ভেঙে পড়ল হুড়মুড়। কোনও দিন
ভেবেছিলে কি ? ধুরন্ধর গোয়েন্দা বাহিনীও ফ্লপ।
প্রয়োজন, তলিয়ে চিন্তা করার
থোড়াই কেয়ার
বে-পরোয়া সন্ত্রাসীর মারণ-খেলা কবে যে বন্ধ হবে!
---আদৌ হবে কি ?
মশা-মাছির মত সন্ত্রাস ছড়িয়ে পড়ছে দিকে দিকে!
কা ভয়ংকর, নির্মম ইতিহাস
মৃত্যু, রগ ঘেঁষে ছুটে যেতে চায়। ত্রাস
যেন বা রয়েছে ওৎ-পেতে।
সর্বত্র বিবস্ত্র রাজনীতি। অন্ধকারাচ্ছন্ন চতুর্দিকে
মুষলধারে অবিরাম বৃষ্টি এ বজ্রপাতের শব্দ... ।
বিষয়: বিবিধ
১২৭৬ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন