মায়ের আদর শুধুই হাতে হয়না
লিখেছেন লিখেছেন বাংলার মানব ০৮ জুলাই, ২০১৩, ১০:২৯:১৮ রাত
মা আমার,
হঠাৎ বাসায় এসে বললাম, মা আমার ভীষন খুধা লগছে, যেহেতু বাসায় ভাবি বলতে একজনও নেই, দইটা ভাবি আছে তাও বেড়াতে চলে গেছে বাপের বাড়ি দুইজনই একসাথে, আর দুইদিনও ফিরবেনা, যেন ঈদের আগের ছুটি,,,
মিষ্টি কুমড়া শাক খেতে একটু বাশিই ভালোবাসি আমি, মা আর আমি দুইজনই টিভি দেখছিলাম, এমন সময় বলে উঠলাম ক্ষুদার কথা, কি রান্না করেছ? আজকে কেন জানি শাক দিয়ে ভাত খেতে ইচ্ছে করছে,,
তুই পাঁচ মিনিট বয় আমি ভাত বেড়ে নিয়ে আসছি,,
অমনিতে গিয়ে কখনযে ওনার শখের মিষ্টি কুমড়া গাছ থেকে শাখ নিয়ে আমার জন্য পাঁচ মিনিটের ভিতর ভাতের সাথে শাক ভাজি, , অবিশ্বাস্য অভাক হওয়ার মত,,,,,,,
ভাত খাচ্ছি আর আমার মায়ের হাতের আর ছেলের প্রতি আদরের কথা ভাবছি,,,
সত্যিই মা হচ্ছে এমন যে, মায়ের অবদান এ পৃথিবীর সবকিছুর উপরে,,,,,
আপনাদের সাথে শেয়ার না করে পারলামনা! !!
বিষয়: বিবিধ
১৩৮৪ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন