কিছু শোনা কথা-৫
লিখেছেন লিখেছেন হিললোল ২৪ জুলাই, ২০১৩, ০৭:৩৭:৩৬ সন্ধ্যা
১. স্বাধীনতার পর আর্মিতে দু ধরনের অফিসার ছিল । এক গ্রুপ ছিল যারা মহান স্বাধীনতায় সরাসরি অংশগ্রহন করে । আর আরেক গ্রুপ যুদ্ধের পর ফেরত আসে । যারা মুক্তিযোদ্ধা তাদের দু বছরের seniority দেয়া হয় । সেকারণে অমুক্তিযোদ্ধা অংশটুকু মনে মনে ক্ষিপ্ত হয় ও বিভিন্ন ষড়যন্ত্রে লিপ্ত হয় । বলা হয়, এরশাদ সাহেবও অমুক্তিযোদ্ধা গ্রুপ এ ছিলেন ।
২. শেখ মুজিবের মৃত্যুর পর প্রেসিডেন্ট জিয়া বেশ জনপ্রিয় হন ।
৩. জেনারেল জিয়ার সময় সব চেয়ে বেশি সংখ্যক অফিসার ও সৈনিক কৌর্ট মার্শালে মারা যায়, যার অনেকটাই প্রশ্নবিদ্ধ ।
৪. যে তাহের তাকে মুক্ত করেছিলো তাকেই তিনি ফাসিতে ঝুলান ।
৫. জিয়া ব্যক্তিগত উন্নয়ন না ঘটিয়ে রাষ্ট্রের উন্নয়ন ঘটান ।
৬. জিয়ার বিরুদ্ধে ১৯টি ক্যু হয়. ২০ তম ক্যু তে মারা জান ।
বিষয়: বিবিধ
১১৭৮ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন