বি এন পির সংসদে যোগদান
লিখেছেন লিখেছেন হিললোল ১৯ মে, ২০১৩, ০৬:২১:০২ সন্ধ্যা
বি এন পি সংসদে যাবে। শুনে ভালো লাগছে কি?
সদস্য পদ ধরে রাখার এ চেষ্টা । তবে প্রতিদিন জান না কেন?
সব সময়তো আপনাদের এ মত প্রকাশ করার চেষ্টা করা উচিত ।
আর যদি বর্জন করেন তাহলে শুধু পদের লোভ ছেড়ে পুরোপুরি বর্জন করুন । আর সংসদে যাওয়ার দরকার নাই । যাবেন তখনই যখন ন্যায়পরায়ণ সরকার ক্ষমতায় আসবে অথবা সরকারের আচরণ ন্যায়সম্মত হবে ।
আমার তো মনে হয় আপনারা সবাই (আওয়ামী লীগ, বি এন পি) এক। শুধু লোভ আর লোভ । দেশের স্বার্থে আপনারা কতটুকু ভাবেন? কতটুকু ভাবেন নিজের আখের গোছানোর জন্য । আর আমরা জনগণও গাধা টাইপ, আপনাদের ছাড়া আর কাউকে দেখি না ।
হা কেনই বা আপনারা দেশের জন্য ভাববেন? তাতে আপনার কি লাভ হবে? জনগণ বাহবা দিবে? সেটার কি বিশেষ দরকার ? দেখুন মৃত্যুর পর আপনার কঠোর জবাব দিতে হবে। হয় ন্যায় পরায়ন শাসক হিসেবে জান্নাতে যেতে পারবেন অথবা অন্যায়কারী হিসেবে জাহান্নামী হতে হবে । আল্লাহ আপনাদের ছহীহ বুঝ দান করুন ।
বিষয়: বিবিধ
১০৭৪ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন