সামনের আলোচনা

লিখেছেন লিখেছেন হিললোল ১৫ মে, ২০১৩, ১২:৪৫:০৪ দুপুর

সরকার আর বিরোধীদের আলোচনা হবে কি হবে না-সে নিয়ে টকশো চলছেই । কিন্তু আসলেই কি আলোচনা হবে ? আলোচনা করবেই বা কেন?

আলোচনা করবে কেন?

১. বিরোধীদের শক্তি বিশেষ করে বি এন পি র শক্তি সরকারের জানা হয়ে গেছে । সর্বশেষ হেফাজতকে মেরে তাড়িয়ে দিয়েও যখন কিছু হলো না এবং বি এন পির কর্মীরা যে ঘরে বসে টিভি দেখা ছাড়া আর তেমন কিছুই পারেনা সেটা প্রমাণিত । আর যারা একটু পারার সম্ভাবনা আছে তারা জেলে । সুতরাং বি এন পিকে ভয় করার কিছু নাই ।

২. আন্তর্জাতিক শক্তির ভয় । খুব বেশি ভয় পায় না সরকার-তার প্রমাণ ইউনুসকে নাস্তানাবুদ করেও যখন কিছু হয় নি তখন থোরাই কেয়ার । এছাড়া হেফাজত, জামাত এদের জঙ্গি বলে প্রমাণ করলে বিদেশ থেকে সরকারই সাহায্য পাবে । সুতরাং ভয় নেই ।

৩. তৃতীয় শক্তি বা সামরিক শক্তির ভয় । সেটাও মুটামুটি কেটে গেছে । বি ডি আর কিলিং, হেফাজত কিলিং ইত্যাদি তে যেহেতু কিছু হয় নি সুতরাং ভয় নেই ।

৪. মান সম্মানের ভয় । হা এই ভয়েই আলোচনা হতে পারে তবে সেটা হবে লোক দেখানো । কারণ সরকার হেরে গেলে তার জীবনের নিরাপত্তা কে দেবে? সুতরাং জান বাঁচানোর জন্য হলেও সরকার ক্ষমতা ছাড়বে না ।

সর্বোপরি আল্লাহই সব কিছুর নিয়ন্তা ।

বিষয়: বিবিধ

১০০৩ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File