ভারতে আমার অভিজ্ঞতা- পর্ব-২

লিখেছেন লিখেছেন হিললোল ০৬ জুন, ২০১৩, ০১:০৬:৩২ দুপুর

হোটেল তো পেলাম. রুমটা ভালো । এসি । attached টয়লেট । গিজার আছে । ডিসে প্রায় ৩০০ চ্যানেল আছে । তবে পিস টিভি পেলাম না । খাবারও ভালো । দামও সঙ্গত । দুটি মাছ ভাজি ৭৫ রুপি । সবজি একটু দামি । এক বাটি ৬০ রুপি । ডিম ভাজি আর রাজমা ভালই করে । তবে আলুর দম, আলু পালাক(আলু আর পালং শাক), ডাল মাখানি খাওয়া কষ্টকর । থাকা- খাওয়া পর্ব শেষ । এবার ডাক্তার অশোক শেঠকে দেখানোর পালা । হাসপাতালে গেলাম । দুটি ভবন-একটি ও পি ডি আর একটি আই পি ডি ভবন । ওদের ফ্রন্ট ডেস্ক এ জিগ্গেস করলাম ডাক্তার সাহেবকে একটু আগে দেখানো যাবে কিনা অথবা দেখানোর আগে আমাদের করণীয় কিছু আছে কিনা। যেহেতু আমরা শনি বারে পৌঁছেছি আর সোমবারে appointment তাই এই প্রচেষ্টা . তো উনারা আমাদের টিমের সদস্যদের কাছে পাঠালেন . প্রায় আধঘন্টা অপেক্ষার পর টিম এর এক সদস্য পেলাম . বলে রাখা ভালো রুগী নিজেই একজন ডাক্তার . তো উনাকে আমাদের ব্যাপারটা বলার পর উনি আমাদের বললেন ডাক্তার সাহেবকে সোমবারের আগে দেখানো যাবে না . ঠিক appointment টাইম রাত আটটায় দেখাতে হবে . জেনে খুশি হলাম . কিন্তু উনার ভাবের চোটে কিছুটা আহত হলাম . কিন্তু ইন্টারনাশনাল ডেস্কের শিবানী নামের মেয়েটি আমাদের সাহায্য করলেন . আমাদের বললেন আপনারা আগে registration করে ফেলুন . আর আমাদের ডলার ভাঙ্গিয়ে রুপি করার জন্য একটি ছেলের সাথে পরিচয় করিয়ে দিলেন . আসলে শুরু থেকে শেষ পর্যন্ত উনি ভালই হেল্প করলেন .

বিষয়: বিবিধ

১৩১৯ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File