লিকুইড লাইফে সোশ্যাল আগ্রাসন (২য় কিস্তি) !!
লিখেছেন লিখেছেন চক্রবাক ১০ জুন, ২০১৩, ০৮:৪৯:৩৯ রাত
২য় কিস্তি...
জীবন সম্পর্কে জানার আগ্রহ অপ্রতুল,ইদানিং বিরূপ ধারণা পোষণ করছি। আগ্রহটা সহজাত প্রবিত্তির,এর উপরে মত চাপিয়ে দেয়ার অতিমাত্রিক আগ্রহ প্রকাশ করছি না।যদিও প্রকাশঅনুকুল বাই্যিক দিকটার ভিন্নতা রয়েছে ।তারপরও কেন যেন কৃত্তিমতার বহিঃপ্রকাশ ঘটে-বোধ করি এটাও সহজাত।আমার পক্ষে অধিক পীড়া সাদরে গ্রহণ করা কঠিন বৈকি।“কিন্তু আবাগা যেদিকে সাগর শুকিয়ে যায়”অবাগার দলে এখনো প্রবেশ করি নাই,যদিও অনেকেই ইতোমধ্যে গুল পাকিয়ে ফেলেছেন।...কণ্টক পথে হাটিনি যে,লালকে ভয় পাবো,হুম... লাল আমি এই লালের বুকেই হাসি দেখেছি,দেখেছি এই লালের লালিমাই আমাকে পথ দেখাচ্ছে।আমি সুকান্ত নই হলে হয়ত চাঁদকে রুটি হিসেবে কল্পনা করতেও বাঁধতনা। সমালোচনা করছি না,তবে রুটি দুধ,কলার মদ্ধেও যদি সুখ খুজে পেতাম আমি একে গ্রহণ করতাম বৈকি।আমি নজরুল নই যে,মৌলবীদের মধ্যে মউ’লোভী খুজতে যাব।সাহিত্য জগতের কেন্দ্র খুজতে গিয়ে হবুডুবু খাচ্ছি।...কোন সাহিত্য জানেন ? বাংলা সাহিত্য। এই সাহিত্যটি পৃথিবীর সেরা সাহিত্য সেটা জানতে আমি ভুল করিনি।হয়তবা অন্যদের চাইতে আলাদা ভাবে,এটা তো শুধু পুঁথির কলা কৌশলেই সিমাবদ্ধ না।সীমাবদ্ধতার হাত-পা ভেঙ্গে ফেলে।এটা উচ্চ শিখরে বসে আছে,যেন মগ ঢালের দাঁড় কাক।আজ কাল লেখকরা পাঠকদের কাছে পুরোপুরি ফিলিংসলেস হয়ে পরেছেন (আমার কাছে ও)কেন জানি আমিও আকর্ষিত হচ্ছি ঐ সব দাঁড় কাকদের দ্বারা।তবে যদি আমিও কাকদের একজন হতাম হয়তবা আমার মুখেও টেপ লাগানো থাকত।টেপ খোলার এই বৃথা সেষ্টা এর কতদিন করব জানিনা।“ব্যাধি সংক্রামক” মোহে পড়লে মানুষ অন্ধ হতে সময় লাগেনা।এই পৃথিবীতে মোহগ্রস্থ মানুষ যে হুঁশের আছে তাআমি মানতে নারাজ,জদিও কিছু জ্ঞানপাপি শ্রেণীরা বলে আমার প্রধান পরিচয় মানুষ।এই কথা যদি মানতেই হয় তাহলে আমি বলবো আমার প্রথান পরিচয় ম্যাটার।কারণ তার পরিচয় যদি তার কর্মের উপর ডিপেন্ড না করে তাহলে আপনি কেন আপনার পরিচয় শুরুতে বিভিন্ন ম্যাটারিয়েল টার্ম ইউস করেন কান (ডঃ ইনঃ ডাঃ) ইত্যাদি। তাহলে আমি বলতেই পারি মানুষ তার কর্মের দায়ে আগে অভিযুক্ত হয় সত্ত্বার দ্বারা নয়। কিন্তু কিছু জ্ঞানপাপি শ্রেণীর কেন’যে পরিচয় সম্পর্কে (আমি মুসলিম) এত চুলকানি আমি কিঞ্চিৎ হয়তো টের পাচ্ছি। উগ্র জাতিয়তাবাদ’ই এর প্রধান কারণ।আমি সোশ্যালিইস্ট নই তাইলে হয়তো বিষয়টার ব্যাখ্যা পেতেন।তবে এইটুকু বলি যখন মানুষের মধ্যে উগ্র জাতিয়তাবাদ কাজ করে তখন সে ইন্ডিবিজুয়েলিস্টিক হয়ে যায়।সমাজের কোন কিছুতে তার মাথা ব্যাথা হয় না। আসলেই এটা পশুর জিবন’ই বটে।এই জীবন সম্পর্কে জানার আগ্রহ আপেক্ষিক।সামাজিক আগ্রাসন স্বীকার আমিও,এই আগ্রাসনের কিছু কিছু বাস্তব চিত্র (ইস্যু) তুলে ধরার সেষ্টা করব।ইস্যুগুলো আপনাকে কততুকু নাড়া তা আমি জানি না আবার হয়ত অনেকেই এটার সাথে জড়িত থাকতে পারেন।গোয়েন্দাগিরি করতে চাইনা তবে বাস্তবতায় আন্ধ আমি,বিবেকের রোষানলে এখনো পুড়ছি।কেনইবা ক্ষমতায় অন্ধ হয়ে যায়। হত্যার নেশাই তাদের মাথায় গুরগুর করে।আশা করছি সাথে থাকবেন...(চলবে...)
পড়ার সুবিধার্থে ১ম কিস্তির লিংকটি শেয়ার করছি**লিকুইড লাইফে সোশ্যাল আগ্রাসন ১ম কিস্তি
**লেখার তেমন একটা সময় পাইনা আশা করছি বিরক্ত হবেন না।
বিষয়: সাহিত্য
১৬৭১ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন