খাগড়াছড়ি
লিখেছেন লিখেছেন বাংলার মানব ১৭ আগস্ট, ২০১৩, ০৮:৫০:৪৭ রাত
আমরা অনেকেই অনেকসময় আমাদের নিজ মাতৃভুমির
কিছু আলোচিত সংঘা ভুলে যাই, তাই আজ আমি পার্বত্য
চট্টগ্রামের খাগড়াছড়ি নিয়ে সংক্ষিপ্ত পরিমাপ
এবং কিছু জরুরী প্রয়োজনীয় বার্তা তুলে ধরার
চেষ্টা করলাম নিচে, আশা করি যাদের জানা নেই
তারা কিছুটা উপকারিত হবেন >
খাগড়াছড়ি জেলা
বিভাগ >>চট্টগ্রাম বিভাগ
আয়তন >>২৬৯৯.৫৫ বর্গ কিমি
ভৌগোলিক সীমানা
খাগড়াছড়ি পার্বত্য জেলার মোট আয়তন ২৭০০
বর্গ কিলোমিটার। এই জেলার উত্তরে ভারতের
ত্রিপুরা রাজ্য, দক্ষিণে চট্টগ্রাম ও পার্বত্য
চট্টগ্রাম জেলা, পূর্বে ভারতের মিজোরাম
রাজ্য ও ত্রিপুরা রাজ্য এবং পশ্চিমে চট্টগ্রাম
জেলাও ভারতের ত্রিপুরা রাজ্য অবস্থিত।
খাগড়াছড়ি পার্বত্য জেলায় ৮
টি উপজেলা আছে ।যথাঃ>>
খাগড়াছড়ি সদর উপজেলা
দীঘিনালা উপজেলা
পানছড়ি উপজেলা
মহালছড়ি উপজেলা
মাটিরাঙ্গা উপজেলা
মানিকছড়ি উপজেলা
রামগড় উপজেলা
লক্ষীছড়ি উপজেলা
নামকরনের ইতিহাস
খাগড়াছড়ি একটি নদীর নাম। নদীর
পাড়ে খাগড়া বন থাকায়
একে খাগড়াছড়ি নামে পরিচিতি লাভ করে।
১৭০০ সালে এই এলাটি কার্পাস মহাল
নামে পরিচিত ছিল। তৎকালিন এর ব্রিটিশ ইস্ট
ইন্ডিয়া কোঃ এর সাথে একযুদ্ধে পরাজিত
হয়ে তুলা কার্পাস) ট্যাক্স হিসাবে দিতে হতো।
অর্থনীতি>>
গাছ (সেগুন)
আদা
হলুদ
বাঁশ
ফলের বাগান
চিত্তাকর্ষক স্থান>>
1. আলোটিলাগুহা
2. পানছড়ির অরণ্য কুঠির
3. দেবতা পুকুর (নুনছড়ি)
4. হাতিমাথা পাহাড়
(পাহারড়িরা একে এ্যাডোশিরা মোন) বলে।
এ্যাডো শব্দের মানে হাতি আর
শিরা মানে মাথা
5. আলোটিলা ঝরণা
6. গুইমারা
বিখ্যাত ব্যক্তিবর্গ>>
ওয়াদুদ ভূইয়া
অনন্ত বিহারী খীসা
প্রবীন চন্দ্র চাকমা
প্রসীত বিকাশ খীসা
সুদিব্য কান্তি চাকমা
জজ দর্শন চাকমা
মেজর অমূল্য ধন চাকমা
সমির দত্ত চাকমা
জেলার ব্যক্তিগত ওয়েবসাইট >>
http://www.khagrachhari.gov.bd
ধন্যবাদ এতক্ষণ মনোযোগ সহকারে পড়ার জন্য।
তবে ১০০% গ্যারান্টি মাথায় রাখতে পারলে অবশ্যই
আপনার কাজে আসবে।।।
বিষয়: বিবিধ
১৪০২ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন