আলু আর কৃষকের সামঞ্জস্যপূর্ণ চেহারা
লিখেছেন লিখেছেন চক্রবাক ০৭ ফেব্রুয়ারি, ২০১৪, ১১:১৩:১৭ রাত
যখন দেখি আমার স্বাধীন দেশের কৃষক তাঁর ন্যায্য মূল্য থেকে বঞ্চিত হয়, যখন সিন্ডিকেটারদের হাতে আমার সোনার কৃষক নিস্প্রেসিত হয়, তখন আমার মত অবোধদের লেখালেখি আর দুঃখ প্রকাশ করা ছাড়া কিছুই করার থাকে না।
আজ খবরে দেখলাম ১ কেজি আলুর দাম মাত্র ১ টাকা ৮০ পয়সা! কিন্তু ঐ কৃষকের উৎপাদন মূল্যের দিকে তাকালে অবাক হওয়া ছাড়া উপায় দেখিনা, এরা যে এখনও কিভাবে বেঁচে আছে সেটাই ভাবি। আনেকে হয়ত ভাবছেন আলুর দাম কমছে ভালইত কম দামে আলু পামু। তাদের বলি আপনি হয়ত আজ ২০ কেজি আলু কিনবেন পানির দামে, আগামী সময়ে কিনতে হবে ২৫ টাকা দরে। তখন আবার ফলহীন আন্দোলনে নামবেন দ্রব্যমূল্য হ্রাসে। ভাবছেন কদিন আগেই তো ১ টাকা ছিল এখন কিভাবে বাড়ল ? এটাই তো সমস্যা কৃষক খাবে পেটে লাথি পুঁজিপতিরা খাবে তালের আঁটি। হিমাগারে যখন আলু মজুত রেখে বাজারে আলুর ঘাটতির দিকে চেয়ে দিন গুনবে পুঁজিপতিরা,তখন আপনারা ভাতের বদলে আলু খেয়ে ভাতের প্রতি চাপ কমাবেন। আপনার ২০ কেজিও শেষ এবার দেখুন পুঁজিপতিদের খেলা... বুঝেন ঠ্যালা।
ভাবছি কৃষক ছাড়া অন্য কোন প্রাইভেট সেক্টর বা গার্মেন্টস মালিকদেরকে যদি এইরকম লস দিয়া উৎপাদিত পণ্য বিক্রি করতে হইতো, তাইলে এতদিনে সারাদেশ জুইড়া মাতম শুরু হইয়া যাইত!
চাষার বাচ্চাদের লস হইলে কার কি!
ভাবুনতো এই কৃষকটির কথা...
বীরগঞ্জ উপজেলার প্রাণনগর গ্রামের আলু চাষী আব্দুর রশিদ জানান, অনেক স্বপ্ন নিয়ে সমিতি এবং এনজিও হতে ঋণ গ্রহণ করে এক একর জমি ৮ হাজার টাকার চুক্তিতে আলু চাষ করেছিলেন তিনি। এক একর জমিতে সার, বীজ, কীটনাশক ও কৃষি শ্রমিকের মজুরীসহ খরচ হয়েছে ৫৫ হাজার ২শত টাকা। জমি চুক্তি ও কৃষি উপকরণ এবং শ্রমিকের মজুরীসহ সর্বমোট ব্যয় হয়েছে ৬৩ হাজার ২শত টাকা। এক একর জমিতে আলু আবাদ হয়েছে ৮ হাজার কেজি। এক টাকা ৮০ পয়সা কেজি দরে ৮ হাজার কেজি আলু বিক্রি করেছে ১৪ হাজার ৪ শত টাকায়। জমির মালিককে ৮ হাজার টাকা পরিশোধ করে অবশিষ্ট আছে মাত্র ৬ হাজার ৪শত টাকা। এমন কাহিনী উপজেলার অনেক কৃষকের। জেলায় এবার রেকর্ড পরিমাণ আলু চাষ হয়েছে। কিন্তু বাজারে দাম না থাকায় আলু নিয়ে বিপাকে পড়েছেন কৃষক। তাদের চোখে-মুখে ফুটে উঠেছে করুণ আর্তনাদ। উৎপাদিত ১৮ কেজি আলু বিক্রি করে এক কেজি মোটা চাল কিনতে হচ্ছে। এক কাপ চায়ের দামে বিক্রি হচ্ছে ৩ কেজি আলু।
এবার বলুনতো ওর কি করা উচিত ??
বিষয়: বিবিধ
১৫৫৭ বার পঠিত, ২৬ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
এই আলুগুলি যদি ন্যায্যমুল্যে কিনে প্রসেস করা হয় তাহলে অমেীসুমে সল্পমুল্যে চাহিদা মিটান যেত।
কৃষকদের কষ্টকে আল্লাহ দুর করে দিন।
মন্তব্য করতে লগইন করুন