মায়ের ছেয়ে মাসির দরদ কি বেশী??

লিখেছেন লিখেছেন আবদুল হাদি ১৮ জুলাই, ২০১৩, ০৮:৩২:০২ সকাল

আলেম ওলামারা সবার কাছে সন্মানীত,কারন তারা সত্য দ্বীন ইসলাম বুঝে এবং দ্বীনকে সঠিকভাবে জনগনের কাছে তুলে ধরেন।তাই আলেম ওলামার গুরুত্ব অত্যাধীক।আলম ওলামারা সমাজের অধিক সুন্দর মানবতাবাদী মানুষ। এ সম্পর্কে হাদীসে বলা হয়েছে,"আল ওলামায়ে ওয়ারাসাতুল আম্বিয়া"।আলেম ওলামারা আম্বিয়াদের উত্তরসূরী।

আলেম ওলামারা দ্বীনি শিক্ষাপ্রতিষ্ঠানে পড়ালিখা করে,দ্বীনি বিধানের আলোকে জিবন গড়ে তুলেন এবং দ্বীনকে জনসমাজে তুলে ধরেন।ফুল যেমন সুন্দর এবং সুবাস(সুগ্রান) ছড়ায়।ঠিক তেমনি আলেম ওলামারা।

বর্তমানে আমাদের যে শিক্ষা পদ্ধতি তা ব্রিটিশদের প্রনিত তাই এ শিক্ষা

পদ্ধতিতে আমাদের দ্বীনকে(জিবনব্যবস্থা) তথা ইসলামকে জানার সুযোগ নেই।এ অবস্থায় আলেম ওলামারা দ্বীনকে বুঝার ক্ষেত্রে বড় ভুমিকা রাখেন।

আর এ ভুমিকা পালনের ক্ষেত্রে আমাদের দেশের আলেম ওলামারা দেশের গন্ডি পেরিয়ে আন্তর্জাতিক খ্যাতি ও অর্জন করেন।

আমরা জেনেছি আমাদের দ্বীন ইসলাম হচ্ছে একটি পুর্নাঙ্গ জীবন বিধান।

মুসলমানদের জন্য ইসলাম ছাড়া অন্য জীবন ব্যবস্থা হারাম। যেমনঃ সেক্যুলারিজম,কম্যুনিজম....ইত্যাদি ইত্যাদি।কেননা মহাগ্রন্থ আলকোরআনে বলা হয়েছে,"যারা ঈমানদার তারা আল্লাহন পথে সংগ্রাম সাধনা করে,আর যারা কাফের তারা করে তাগুতের পথে"।তার মানে ইসলামের বাহিরে তামাম মতবাদ হচ্ছে তাগুত।

আজ আমরা কি দেখছি,এই তাগুতি শক্তি দেশের শাসন ক্ষমতায় অধিষ্ঠিত।

আর এই তাগুতি শক্তি,ইসলামের মূলাধারায় যারা কাজ করছে তাদেরকে ধর্মীয় অনুভূতিতে আঘাত হানার অভিযোগে হেনস্থা করছে এমনকি গ্রেফতার

করছে এবং(মানবতা বিরোধী অপরাধের মিথ্যা অভিযোগে) জুডিশিয়াল কিলিং এর প্রচেষ্টা চালাচ্ছে।অথচ আমরা জানি যারা ইসলামের মূলধারায় তারাই শান্তিবাদী এবং মানবতাবাদী।

তাই আসুন আমরা সকল অন্যায় এর প্রতিবাদ করি এবং অন্যায়কে পদদলিত করে,সত্য প্রতিষ্ঠার সংগ্রামে অগ্রনী ভুমিকা রাখি। আল্লাহ আমাদের সবাইকে তৈাফিক দিন।

বিষয়: বিবিধ

১২১২ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File