গোনাহ মাফের সুযোগকে কাজে লাগানো উচিৎ
লিখেছেন লিখেছেন হিমালয় ২৮ জুলাই, ২০১৩, ০৫:৫৫:০৩ বিকাল
ঈদকে সামনে রেখে কত আয়োজন কত, কত কেনাকাটা চলছে। সকলে ব্যস্ত সবচেয়ে সুন্দর পোষাক, সুন্দর জুতা,সুন্দর পাঞ্জাবী ইত্যাদি কেনার জন্য কিন্তু মাহে রমজান যে উপলক্ষে আগমন কেরেছিল তাকি আমরা অর্জন করতে পেরেছি। পেরেছি কি আমাদের গোনা মাফ করে নিতে? পেরেছি কি মহান রবের নৈকট্য অরজন করতে? আমরা এ ব্যাপারে মোটেও সঙ্কিত বা চিন্তিত নই। এই অনুভুতি আমাদের জাগ্রত হচ্ছে না।অন্যান্য ধর্মাবলম্বীদের মত আমরাও রমজান মাসের রোজাকে একটি ধর্মীয় অনুষ্ঠান মনে করি। যে কারনেই গোনাহ মাফ করা, মহান আল্লাহর নৈকট্য লাভ করা, তাকওয়া অর্জন করার অনুভুতি হারিয়ে সকলে মিলে একটি অনুষ্ঠান করার আনন্দে ভেসে বেরাচ্ছি। অথচ এই আনন্দ করার কথা যার জীবনের সমস্ত গোনা্হ মাফ হয়েছে তার।আর যদি কারো গোনাহ মাফ হওয়ার নিশ্চয়তা পেয়ে যায় সেটা ভিন্ন কথা ।
একবার এক ঈদের দিনে হযরত ওমর (রাঃ) ঘরের দরজা দিয়ে কান্না করিছিলেন। লোকেরা জিজ্ঞাসা করল হে আমীরুল মোমিনিন আজ ঈদের দিনে আপনি কাদছেন কেন? আজ আনন্দের দিন সকলে আনন্দ করছে আর আপনি ঘরে কাদছেন। তিনি জবাবে বললেন যারা নিশ্চিত হয়েছে যে তার জীবনের গোনাহ মাফ হয়েছে সে আনন্দ করুক । আমিতো জানিনা যে আল্রাহ আমার গোনাহ মাফ করেছেন কি না।একজন জান্নাতের সংবাদ প্রাপ্ত মানুষ হিসাবে হযরত ওমর (রাঃ) নিজের গোনা মাফ হওয়া নিয়ে ভয়ে আল্রাহর দরবারে কান্নাকাটি করেন তাহলে আমরা কি একবারও চিন্তা করেছি আমাদের অবস্থান কোথায়।আমরা কোন আশায় কোন নেশায় এত তামাশায় মত্ত হচ্ছি। আমাদের উচিৎ দুনিয়ার রং তামাশা বাদ দিয়ে রমজানের বাকী সময়কে কাজে লাগিয়ে মহান রবের নিকটে থেকে জীবনের গোনাহগুলো মাফ করিয়ে নেয়া।মহান আল্রাহ আমাদের সেই তাওফিক দান করুন আমিন।
বিষয়: বিবিধ
১৪৭৯ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন