দীর্ঘ ১ বৎসর পর টুডে ব্লগ এ !!
লিখেছেন লিখেছেন চক্রবাক ২৯ অক্টোবর, ২০১৫, ০২:৩৭:৩১ দুপুর
অনেক দিন পর টুডেতে এলাম। কেন যেন মনে হচ্ছে ব্লগটা আগের মত নেই। আমার প্রিয় অনেক ব্লগারকেই খুঁজে পাচ্ছিনা। একটি ব্লগের প্রাণই হল ভাল মানের ব্লগার। আর তাদেরই যেহেতু খুঁজে পাচ্ছিনা, তখন মন খারাপ তো হবেই। তবে আশার কথা হল এখনও যারা টিকে আছেন তাদের ধন্যবাদ জানাই। ব্লগারদের টুডে ছেড়ে যাবার অন্যতম কারণ আমার কাছে মনে হয়, ব্লগাররা টুডেকে যেভাবে ভালোবাসেন টুডে (ব্লগ কর্তিৃপক্ষ) সেভাবে বাসতে পারিনি। আশা করছি কর্তিৃপক্ষ বিষয়টাকে নজরে আনবেন। এখন থেকে ব্লগে নিয়মিত হয়ার চেষ্টা করবো। আশা করি আমার সাথে থাকবেন।
ভিশু, আওণ রাহ'বার, সুর্যের পাশে হারিকেন, চাটিগাঁ থেকে বাহার, আলোকিত ভোর, বিন হারুন, তহুরা, সত্য নির্বাক কেন, ডঃ আবুল কালাম আজাদ, সত্যলিখন, বিডি রকার, মহি১১মাসুম, সাদিয়া মুকিম, শুকনোপাতা, আহমদ মুসা, সাফওয়ান, আলোর, আভা, বিদ্রোহী, ম্যাজিক মুনসি, আইল্যান্ড স্কাই, শারমিন হক, মহাজাগতিক শয়তান, সত্য বচন, মোহাম্মদ ফখরুল ইসলাম, বুসিফেলাস,কুশপুতুল, ভিশন২০২১, পাথরের প্রতিবাদ, চোরাবালি, প্রেসিডেন্ট, মাহফুজ মুহন, গেরিলা, এক্টিভিষ্ট, হাসান তারিক, ইক্লিপ্স, আমরা মুক্তমনা, স্বঘোষিত ব্লগার, নিউজ ওয়াচ, আতিকুল জুয়েল, বিদ্রোহী রণক্লান্ত, সিটিজি৪বিডি, চোথাবাজ, আবু আশফাক, পুস্পিতা, বিবেকের কান্না, সম্পাদক,আল্লাহর সন্তুষ্টি
ভাই দের অনেক মিস করেছি। আরও অনেক ভাই আছেন যারা এক সময় আমায় আনন্দ দিয়েছেন। এদের সকলকে আমি অন্তর থেকে ধন্যবাদ জানাই। পুরনো ভাইরা প্লিজ হাত তুলুন কে কোথায় আছেন ;
বিষয়: বিবিধ
১৭৮৪ বার পঠিত, ৩০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
) )
দিন কাল নিশ্চয়ই ভাল যাচ্ছে ?
আপানাকে দেখে অনেক ভাল লাগছে। আপনার লেখার আশায় আছি, নিরাশ করবেন না
কয়টা হাত তুলতে হবে?
কেমন ছিলেন এতদিন?!
বিয়েথা হয়েছে বুঝি ! !!?
আর তুলতে হবে না, আমি ছিলাম গতানুগতিক ! কেমন আছেন আপনি ?
বিয়ে কোন মেয়ে আমায় বিয়ে করবে, শুনি ? সবে তো ২১ এখনও নিজের পায়েই দাড়াতে শিখিনি আবার অন্যকে ঘাড়ে চড়ানো । তাছাড়া বসায় জানতে পারলে হাতে হ্যারিকেন ধরিয়ে দেবে !
আরাম করে বসেন
১ বছর ১ মাস ১ দিন পর আসলেন-
আহলান ওয়া সাহলান
সর্বপ্রথম উল্লেখিত ব্লগার ভাই- ভিশু কোনো এক অজানা কারণে ব্লগ থেকে বহূদিন হয় দূরে সরে আছেন। আমরা আশাবাদী কোনো একদিন আপনার মতোই এরকম - I am back পোস্ট লিখে ফিরে আসবেন!
আশাকরি নিয়মিত টুডেব্লগের সাথেই থাকবেন। দোআ ও শুভকামনা নিরন্তর
মন্তব্য করতে লগইন করুন