ইসলামী আন্দোলনের দায়িত্বশীলের প্রতি কিছু পরামর্শ

লিখেছেন লিখেছেন হিমালয় ৩০ মে, ২০১৩, ০৮:৩৬:১৫ সকাল

গতকাল রাতে একভাই কল করে ইসলামী আন্দোলনের সার্বিক অবস্থা নিয়ে কথা বলছিল । এক পর্যায় তিনি বললেন ভাই বাড়িতে থাকতে পারি না , সংগঠনের কাজও সঠিক ভাবে করতে পারছি না । কি করবো তা ভেবে কোন উপায় পাচ্ছি না । আমি তাকে সান্তনা দিয়ে কেন্দ্রীয় সভাপতির অবস্থা স্মরণ করিয়ে দিলাম । তার সাথে দীর্ঘ ১০ মিনিটে যে কথা গুলো হয়েছে তাই লিখলাম। সে আমাকে বলল ভাই কিছু পরামর্শ দেন। আমি তাকে বললাম ইসলামী আন্দোলনের এই পর্যায় নিজের অবস্থানে থেকে জনশক্তিকে সঠিক পথে পরিচালনা করাই একজন দায়িত্বশীলের প্রধান কর্তব্য। কোন ভাবেই যেন জনশক্তিদের মাঝে কোন বিষয়ে ভুল বুঝা বুঝির সৃষ্টি না হয় সে দিকে অবশ্যই নজর রাখতে হবে। জনশক্তিরা যাতে হতাশ না হয় তার জন্য অবশ্যই তাদের কাছে কাছে থাকতে হবে।নিজেকে শিসার ন্যায় করে গঠন করতে হবে যাতে কোন প্রকার ঝড় তুফান ভাঙ্গতে বা মচকাতে না পারে। আল্লামা মওদুদি র: বলেছেন স্রোতের মাঝে গা ভসিয়ে দিলে কখনও টিকে থাকা যাবে না বরং স্রোতের মাঝেই সামনে অগ্রসর হওয়ার চেষ্ট করলে অন্ততপক্ষে সামনে যেতে না পারলেও পিছপা হবে না। তাই সর্বোদা সঠিক সিদ্ধান্তে অটল থাকতে তহবে । কোন বাধা বা কোন ঝুকিকে সামান্য মনে না করে কঠোর ভাবে মোকাবেলা করতে হবে। জনশক্তির সামান্য সমস্যা মনে হলে সাথে সাথে তার সাথে যোগাযোগ করতে হেবে । যাতে সমস্যা অংকুরেই শেষ হয়ে যায়। এবং সর্বদা আল্লাহর সাহায্য কামনা করতে হবে। কোন সাফল্য যেন আমাদেরকে আনন্দের জোয়ারে আত্নহারা করে না তোলে।সকল সাফল্যের জন্য আল্লাহর শুকরিয়া করতে ভুলেবেন না। কারণ অতীতে এর জন্য অনেক জাতী ধ্বংস হয়েছে। দায়িত্বশীলকে এবং সকল জনশক্তিকে অবশ্যই আল্লাহর সাথে সম্পর্ক বৃদ্ধির জন্য নফল ইবাদত বিশেষ করে তাহাজ্জুদ গুজারী হতে হবে।মনে রাখবেন আমাদের সাফল্য অতি নিকটে। করণ আল্লাহ বলেছেন ‘তারা আল্লাহর দল , এবং আল্লাহর দল অবশ্যই বিজয়ী হব ’।অন্যত্র বলেছেন আল্লাহর ওয়াদা সত্য আর আল্লাহর চেয়ে বেশী ওয়াদা কে পালন করতে পারে? তাই আমরা আমাদের প্রচেষ্টা চালিয়ে যাব সফলতা অবশ্যেই আসবে ইংশাইল্লাহ।

বিষয়: বিবিধ

১৪৫৮ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File