আমি কেন খারাপ
লিখেছেন লিখেছেন বাংলার মানব ২৮ মে, ২০১৩, ০৪:৪৫:২৯ বিকাল
আমি খারাপ, আমি খুবই খারাপ,,,
আমি পক্ষবাদীতা করি বলে আমি খারাপ,
আমি পার্বত্য এলাকার নির্যাতিত বাঙালির
পক্ষবাদিতা করি বলেই আমি খারাপ,
আমি সত্যের ন্যায় বিচারের যুক্তি দেখায় বলে আমি খারাপ, ,
আমি জাতীয় রাজনীতির ন্যায়ের পক্ষে কথা বলি, তাই
আমি খারাপ,
আমি সমঝোতার সরুপ কথা বলতে পারিনা বলে আমি খারাপ,
সমঝোতা ,,,,,,,,,,,,,,,,কিসের সমঝোতা, কোন ধরনের
সমঝোতা,
আজ 42 বছর পরেও যদি বাংলাদেশের মানচিত্রের কোন
সম্মান রাখতে পারেনি, সেখানে কিসের সমঝোতা? ???
যেই পার্বত্য চট্টগ্রামে 1947 থেকেই কোন পরিবর্তন
হয়নি, সেটা আবার কিসের স্বাধীনতা,,
যে পার্বত্য চট্টগ্রামে আজোও আমার বাঙালী ভাইদের কোন
সরকারি অধিকার নেই, শুধুই উপজাতি অগ্রাধিকার, ,
সেখানে কিসের সমঝোতা, কিসের বাংলাদেশ? ???
যে পার্বত্য চট্টগ্রামে আজ 42 পর্যন্ত কোন
চাকমা কিনা বাঙালীদের সাথে সমঝোতা সরুপ দাবি নিয়ে কোন
প্রস্তাব তুলেনি, তাদের সাথে কিসের সমঝোতা, ,,
কোন ধরনের যুক্তি দিয়ে কথা বলতাম তাদের সাথে, ,,
কি সমঝোতা করবো তাদের সাথে,, যারা 42 বছর পর্যন্ত এক
হয়ে আমাদের হঠাতে ঐক্য হয়েছে তাদের সাথে,,,,,
গুল্লি মারি আমি সমঝোতার, গুল্লি মারি আমি যুক্তির,,,,
কেউ আমাকে সমঝোতা কিংবা যুক্তি দিতে বলবেননা,,
যদি বলেন যুক্তি দিতে যদি বলেন তাদের বোঝাতে,,
তবে বলব, আপনি সত্যিই চেটেলার,, ,,
কারন আপনি দুই তিন বছর আগে পার্বত্য
চট্টগ্রামে এসে বাসিন্দা হয়েছেন,,, কিছুই জানেননা যেটা ওটার
ইতিহাস সত্য আকারে পড়ুন,,,,
বিষয়: বিবিধ
১২১৭ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন