বিভক্ত বাংলাদেশ, এ কোন ক্রিকেট ?? (স্কিন সর্ট)
লিখেছেন লিখেছেন চক্রবাক ০৫ মার্চ, ২০১৪, ০১:৫৯:২৩ দুপুর
আমি ব্যক্তিগত ভাবে গতকাল বাংলাদেশের হারে খুব কষ্ট পেয়েছিলাম। কিন্তু পাকিদের সাপোর্টের পরিসংখ্যান দেখে অবাক না হয়ে পারলাম না। স্বাধীন বাংলাদেশেও এটা সম্ভব ? ভারত পাকিস্থানের ম্যাচের দিন আমি ব্যাক্তিগত ভাবে পাকিস্থানের সাপোর্ট করি, কিন্তু তাই বলে কি বাংলাদেশ পাকিস্থানের ম্যাচে পাকিদের সাপোর্ট করতে হবে ??
ফেইসবুকের কিছু স্কিন সর্ট দেখুন (অবাক না হয়ে পারবেন না)
১
২
৩
৪
উল্টো চিত্র দেখুন.।
১
২
জাতীয়তা বোধের প্রশ্নে নয় আমি কোন ভাবেই এটাকে মানতে পারছি না। সত্যি বিপাকে আছি, তাই গঠন মূলক সমালোচনা আশা করছি।
বিষয়: বিবিধ
১৬১৩ বার পঠিত, ২৭ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
চ্যানেল আই স্টেডিয়ামের বাহির থেকে যখন দর্শকদের মনোভাব প্রচার চালাচ্ছিল তখন কিছু দর্শক বলল, আজ স্বাধীনতার মাস হানাদারদের পরাজিত করতেই হইব। হানাদারদের পরাজিত কইরা মুক্তিযুদ্ধের চোতনা ফুলাইয়া তুলিব, শাহবাগের চোতনা পাছায় ধারণ করিয়া লাফাইয়া উঠিব। তখন চিন্তা করিলাম পাকিস্থান পরাজিত হইলে খুশীতে শাহবাগী চোতনা রানের চিপায় ধারণ করিয়া এই অভদ্র সাধুগুলো বাংলাদেশী নারীদের উপর ঝাপাইয়া পড়িবে। তখন বলিলাম ঈশ্বর নিজ দেশের নারীদের বাচাইয়া রাখিতে আজ বাংলাদেশের পরাজয় অপরিহার্য।
পাকিস্তান পরাজিত হইলে মুক্তিযুদ্ধের চোতনা ফুলিয়া উঠে, ভারতীয় দাদারা পুরাটা ঢুকাইয়া দিলেও মুক্তিযুদ্ধের চোতনা জাগ্রত হয়না! নেত্রীরা প্রশ্ন করে, আরো কিছু কি না ঢুকিয়া বাহিরে আছে?
ভারতের বিরুদ্ধে বাংলাদেশী সেরা খেলোয়ার গুলো বাহিরে রাখছে, মতলব ভারতকে সুযোগ দেওয়া, গতকাল বাংলাদেশ জিতিলে ভারত আগাইয়া যাইত, বর্তমানে মালাউন হারামীদের মত জঘণ্য শত্রু আর দ্বিতীয়টি নাই, সেই বিচারে বাংলাদেশ পরাজিত হইয়া, মালাউন ঠেকাইয়া ভালই করিয়াছে।
সুরা মায়িদা আয়াত ৮১
”আপনি সব মানুষের চাইতে মুসলমানদের অধিক শত্রু ইহুদী ও মুশরেকদেরকে পাবেন.....”
আমি বেআক্কেল ভায়ের সাথে একমত। ধন্যবাদ।
এটা বেশী বেশী লাগলো ।
এরা বাংলাদেশী না , ভারতীয় । তবে এ খেলায় বাংলাদেশের জিতার ভাল চান্স ছিল এবং তাহলে ভারতের সম্ভাবনা জাগতো বলেই এরা বাংলাদেশকে সাপোর্ট দিয়েছিল ।
আফ্রিদীর ক্যাচ মিস হওয়াতে ভারতের সুযোগ শেষ হয়ে যাওয়াতেই তাদের এই উথাল পাথাল রিয়েকশন ।
বাংলাদেশের মেয়েরা এতটা খেলার পাগল না । তারা মাঠে যায়ই নিজেদের চেহারা দেখাতে ।
এ হার কোন ভাবেই বাংলাদেশের নয় - এ হার মূলতঃ ভারতের - যারা এই টিম এর পরিচালক। বাংলাদেশী প্লেয়ারদের সাথে সাথে এ দেশের দর্শক শ্রেনী ও আজ ভারতের কৃতদাস - যারা তাদের শ্রম ও অর্থ ভারতের জন্য দেদারসে বিলোতে বাধ্য হচ্ছে কিংবা না জেনে বিলিয়ে যাচ্ছে।
ভাল বলেছেন- আসুন প্রথমে নিজেদের মন-মননকে সম্রাজ্যবাদী বিরোধী করি; তারপর লড়াইয়ের প্রশ্ন। ধন্যবাদ।
মন্তব্য করতে লগইন করুন