বাংলাদেশের ক্রিকেট যেন প্রথম আলোর আরেকটি বিষফোঁড়!!
লিখেছেন লিখেছেন চক্রবাক ০৩ জুন, ২০১৩, ০৫:১৭:০০ বিকাল
আন্তর্জাতিক ষড়যন্ত্রের জালে বাংলাদেশের ক্রিকেট বোর্ড।বাংলাদেশ ক্রিকেট দল যখন আন্তর্জাতিক ক্রিকেটে প্রতিদ্বন্দ্বী দলে আবির্ভুত, বাংলাদেশ ক্রিকেট বোর্ড যখন সাংগঠনিক দক্ষতার পরিচয় দিচ্ছে, ২০১৪ টি-২০ বিশ্বকাপে সেরা আয়োজনের স্বীকৃতি পেতে প্রতিজ্ঞাবদ্ধ, তখনই বাংলাদেশের ক্রিকেটের গায়ে কলঙ্ক লেপণে গভীর ষড়যন্ত্রের জাল বিস্তার করা হয়েছে। ইন্ডিয়ান প্রিমিয়ার লীগের (আইপিএল) স্পট ফিক্সিং, ম্যাচ ফিক্সিং ইস্যু যখন সারাবিশ্বে নিন্দার ঝড় তুলেছে, বিশ্বের সবচেয়ে প্রভাবশালী ক্রিকেট বোর্ড বিসিসিআই’র কর্মকর্তাদের জড়িত হওয়ার খবর মিডিয়ার কল্যাণে জানছে ক্রিকেটপ্রেমীরা, তখন ওই ঘটনা থেকে চোখ ফিরিয়ে নিতে বাংলাদেশের ক্রিকেটের গায়ে কলঙ্ক লেপণে আন্তর্জাতিক ষড়যন্ত্রের সাথে যোগ হয়েছে (জুয়ার আসর IPL কে বাঁচাতে) প্রথম আলোর মত কিছু ভারতের পাচাটা স্বার্থান্বেষী পত্রিকা। লক্ষ করুন ! "দেশের ১০৪ কোটি টাকা রাজস্ব ফাঁকি দিয়েও মার্কিন কোম্পানি শেভ্রন প্রথম আলোর প্রধান প্রতিবেদন হয় না, ৬৪৪ কোটি টাকা রাজস্ব ফাঁকি দিয়ে রবি প্রথম আলোর প্রধান শিরোনাম হয় না, ১০ বছরে ভারতীয় কোম্পানিকে শত শত কোটি টাকা কর মওকুফ করে দিয়ে সুন্দরবন বিধ্বংসী রামপাল চুক্তি স্বাক্ষর করা হলেও তা প্রধান শিরোনাম হয় না, বাংলাদেশে বিধ্বংসী টিকফা চুক্তি স্বাক্ষরের তোড়জোড় চললেও তা প্রধান শিরোনাম হয় না, ৭০% কস্ট রিকভারির বিধান রেখে ও তিনগুন বেশি দামে নিজের দেশের গ্যাস বিদেশি বহুজাতিক কোম্পানির কাছ থেকে ক্রয়ের বিধান রেখে স্বাক্ষর হতে যাওয়া পিএসসি মডেল ২০১২ শিরোনাম হয় না, প্রথম আলোর প্রধান শিরোনাম হয় স্পট ফিক্সিং এর অপ্রমাণিত ২৫ লক্ষ টাকার লেনদেনের বিষয় ! Click this link
আপনি যদি সত্যি দেশপ্রেমের সওদাগর হন তাইলে উপরের একটা বিষয় নিয়েও লিড নিউজ করেন নাই কেন? বহুজাতিক কোম্পানির লুণ্ঠন , ভারতের লুটপাট আর মার্কিনী আধিপত্য এর বিরুদ্ধে প্রতিবেদন না করে স্পট ফিক্সিং নিয়ে নীতি নৈতিকতার ফেরিওলা সাজার ভণ্ডামি ছাড়েন, প্রথম আলোর এসব মিডিয়া হেজিমনিরে প্রতিহত না করে বাংলাদেশ একটু আগাবে না" তো বুঝেন বাংলাদেশ প্রেক্ষাপটে প্রথম আলোর অবস্থা !
Click this link
প্রথম আলো ভক্তদের বলি কোন গুনে "প্রথম আলোকে" এখনো পূজা করছেন ???
বিষয়: বিবিধ
১৭৩৯ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন