বিজয়ের হিসাব .................
লিখেছেন লিখেছেন হিমালয় ১০ মে, ২০১৩, ০৬:২৮:৫৮ সন্ধ্যা
দেশের চলমান পিরিস্থিতিতে বসে গভীর চিন্তা করছিলাম, কি হবে এই জাতীর । কি আছে এই জাতীর ভাগ্যে । অতীত থেকে হিসাব করে পেয়েগেলাম আলোর সন্ধান। ভারত থেকে পাকিস্তান আলাদা হলো। কিন্তু বাংলার মানুষের যুদ্ধ বন্ধহয়নি তখনো । ১৯৫২ সাল ........পাকিস্তানিদের সাথে নতুন করে শুরু হল রাষ্ট্র ভাষা নিয়ে যুদ্ধ। দিকেদিকে সকলের শ্লোগান রাষ্ট্রভাষা বাংলাচাই । ভাষার জন্য জীবন গেলো আমাদের তরুন শহীদদের । অবশেষে অর্জিত হল আমাদের দাবি, প্রতিষ্ঠিত হল রাষ্ট্রভাষা বাংলা। তারপর ১৯ বছর পার হল (১৯৫২+১৯) অর্থাৎ ১৯৭১ সাল শুরু হল স্বাধীনতা যুদ্ধ। সকলের দৃষ্টি কবে স্বাধীন হবে আমার মাতৃভূমি, কবে উড়বে স্বাধীন দেশের পতাকা। দীর্ঘ ৯ মাস যুদ্ধ করার পর অর্জিত হল আমাদের প্রাণেরদাবী স্বধীনতা । লক্ষশহীদের জীবনের বিনিময়ে আমরা পেলাম সার্বোভৌম স্বাধীন দেশ বাংলাদেশ। দিকে দিকে উড়ল লাল সবুজ পতাকা । কিন্তু বন্ধ হয়নি দেশকে নিয়ে ষড়যন্ত্র।শুরু হল ক্ষমতা দখলের পালা ।চলল দীর্ঘ দিন,নির্যাতিত হল দেশের সাধারন মানুষ। এরপর অনেক চরাই উতরাই পারি দিয়ে সেই ১৯বছর পর (১৯৭১+১৯) অর্থাৎ ১৯৯০ সাল আবার শুরু হল সংগ্রাম । দেশের অস্তিত্বকে টিকিয়ে রাখার জন্য অনেক ঘাত প্রতিঘাত পারি দিয়ে ক্ষমতা থেকে বিতারিত করা হল সৈরস্বাশক এরশাদকে। প্রতিষ্ঠিত হল সংসদিয় শাসন ব্যবস্থা । এভাবে সকলের সম্মিলিত প্রচেষ্টায় দেশ চলল উন্নয়নের পথে । তারপর পার হল ১৯ বছর (১৯৯০+১৯) অর্থাৎ ২০০৯ সাল ........রচিত হল এককালো ইতিহাস । আমাদের সমস্ত অর্জনকে মাটির সাথে মিশিয়ে দিয়ে, দেশের উন্নয়নকে প্রতিহত করে সংঘটিত হল বিডিআর বিদ্রোহ। আমরা হারালাম দেশপ্রেমিক সেনা অফিসারদেরকে । কলঙ্কিত হল দেশ এবং জাতী । বিপন্ন হল স্বাধীনতা । তারপর শুরু হল বাম এবং রামদের সম্মিলিত প্রচেষ্টায় ইসলাম নিধন ষড়যন্ত্র। গ্রেফতার করা হল দেশের কর্ণধার আলেম এবং জাতীয় নেতৃবৃন্দকে। ক্ষমতার মসনদকে টিকিয়ে রাখার জন্য রচনা করা হল দেশের সর্বকালের সর্বেশ্রেষ্ঠ নিকৃষ্ট ঘটনা, রাতের আধারে আলেমদেরকে নির্বিচারে গুলিকরে হত্যা করা এবং শহীদদের লাশ গুম করা । এখন দেশের মানুষের আলোচিত বিষয় ইসলাম , ইসলামী আন্দোলন , কোরআনের শাসন । এভাবে ২০০৯ সাল পরবতী সময় (২০০৯+১৯) অর্থাৎ ২০২৭ সাল যে অর্জনটি আসবে তাহলো ইসলামের মহান বিজয়। ২০২৭ সালটি হবে ইসলামের চুড়ান্ত বিজয়ের সাল .....ইংশাআল্লাহ। আল্লাহ আমাদের সকলকে সেই বিজয়ের অংশিদার হওয়ার তাওফিক দান করুন .........আমিন.....
বিষয়: বিবিধ
১২০৪ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন