বাংলাদেশী না বাঙ্গালী
লিখেছেন লিখেছেন রুহু ১৩ আগস্ট, ২০১৩, ১১:৩৪:৪৬ রাত
বাঙ্গালী না বাংলাদেশী আরেক বিতর্কিত বিষয়।
বাঙ্গালী পরিচয়ে সমস্যা:
১)পার্বত্য চট্টগ্রামের উপজাতিদের আপনি বাঙ্গালী বলতে পারবেন না।
২) আবার বাঙ্গালী বললে বাংলা ভাষা ভাষী পশ্চিমবঙ্গ ত্রীপুরা আসাম অঞ্চলের সকলে অন্তর্ভুক্ত হয়ে যায়।
সমাধান:
আমেরিকানরা ইংরেজি বলে , ব্রিটিশরাও ইংরেজি বলে,তাদের ভাষা এক পরিচয় ভিন্ন।
এইভাবে যদি আমরা বাংলাদেশী হই তবে সব সমস্যার সমাধান হয়ে যায়।
১)উপজাতিরা তখন আর উপজাতি না তারা বাংলাদেশী(কোটা সমস্যাও থাকে না)।
২)পশ্চিমবঙ্গ ত্রীপুরা আসাম ভিত্তক বাঙ্গালি বিষয়ক সমস্যা আর থাকে না।
৩) মিতা হক ঘটিত সমস্যাও থাকে না।
তাই বাংলাদেশী পরিচয় হোক আমাদের পরিচয় , বাঙ্গালী নয়।
বিষয়: বিবিধ
১৭১৭ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন