জামাত নাকি অন্যান্য দল নিষিদ্ধ?
লিখেছেন লিখেছেন হিললোল ০৫ আগস্ট, ২০১৩, ০৭:৫৪:২৮ সন্ধ্যা
যে কারণে জামাত নিষিদ্ধ হলো তা হলো তারা জনগনের সার্বভৌমত্বের স্বীকার করে না, স্বীকার করে আল্লাহর সার্বভৌমত্ব . তারা বাংলাদেশে ইসলাম কায়েম করতে চায় . ৯০% মুসলমানের দেশে এই কথা বলার জন্য যদি নিষিদ্ধ হতে হয় তবে প্রশ্ন জাগে খাটি মুসলমান আমরা কি ১% ও আছি? থাকলে আমরা নিশ্চুপ কেন? আমরা কি আখেরাত সম্পর্কে নিশ্চিন্ত, নাকি আমরা আল্লাহর কাছে কোনো পুরস্কার প্রত্যাশা করি না ?
আপনারা যারা জামাত করেন – তারা নিজেকে হেয় মনে করবেন না . ঈমানের দাবি তো আপনাদেরই সংবিধান . আপনারা তো আল্লাহর রজ্জু ধরে আছেন . এই সংবিধান পরিবর্তন করলে ঈমান বলে আর কিছু থাকলো না . সেক্ষেত্রে আখেরাতে আপনাদের জন্য কিছুই থাকবে না, আর দুনিয়া হবে লাঞ্ছনার জায়গা .
আর আমরা অনেকেই আজ নামধারী মুসলমান . হাইকোর্টের রায়ে আজ যারা সন্তুষ্ট – তাদেরকে বলি আপনি যদি আল্লাহর সার্বভৌমত্বের জায়গাটা জনগণ বা অন্য কাউকে দেন, তাহলে আর যাই হউন, আপনি আর মুসলমান থাকলেন না . আল্লাহর রায়ে জামাত ই বরং বৈধ, আওয়ামীলীগ, বি এন, পি, জাসদ ইত্যাদি যারাই কোরান-হাদিছের বাইরে সংবিধান বানিয়েছে, তারাই অবৈধ .
আল্লাহ আমাদের সহীহ বুঝ দান করুন .
বিষয়: বিবিধ
১৬৩৪ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন