ইসলামী ছাত্রশিবির, অন্যান্য ইসলামী ছাত্র সংগঠন এবং অন্যান্য ছাত্র সংগঠন
লিখেছেন লিখেছেন হিললোল ১২ মে, ২০১৩, ০৩:১৩:৪১ দুপুর
ছাত্র সংগঠনগুলোর মাঝে যে দলটি মিডিয়ার কল্যাণে সবচেয়ে ঘৃণিত সেটি ইসলামী ছাত্রশিবির । তবে মিডিয়া সব সময় যে সঠিক তথ্য দেয় না সেটা ভুক্তভোগী মাত্রই জানেন ।
আমরা যারা বিশ্ববিদ্যালয় মাড়িয়েছি তারা ভেতরের খবর অনেকটা ভালো জানি । বিশ্ববিদ্যালয়গুলোতে গেলে প্রথমে একটা ছাত্র যে সমস্যায় পড়ে, তা হলো হল সমস্যা । থাকার জায়গা নাই ।
সিট পাবে কোথায়? শিক্ষকদের কোনো ক্ষমতা নাই অথবা ব্যবস্থাপনা নাই থাকার স্থান সংকুলানের । অগত্যা তাকে ছাত্রনেতাদের অথবা বড় ভাইদের শরনাপন্ন হতে হয় । কিছু সিট ছাত্রলীগ, কিছু ছাত্রদল, কিছু শিবির আর কিছু তাবলীগের । তবে ক্ষমতাসীন দলের সিটই ৯৫%। যে যে যে
যে সিটেই উঠবেন সে দলের প্রোগ্রামে আপনাকে যেতে হবে । নতুবা মার অথবা রুম থেকে বা হল থেকে বহিস্কার হতে হবে ।
এবার আসি কারা কেমন?
ছাত্রলীগ:
১. একটা বড় অংশ চাদাবাজি, টেন্ডারবাজি, মদ, অস্ত্র, অবৈধ নারী সম্ভোগ ইত্যাদি অপরাধে জড়িত । বড় নেতাদের আশির্বাদ থাকে তাদের । ভালো কিছু ছেলেও থাকে তবে পাত্তা পায় না ।
২. নেতৃত্বের কমিটি উপর থেকেই মুটামুটি ঠিক হয় ।
৩. সাধারণ ছাত্রের কল্যানের চেয়ে নিজেদের আখের গোছানোই তাদের কাজ ।
৪. হিন্দু ছেলেদের প্রাধান্য থাকে ।
৫. অন্তঃ কোন্দলন প্রচুর ।
৬. ধর্মীয় দিক থেকে নেতৃত্ব পর্যায়ের ছেলেগুলো বেশ দুর্বল ।
৭. বহিরাগতদের আশ্রয় দেয় এবং বিরোধীদের সাইজ করার কাজে ব্যবহার করে ।
৮. নিজের বন্ধুর জন্য আলাদা রুম দেয়, কিন্তু সাধারণ ছাত্রকে গণরুমে থাকতে হয় ।
ছাত্রদল:
১. চরিত্র ছাত্রলীগের খুবই কাছাকাছি ।
২. হিন্দু ছেলেরা বেশি প্রাধান্য পায় না ।
ছাত্রশিবির:
১. আধুনিক মানসিকতার ইসলামী গ্রুপ ।
২. নিয়মিত নামাজ পড়ে ।
৩. নিজেদের নেতৃত্ব নিজেরাই ঠিক করে ।
৪. নেতা হবার জন্য কোনো গ্রুপিং, লবিং করে না ।
৫. নেতা নির্বাচিত হবার পর কাদতে দেখেছি যে এই গুরুভার কিভাবে বহন করবে ?
৬. মদ, নারী, চাদাবাজি করে না ।
৭. তবে দীর্ঘ দাড়ি কম রাখে ।
৮. নফল ইবাদতে খুব স্ট্রং না ।
তাবলিগ:
১. নিষ্কলুষ ভালো মানুষ ।
২. কোনদলই তাদেরকে বিরক্ত করে না ।
৩. তিনদিন যাবার ভয়ে অনেকে তাদের থেকে পালিয়ে বেড়ায় ।
৪. ছাত্রদের নানাবিধ সমস্যায় তাদের তেমন কোনো ভুমিকা নেই ।
৫. নিজেরা অন্যায় করে না, তবে কারো অন্যায়ের প্রতিবাদ ও করে না ।
অন্যান্য ইসলামী দল:
হিজবুত তাহরীর- এদের সংখ্যা খুবই কম । সত্য বলতে ভালোবাসে, অন্যায়ের প্রতিবাদ করে । এরা সাহসী ভালো ছেলে । তবে তারা প্রচলিত ছাত্র সংসদ নির্বাচনে অংশগ্রহন করে না, কারণ তাদের মতে এ পদ্ধতি ঠিক নেই ।
ইসলামী শাসনতন্ত্র ও কিছু নামবিহীন ছাত্রসংগঠন আছে এরা অনেকটা পীরভক্ত । ধর্মীয় দিক থেকে তারা অনেক অগ্রসর । তবে আধুনিক সমাজ ব্যবস্থার সাথে সমন্নিত কর্মপদ্ধতি দাড় করাতে পারছে না বলে জনপ্রিয়তা নেই বললেই চলে ।
বাম দল:
১. বর্তমানে এদের পাওয়া যায় না ।
২. অধিকাংশই শিল্পমনা ।
৩. মদ, নারীর প্রতি আলাদা টান আছে ।
৪. তবে তারা সংস্কার পন্থী এবং চাদাবাজিতে তাদের দেখা যায় না ।
বিষয়: বিবিধ
৯৬৫ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন