জানতে চাই
লিখেছেন লিখেছেন চক্রবাক ০৯ জুন, ২০১৪, ০৯:১২:৩১ সকাল
টুডে ব্লগের স্টিকি পোস্ট সম্পর্কে জানতে চাই ! স্টিকি পোস্ট কি ? কি দেখে পোস্ট স্টিকি করা হয় ? টুডে ব্লগের বিবেচনায় স্টিকি পোস্ট কি ! কি ধরনের পোস্ট এই ব্লগে স্টিকি করা হয় ? প্রশ্নটা শুধু আমার না। এই ব্লগের আরও আনেক ভাইয়েরও । যাদের জানা আছে আশা করি জানাবেন মডুদের কাছ থেকে জানতে পারলে আরও বেশি ভালো লাগতো
বিষয়: বিবিধ
১৭৪১ বার পঠিত, ১৬ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
থাক, বিস্তারিত নয় সংক্ষেপে বলি। কিভবে মডু মামাদের নিয়ে আমরা চলি? ভাল লেখাগুলোকে নিয়মিত ষ্টিকি করার আবদার সেই কবেকার পুরনো দাবী। ষ্টিকি করা মানে হচ্ছে একটি নির্দিষ্ট পোষ্ট অনির্দিষ্ট সময় ধরে প্রথম পৃষ্ঠার উপরিভাগে ঝুলন্ত অবস্থায় থাকবে। পোষ্ট ক্রমধারায় পরবর্তী পৃষ্ঠায় তলিয়ে যাবেনা। এতে করে অধিক সংখ্যক ব্লগার পাঠক+অতিথী পাঠক পোষ্টটি পড়তে পারবে।
কিন্তু কে শোনে কার কথা! মডু মামাগন মামীদের নিয়ে ভ্রমনেই দিনক্ষন পার করেন। ব্লগারদের ভাল পোষ্ট মূল্যায়ন করার সময় পাবেন কোথায়?
আপনিও চেষ্টা করতে পারেন। গবেষনাধর্মী/চলমান ঘটনাপ্রবাহ/ভ্রমনগল্প/ইতিহাস নির্ভর/নব্য কাব্য কিছু একটা বিষয়ে তথ্য নির্ভর ভাল কোন লেখায় মডু মামাদের নজর কাড়তে। মামীর কাছ থেকে যে সময়টুকুতে মডু মামা বিচ্ছিন্ন থাকেন তখন হয়তো পোষ্টটি ষ্টিকি হলেও হতে পারে।
ভাল লেখক বলিয়া হাটে হাঁড়ি ভেঙে লজ্জা দেবার হেতু কি হে ব্রাদার? আমি ছা-পোষা টাইপের ক্ষুদে ব্লগার। লেখার চাইতে পড়ি বেশি।মন্তব্যতেও হাসি।
মন্তব্য করতে লগইন করুন