প্রয়োজন গণবিপ্লব!
লিখেছেন লিখেছেন শোয়াইব জিয়া ২৫ নভেম্বর, ২০১৫, ০৩:০৮:০৭ দুপুর
স্থায়ী কিংবা অস্থায়ী
কোন মিটিং- বৈঠক
বাংলার বিপন্ন স্বাধীনতা
রক্ষা করতে পারবেনা।
পারবে আরেকটি
ভারতীয় তাবেদারকে
ক্ষমতায় আনতে।
সমস্যা আমাদের!
(বাংলার প্রতিটি মানুষের)
সমাধানও
আমাদরকেই বের করতে হবে।
প্রতিটি রাজনৈতিক দল
নিজেদের ক্ষমতায়নের
জন্যই রাজনীতি করে।
নিজেদের রাজনৈতিক
অবস্থান পাকাপোক্ত করতে
তারাও যে ভারতীয় শুকনের
থাবা মুক্ত থাকবে, এর গ্যারান্টি কি??
অতীত আমাদের ইহাই বলে,
আজ আমার প্রিয় মাতৃভূমির
প্রতিরক্ষাবাহিনী বাংলাদেশ সেনাবাহিনীকে
গত জোট সরকারের আমলেই ভারতীয়করণের
রাস্তা পরিস্কার করা হয়.....
দেশ ও জাতি রক্ষায়....
নির্বাচন নয়!
প্রয়োজন গণবিপ্লব........
বিষয়: রাজনীতি
১১৫৭ বার পঠিত, ৪ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন