পিছনে তাকান... হয়ত একটু পর'ই আপনার হাতে কলমের বদলে হাতকড়া স্থান পাবে !!
লিখেছেন লিখেছেন চক্রবাক ১২ জুন, ২০১৩, ০৬:০৯:১০ সন্ধ্যা
দেখুন বাংলাদেশ সরকার (এবং তার সমর্থকরা) স্বার্থের জন্য অন্ধ হলেও আমরা কিন্তু অন্ধ নাই।তবে এই যায়গাটা পূরণ করেছে সমাজের মধ্যে চিন্তাশীল লোকেরা। দেখুন সরকার তার ক্ষমতাকে টিকিয়ে রাখার জন্য কত কি'না করেছে। বিরোধী মতকে স্তব্দ করার জন্য গনমাদ্ধমকে বন্ধ করেছে,১ মাসের জন্য সভা করা নিষিদ্ধ করেছে,পুলিশলীগদের দিয়ে জনসাধারনের উপর অত্যাচার......এমন কোন দিক পাবেন না যেটাতে জনসাধারনের সুফল এসেছে।এখন সরকারের ক্রান্তিকালে নতুন আরেকটি আইন প্রণয়ন করেছে যেটা হয়তবা আপনাদের কাউকে'ই আড়াল করতে পারেনি... আইনটি সরকারের তৈরি গুন্ডাবাহিনীকে আর একধাপ এগিয়ে গিয়ে ক্ষমতার বাঁধ ভেঙ্গে দাও... স্লোগানে উদ্বুদ্ধ করছে। "কোনো সন্ত্রাসী ব্যক্তি, সত্তা বা সংগঠনের ফেসবুক, স্কাইপ, টুইটার বা ইন্টারনেটের যেকোনো মাধ্যমের অপরাধসংশ্লিষ্ট আলাপ-আলোচনা ও কথাবার্তা অথবা অপরাধসংশ্লিষ্ট স্থির ও ভিডিওচিত্র অপরাধের আলামত হিসেবে আইন প্রয়োগকারী সংস্থা আদালতে উপস্থাপন করতে পারবে। এ বিষয়ে সাক্ষ্য আইনে যা-ই থাকুক না কেন, মামলার স্বার্থে তা আদালতে গ্রহণযোগ্য হবে।এরূপ কোনো অপরাধ সংঘটিত হলে সংশ্লিষ্ট পুলিশ কর্মকর্তা তাৎক্ষণিকভাবে সংশ্লিষ্ট জেলা ম্যাজিস্ট্রেটকে অবহিত করে মামলা করে তদন্তকাজ শুরু করতে পারবেন।"Click this link দেখুন...! যেখানে পুলিশ আগে অপ্রমানিত (সন্ধেহবাজন) অপরাধীদের আদালতের কাছ থেকে অনুমতি নিয়ে গ্রেপ্তার করতে হতো,সেখানে পুলিশ এখন কাউকে সন্ধেহ করে শুধুমাত্র জেলা ম্যাজিস্ট্রেটকে অবহিত করে গ্রেপ্তার এবং তদন্ত করতে পারবে।অনেকেই বলতে পারেন এটাতো ভালো উদ্ধেগ আমি তখন বলব...এটা তখনই ভালো উদ্ধেগ হতো তখন,যখন আমি পুলিশ বাহীনির মধ্যে সৎ যোগ্য সদস্য পেতাম।যখন শৃঙ্খলা বাহিনীর মধ্যে উশৃঙ্খল শক্তির আভাস না পেতাম।আমি এখন জানি পুলিশের জানা একমাত্র ক্রাইমের নাম হল সরকার বিরধিতা করা।আর যেটাকে প্রশ্নহীন করার জন্য এই আইনটি প্রণয়ন।উল্লেখিত "সন্ত্রাসী ব্যক্তি, সত্তা বা সংগঠন" টিকে হয়তবা আপনারা চিনতে ভুল করেননি...বিষয়টা পুলিশের কল্যাণে'ই হয়েছে।আর সেটাকে দমাতেই সরকারের এই ভুমিকা।
কি ? আপনি পারপেয়ে যাবেন ভেবে বসে আছেন? আইনটি ভালো ভাবে পড়ুন... "ফেসবুক, স্কাইপ, টুইটার বা ইন্টারনেটের যেকোনো মাধ্যমের অপরাধসংশ্লিষ্ট আলাপ-আলোচনা ও কথাবার্তা " এটার সাথে আপনিও জড়িত... দলিও ইঙ্গিতে বলছি না দেশের স্বার্থে বলছি,আপনি যদি দেশের স্বার্থ রক্ষার জন্য কথা বলেন এবং সেটা যদি সরকারের মতের বিরোধী হয়(পদ্ধা,রাম্পাল,গ্যাস,টিকফা,আকসা...) তাহলেও আপনিও আইনটির মধ্যে পরবেন এবং আপনার হাতেও হাতকড়া পরবে। আশা করছি বিষয়টা নিয়ে লেখালেখির মাধ্যমে প্রতিবাদ জানাবেন।Click this link
ভালো লাগলে সবাইকে সেয়ার করে আইনটির ক্ষতিকর দিকটি তুলে ধরবেন।।
বিষয়: রাজনীতি
১৫৭০ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন