বাঙালি ভাইদের প্রতি কিছু কথা
লিখেছেন লিখেছেন বাংলার মানব ১৭ মে, ২০১৩, ১০:০৩:১৫ রাত
পার্বত্য চট্টগ্রাম হতে দেশে বিদেশে শিক্ষারত
বাঙ্গালি ছাত্রছাত্রী ভাইবোনদের উদ্দেশ্যে কিছু
কথা বলছি :
পার্বত্য
চট্টগ্রামে আমরা বাঙ্গালিরা উপজাতি সন্ত্রাসী কর্
নানাভাবে নির্যাতিত হচ্ছি । এই এলাকায় জন্ম
গ্রহন করার অপরাধে আমরা বাঙ্গালিরা দেশের
সাংবিধানিক অধিকার হতে বঞ্চিত । এই এলাকায়
উপজাতি সন্ত্রাসীদের কারণে আমাদের জানমালের
কোন নিরাপত্তা নেই । প্রতিনিয়ত
আমরা বাঙ্গালিরা উপজাতি কর্তৃক চাঁদাবাজি,
অপহরণ, গুম, হত্যা ও ধর্ষনের শিকার হচ্ছি ।
আমরা পার্বত্য বাঙ্গালি হওয়ার কারনে স্বাধিন
বাংলার স্বাদ হতেও আমরা বঞ্চিত । এসব
কথা আমরা সকল
ছাত্ররা ভালোভাবে জানি এবং বুঝি । এখন আমার
প্রশ্ন হলো এই অত্যাচার নির্যাতনের
বিরুদ্ধে আমরা কি করছি ?
পত্রপত্রিকা খুললে দেখি আমরা বাঙ্গালিরা উপজাতি
নির্যাতন করছি । আমরা কেরে নিয়েছি উপজাতিদের
ভূমি । আমরা নাকি উপজাতিদের গনহত্যা করেছি ।
এরকম আরো কতই না মিথ্যা অপপ্রচার হচ্ছে আজ
সারা বিশ্বে আমাদের নামে । আসলেই
কি আমরা করছি ? সারাদেশ সহ সারা বিশ্ব আজ
পার্বত্য বাঙ্গালিদের
নির্যাতনকারী হিসেবে ধারনা করে । আসলেই
কি তাই ?
আমি বলব আমাদের পার্বত্য বাঙ্গালিদের
নামে যে অপপ্রচার হচ্ছে আজ সারা বিশ্বে এর জন্য
দায়ি আমরা ছাত্ররা । আমরা সারা বিশ্বে হাজার
হাজার বাঙ্গালি আছি, তবুও আমাদের
নামে অপপ্রচার । এটা আমাদেরই ব্যর্থতা !
আমরা পড়ালেখা করি, বাজে সময় নষ্ট করি কিন্তু এই
অবহেলিত নির্যাতিত বাঙ্গালি জাতিকে নিয়ে একটু
ভাবি না । আমরা আমাদের বাহিরের বন্ধুদের
খুলে বলি না পার্বত্য এলাকার বাস্তব অবস্থা কি ।
এটাই কি আমাদের দেশপ্রেম ?
আমাদের বাঙ্গালি ছাত্রদের হাজার হাজার ফেইসবুক
আইডি ব্লগ আইডি আছে এবং নিত্য ব্যবহারও করি । একবার
ভেবে দেখুনতো কয়দিন আমরা জাতীর কথা লিখেছি ?
যদি কেউ লিখে থাকে তাহলে তাকে সাহস পর্যন্ত
দেই না । এতটাই অলস এতটাই খারাপ আমরা ! কেন
ভাই এই অবস্থা । সারা পার্বত্য
এলাকা হতে পার্বত্য জাতীর জন্য
নেটে আন্দোলনকারী 100 জনও খুজে পাওয়া যাবে না ।
অথচ এই সুযোগে উপজাতিরা সারা বিশ্বে আমাদের
নামে কুপ্রচার করছে । যদিও ওদের তুলনায়
আমরা বেশী । আমাদের অবহেলায়
আমরা পারছি না সত্যকে প্রতিষ্ঠিত করতে ।
তাই দেশ বিদেশে শিক্ষারত সকল ছাত্রছাত্রী বন্ধু,
ভাই বোনদের প্রতি আমার আমার আকুল আবেদন আসুন
আমরা যে যেখানে যে অবস্থায় আছি অন্তত দিনে ১০
মিনিট অথবা প্রতিদিন
না পারি সপ্তাহে কিংবা মাসে ১ দিন হলেও এই
মিথ্যা প্রচার , জুলুম ও নির্যাতন
বিরুদ্ধে রুখে দাড়াই । বুঝিয়ে দেই
সারা বিশ্বে আমরা বাঙ্গালিরাই বঞ্চিত
নির্যাতিত । আমরা আজ যতটা অবহেলিত
আমরা আমাদের পরবর্তী প্রজন্মকে ততটা সুখ যেন
দিতে পারি । আর যেন কোন
বাঙ্গালি ভাইকে আমাদের মত অবহেলিত হতে না হয়,,,,
বিষয়: বিবিধ
১০৯৬ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন