পার্বত্য এলাকায় এখনো প্রতিনিয়তই নিযার্তনের স্বীকার হচ্ছে 71এর স্বাধীনতা অর্জনকারী বাঙালিরা

লিখেছেন লিখেছেন বাংলার মানব ১৪ মে, ২০১৩, ১২:৩৮:৫৫ রাত

পার্বত্য এলাকায় এখনো প্রতিনিয়তই ভারতীয় উপজাতির (যারা আজ বাংলাদেশের পরিচিতা হয়ে বাঙালিদের উচ্ছেদে লিপ্ত) নিযার্তনের স্বীকার হচ্ছে 71এর স্বাধীনতা অর্জনকারী বাঙালিরা, পুর্বের কিছু নৃশংসতা তুলে ধরলাম,,,,,

ঘটনাক্রম (১৯৭৭-) : পার্বত্য

চট্টগ্রামে বাঙালি ও সেনা হত্যা

৬ মে ১৯৭৭ : সাঙ্গু

নদীতে কর্তব্যরত অবস্থায় আবদুল

কাদিরসহ পাঁচ সেনাসদস্যকে হত্যা।

২৫ অক্টোবর ১৯৭৭ :

বান্দরবানে নিহত হন নায়েক আবদুল

গণি মিয়া, নায়েক আবদুস সাত্তার,

নায়েক আরিফ, সিপাহী লুৎফর রহমান,

সিপাহী আলী হোসেন

এবং সিপাহী আবদুল খালেক মুন্সি।

২ ফেব্রুয়ারি ১৯৭৯ : সাঙ্গু

নদীতে অ্যামবুশ, এক

সেনাসদস্যকে হত্যা এবং প্রচুর

গোলাবারুদ লুট।

৫ জুলাই ১৯৭৯ : কাপ্তাই নতুন

বাজার থেকে ২ জন আনসার

সদস্যকে অপহরণ করে হত্যা।

১৮ সেপ্টেম্বর ১৯৭৯ : দীঘিনালায়

নায়েক এসএম রুহুল আমিনকে হত্যা।

১৪ অক্টোবর ১৯৭৯ :

খাগড়াছড়িতে পাঁচ সেনাসদস্যকে হত্যা।

১৯ ডিসেম্বর ১৯৭৯, লংগদু : একই

রাতে একযোগে কয়েকটি গ্রামে হামলা,

২০ অ-উপজাতীয়কে হত্যা, আহত

৪০, ১০৪টি বাড়ি অগ্নিদগ্ধ।

২৩ জানুয়ারি ১৯৮০ :

খাগড়াছড়িতে তিন সেনাসদস্য খুন,

আহত ৫।

২১ এপ্রিল ১৯৮০ :

ফালাউংপাড়া নামের

একটি স্থানে অ্যামবুশ করে ১১

রাইফেল ব্যাটালিয়নের ২০ জন

জওয়ানকে হত্যা, প্রচুর অস্ত্রশস্ত্র

লুট।

১ মার্চ ১৯৮০ : ঘন্টিছড়া নামের

একটি স্থানে অ্যামবুশ

করে হত্যা করা হয় মেজর মহসিন

আলমসহ ২২ জন সেনাসদস্যকে।

২৫ মার্চ ১৯৮০, কাউখালী :

বাঙালি বসতিতে হামলা, দুই

পক্ষে নিহত ২৯, আহত ১১ জন।

১৫ সেপ্টেম্বর ১৯৮০, কাউখালী,

বেতছড়ি ও কচুখালী : আকস্মিক

আক্রমণে ৬ বাঙালি খুন, আহত ২৫

জন।

২৯ এপ্রিল ১৯৮৪ :

খাগড়াছড়ি মাটিরাঙ্গায়

বাঙালি বসতিতে গণহত্যা। হতাহতের

প্রকৃত চিত্র পাওয়া যায়নি।

৩০ ও ৩১ মে ১৯৮৪, ভূষণছড়া ও

বরকল : দিবাগত

রাতে বাঙালি বসতিতে হামলা, ৮৮

জনকে গুলি করে হত্যা, আহত ৩৩

এবং ১৮ জন অপহৃত। আগুনে পুড়ে ছাই

২৬৪টি বাড়ি।

১৯ জুলাই ১৯৮৬ :

খাগড়াছড়িতে এক সেনাসদস্য নিহত,

আহত ৭।

২২ জুলাই ১৯৮৬, দীঘিনালা :

সশস্ত্র হামলায় ২৪ বাঙালি খুন, ৩২

জনকে অপহরন.....

বিষয়: বিবিধ

৯৩৮ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File