বাবা মার অমতে বিয়ে

লিখেছেন লিখেছেন হিললোল ২১ জুলাই, ২০১৩, ০৪:৩২:৩০ রাত

আজকাল অনেকেই বাবা মার অমতে বিয়ে করছেন. কিন্তু সুখী হবার হার খুবই কম । বাবা মা আমাদের সেই ছোট্ট বেলা থেকে খেয়ে না খেয়ে কত শত শ্রম দিয়ে বড় করেন । আর আমরা সামর্থবান হয়ে তাদের অনুমতি টুকু নিতে রাজি না । পৃথিবীতে কিছু কিছু পাপের শাস্তি হয়ে যায় যার একটি হচ্ছে বাবা মার অবাধ্যতা । এটা আপনি একটু চার পাশে তাকালেই দেখতে পাবেন. কাউকে আপনার ভালো লাগতেই পারে । বাবা মার অনুমতি নিন । তাদের কনভিন্স করুন । তার পর এগোন । অনেকে তো আগেই শারীরিক সম্পর্ক স্থাপন করে ফেলেন । কত বড় বিপর্যয় যে আসে সেটা পড়ে বোঝা যায় । আপনি যে ছেলে বা মেয়ের জন্য পাগল সে তো বাস্তব জীবন দেখে নি, দেখার সুযোগ ও নেই । বিয়ের পরই ওই বাস্তবতার মুখোমুখি হতে হয় । তখন মিষ্টি কথা গুলো আর মিষ্টি থাকে না । কত নির্যাতন কত জনের সইতে হয় সে কথা কজনই বা জানে । আর মেয়েরা সাবধান যে ছেলেটা আপনার সাথে শারীরিক সম্পর্ক করতে লাখ টাকা দেন মোহর দিতো তাকে আপনি ফ্রী সুযোগ দিচ্ছেন? ফলে আপনি নিজেকে, আপনার পরিবারকে অপমান করছেন । আর আল্লাহর কাছে তো অপরাধী হচ্ছেনই ।

একটু ভেবে এগোন, গুলি ছোড়ার পর কিন্তু গুলি আর ঢোকানো যায় না ।

বিষয়: বিবিধ

১৪৪৩ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File