ভারতে আমার কিছু অভিজ্ঞতা -পর্ব-১
লিখেছেন লিখেছেন হিললোল ০৫ জুন, ২০১৩, ০৩:০২:৫৩ দুপুর
বোন জামাইয়ের চিকিত্সার জন্য গিয়েছিলাম দিল্লী। আগে থেকেই অন লাইন এ যোগাযোগ করেছিলাম । দিল্লির ফর্টিস এসকর্ট হসপিটাল ।
জেট এয়ারওয়েজ এ মুটামুটি দেড় ঘন্টায় দিল্লী । বিশাল এয়ারপোর্ট । সাজানো । ওখানেই মানি exchange করা যায় । ওখান থেকে গেলাম হোটেল এর দিকে । টাক্সিওয়ালা ভালই ছিল । আসার পর কোনো এক্সট্রা চার্জ নেয় নাই । আগে থেকেই শুনে গিয়েছিলাম কালুরাম চারিটাবল ট্রাস্টের কথা । সে অনুসারে ওদের বললাম ভাই হোটেল এ থাকতে চাই । জিগ্গেস করলো কথা থেকে এসেছেন? বাংলাদেশ শুনেই বললো, কোনো সিট নাই. নিজেদের মধ্যে যে কথা হলো তাতে বুজলাম, বাংলাদেশী বলেই সিট পেলাম না.। তো এভাবে আরো কিসু হোটেল খুজলাম । কিন্তু যেগুলো ট্রাস্ট জাতীয় সেখানেই বাংলাদেশই বললে, সিট খালি নাই । একজন লোককে বললাম ভাই আশেপাশে মুটামুটি ভালো হোটেল আছে কিনা । অনার পরামর্শে প্রতিদিন ১৫০০ রুপি করে হোটেল পেলাম। নাম কারান পেলেস ।হোটেল ম্যানাজার বললো , ৫-৬ দিনের বেশি থাকলে কিসু কম রাখা যাবে । আমরা প্রাথমিক ভাবে ২ দিনের জন্য নিলাম । যাতে আশপাশটা দেখে ফাইনাল ডিসিশন নিতে পারি ।
বিষয়: বিবিধ
১১৯৯ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন