বাঙালি হয়ে বাঙালির গিবত
লিখেছেন লিখেছেন বাংলার মানব ২৯ আগস্ট, ২০১৩, ০৬:৪৫:৪৬ সন্ধ্যা
তাইন্দংয়ের খবর প্রচার করল দালাল মিডিয়ার এক
সংবাদকর্মী এটিএন বাংলায় এই মুহুর্থে,
আরে নাফরমান তুই কি বাঙালি নয়
যে এভাবে বাঙালির গিবত গাইলি সারা বাংলার সামনে? ? কত
টাকা খাইলি তাদের থেকে?? তোদের দেখবি একদিন কুকুরেও
____ না।
সান্তিচুক্তির পক্ষবাদিতা করলি আজ, অতচ তুই নিজেই
জানিসনা সান্তিচুক্তির অর্থ কি, এই
সান্তিচুক্তি কি মনে করিস ""শান্তিচুক্তি""।
হাইরে আবাল, টাকা ভইরা মাথা তোর বেতাল
হয়ে গেলোরে .....। তোরাই আসলে বর্তমান রাজাকার।
সন্তুচুক্তির কথাকে তোরা শান্তিচুক্তিতে পরিনিত করিস,
তোরাই দালাল, তোরাই হলুদ মিডিয়া।
আশ্চার্য লাগলো এই মুহুর্থে এই জন্য যে তোর এক ভাইয়ের
নামে তুই নিজেই গিবত করলি, মিথ্যাকে সত্য আকারে প্রকাশ
করলি। !!!!!! হায়রে বাংলাদেশ হায়রে এটিএনবাংলার
বাংলা প্রেম।
নিন্দা জানানোর ভাষায় আর খুজে পেলামনা।
বিষয়: বিবিধ
১০০৮ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন