কিছু শোনা কথা-৩
লিখেছেন লিখেছেন হিললোল ২২ জুলাই, ২০১৩, ০৫:৩৪:২৭ বিকাল
ক. মেজর জলিল মানতে পারেন নি, ভারতীয়রা পাকিস্তানিদের রেখে যাওয়া অস্ত্র ও অন্যান্য জিনিস নিয়ে যাবে বাংলাদেশ থেকে । তিনি প্রতিবাদ করেছিলেন । জাসদ গঠন করেছিলেন । তখনকার দিনে জাসদই ছিল একমাত্র বিরোধী দল । এই শক্তিশালী বিরোধী দলটিকে নির্যাতন করেছিলো আওয়ামীলীগ । আর এর ইমেজ নষ্ট করে মাটিচাপা দিয়েছিলো বি এন পি ।
খ । বিদেশ থেকে প্রচুর খাদ্যশস্য বাংলাদেশে এসেছিলো দরিদ্রদের সাহায্যার্থে । এর একটি অংশ ভারতে পাচার হয়ে যায় , বাকি অংশ দেশীয় আমলা ও নেতারা লুট করে নেয় । তাই ৭৪ এর দুর্ভিক্ষে সাধারণ মানুষকে খাদ্যের অভাবে মরতে পর্যন্ত হয়েছে ।
গ। বঙ্গবন্ধু মৃত্যুর পর চোখের জল ফেলার মানুষ ছিল না, অনেকের মাঝেই দেখা গেছে আনন্দের ঝিলিক । দেশ স্বাধীনের মহানায়ককে দেশ পরিচালনায় সম্পূর্ণ ব্যর্থতার ফল এভাবেই পেতে হয়েছিল ।
বিষয়: বিবিধ
১২১০ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন