কিছু শোনা কথা-৪
লিখেছেন লিখেছেন হিললোল ২৩ জুলাই, ২০১৩, ০২:৩২:৩২ রাত
১. বঙ্গবন্ধু আর্মিকে বিশ্বাস করতেন না বলে আলাদা রক্ষী বাহিনী গঠন করেন । যার হেড কোয়ার্টার ছিল পিলখানা । তখন বি ডি আর আর রক্ষীবাহিনী এক জায়গায় পাশাপাশি ছিল । রক্ষী বাহিনীর পোশাক, খাওয়াদাওয়া , রেশন ও অন্যান্য সুবিধা ছিল অনেক । আর তাদেরই পাশে মানবেতর জীবন যাপন করতো বি ডি আর । সে কারণে দু দু বার বি ডি আর ও রক্ষী বাহিনীর সাথে সংঘর্ষ হয় , যা বঙ্গবন্ধু নিজে এসে থামাতে হয় ।
প্রশ্ন জাগে, রক্ষী বাহিনীকে পিল খানায় রাখা হলো কেন? জায়গার অভাব?
২. রক্ষী বাহিনীর অত্যাচারে জনগণ ছিল অতিষ্ঠ ।
৩. যুদ্ধ পরবর্তী সময়ে যেহেতু আওয়ামীলীগের প্রতিদ্বন্দী কেউ ছিল না - সে জন্য বাকশাল কায়েম করেছিলেন , যাতে একদল থেকে অনেকে দাড়াতে পারে ও সঠিক লোক নির্বাচিত হতে পারে । কেউ বলে রাশিয়াকে সন্তুষ্ট করতে গিয়ে কমুনিস্ট টাইপ পলিট ব্যুরো সদস্য নির্বাচনের ব্যবস্থা করেছিলেন । কেউ বলেন ফিদেল কাস্ত্রোর পরামর্শে করে থাকবেন । মোটকথা ভিন্ন দল ব্যবস্থা থাকলো না, যেমনটা চীনে আজো নেই ।
বিষয়: বিবিধ
১৩৯৪ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন