শাহবাগ আবেগের অসারতা

লিখেছেন লিখেছেন হিললোল ১৭ মে, ২০১৩, ১০:০১:৫১ রাত

আবেগ কখনোই যুক্তিকে মানতে চায় না । আর আমাদের সমস্যা হলো আমার মতের বিপক্ষে কেউ বললে, সে সত্য হলেও তাকে মানব তো না-ই বরং অপমান করতে দেরি করবো না ।

শাহবাগ আবেগের মুটামুটি একটাই দাবি- সকল রাজাকারের ফাসি চাই । এখন দেখতে হবে, যারা অখন্ড পাকিস্তান চেয়েছিলো কিন্তু কোনো গণহত্যা, ধর্ষণ ইত্যাদি অপকর্ম করে নি তারাও তো রাজাকার । তাদেরও কি ফাসি চান? ফাসি চান কি বিচার করে না বিচার ছাড়া? যদি বিচার ছাড়াই চান তবে তো কোনো কথাই নাই, কারণ আপনি যা ইচ্ছা করতে পারেন । আর যদি বিচারের মাধ্যমে চান, তবে আপনাকে সাক্ষী, প্রমাণ ইত্যাদির মাধ্যমে প্রমাণ করে যার জন্য যা প্রযোজ্য তাই দিতে হবে। কারণ, এতে কারো ফাসি হবে, কারো যাবজ্জীবন, কেউ বা খালাস পাবে । আপনি যদি আগেই রায় দেন, তবে বিচার পর্ব প্রহসন ছাড়া আর কিছুই হবে না । কারণ এ বিচারে সাক্ষী, প্রমাণ কোনো কিছুরই দরকার নাই । আর যদি বলেন , যেহেতু রাজাকার সেহেতু অপকর্মের দায়ভার তাকে নিতেই হবে , তবে বলবো আজকের ছাত্রলীগ এর কর্মকান্ডের দায়ভার তো প্রধানমন্ত্রীর উপর বর্তাবে আর তাতে তাকেও তো আপনারা ফাসি দিয়ে ছাড়বেন । একের দোষে অন্যকে দুষলে তো হবে না । বিচার কে প্রভাবিত না করে বলতে পারেন স্বচ্ছ, নিরপেক্ষ বিচার চাই, আর চাই তা কার্যকর করতে ।

বিষয়: বিবিধ

৯০৯ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File