এক মাত্র পথ

লিখেছেন লিখেছেন আবদুল হাদি ১৩ জুলাই, ২০১৩, ১১:১৩:৫০ রাত

আল্লাহ রাব্বুল আলামীন মানুষকে সৃষ্টি করেছেন এবং মানুষের হেদায়েতের জন্য যুগে যুগে নবী রাসুল এবং হেদায়েতের কিতাব প্রেরন করেন,কিন্তু মানুষ কালের পরিক্রমায় দ্বীনকে(জিবন ব্যবস্থা) শয়তানের প্ররোচনায় পরিবর্তন করে ফেলে,ফলে বার বার নবী রাসুল ও কিতাব প্রেরন করেন, আর সর্বশেষ বা আখেরী নবী ও রাসুল হচ্ছেন মোহম্মদ (সHappy আখেরী কিতাব হচ্ছে আল কোরআন এবং দ্বীন হচ্ছে ইসলাম।যা কেয়ামত পর্যন্ত মানুষকে হেদায়েত ও সঠিক পথের সন্ধান দিবে। ইহাকে সংরক্ষনের দায়ীত্ব সয়ং প্রভু আল্লাহ রাব্বুল আলামীন নিয়েছেন।

ইসলাম হচ্ছে পূনাঙ্গ জীবন বিধান।কোরআনে বলা হয়েছে"হে ঈমানদারগন তোমরা ইসলামে পূর্নঙ্গভাবে দাখিল হও,শয়তানের পদাঙ্ক অনুস্বরন করোনা, নিশ্চয় শয়তান তোমাদের প্রকাশ্য দুষমন"(সুরা বাকারা-২০৮)।তার মানে আমাদের ইসলামকে পূনাঙ্গ জীবন বিধান (complete code of life) হিসেবে মানতে হবে। ব্যক্তি জীবন,সমাজ জীবন,রাজনৈতিক জিবন তথা জীবনের প্রত্যেক পরতে পরতে ইসলামের আলোকে চলতে হবে,মানতে হবে অথাৎ ইসলাম ছাড়া অন্য কোন মতবাদ বা আদর্শ গ্রহনযোগ্য নয়। কোরআনে বলা হয়েছে,"যারা ঈমানদার তারা আল্লাহর পথে সংগ্রাম সাধনা করে,আর যারা কাফের তারা তাগুতের পথে সংগ্রাম সাধনা করে"(সুরা নিসা-৭৬)।হাদিসে কুদসিতে বলা হয়েছে,"যারা আল্লাহর দ্বীন ছাড়া অন্যকোন দ্বীন বা মতবাদের দিকে মাসুসকে ডাকে তারা জাহান্নামী,তখন সাহাবীরা জিজ্ঞেস করলো,ইয়া রাসুলুল্লাহ (সঃ) যদি সে নামায পড়ে রোযা রাখে তার পরও,তখন রাসুল (সঃ) বললেন, যদি সে নাময পড়ে রোযা রাখে এবং নিজেকে মুসলিম বলে দাবি করে,তার পরও সে জাহান্নামী

সুতরাং আমরা বুঝতে পরলাম একমাত্র ইসলাম ছাড়া অন্যকোন মতবাদ গ্রহনযোগ্য নয়।ইসলাম ছাড়া অন্যসব মতবাদ ইবলিশের প্ররোচনায় মানুষের তৈরী মতবাদ যা মানুষকে আল্লাহর ইবাদত থেকে তথা ইসলামের অনুসরন থেকে দুরে রাখে।মানব রচিত মতবাদের দিকে ডাকা মানে শয়তানে অনুসরনের দিকে ডাকা।

আসুন আমরা সবাই নিজেদের মানব রচিত মতবাদের নাগপাশ থেকে তথা শয়তানে অনুসরন থকে মুক্ত রাখি । আল্লাহ আমাদের হেফাজত করুন।

বিষয়: বিবিধ

৯৪৮ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File