যে ছবিটি বিশ্বকে কাঁদায়
লিখেছেন লিখেছেন রুহু ০২ আগস্ট, ২০১৩, ১১:৫০:২২ রাত
Kevin Carter photographer ১৯৯৩ এর মার্চে দক্ষিন সুদানে যান।Ayod গ্রামের কাছেই তিনি তার iconic photo তুলেন যাতে ২-৩ বত্সরের এক কৃশকায় সুদানি শিশুর পেছনে এক শকুন অপেক্ষায় আছে তার শিকারের।কার্টার বললেন যে তিনি প্রায় ২০ মিনিট অপেক্ষা করেছিলেন শকুনটি উড়ে যাবার আশায়।কিন্তু উড়েনি। অতপর কার্টার ছবি নিলেন আর শকুনটিকে তাড়িয়ে দিলেন। ফটোগ্রাফটি New York Times এ বিক্রয় করা হয় যা ২৬ মার্চ ১৯৯৩ এ 'metaphor for Africa’s despair’ caption দিয়ে প্রকাশ করা হয়। news paper এ সারা রাত শ'খানেক ফোন আসে শিশুটির ভাগ্যে কি ঘটেছিল তা জানতে।news paper special editor’s note এ জানাল যে শিশুটির শকুনটি থেকে রক্ষা পাওয়ার যথেষ্ট শারীরিক সক্ষমতা ছিল কিন্তু শিশুটির ভাগ্যে কি ঘটেছিল তা অজানাই আছে।সুদানে জার্নালিস্টদের দুর্ভিক্ষ পিড়িতদের স্পর্শ করার নিষেধ ছিল ছোয়চে রোগের ঝুকির কারনে, কিন্তু কার্টার সমালচিত হয়েছিলেন শিশু মেয়েটিকে সাহায্য না করার কারনে। কার্টার ছবিটির জন্য Pulitzer Prize পেয়েছিলেন, কিন্তু তা তাকে খুশী করেনি। তিনি তার বন্ধুদের বলেছিলেন"আমি অত্যন্ত দু:খিত যে শিশুটিকে সাহায্য করিনি।" তিনি যে দুর্দশা প্রত্যক্ষ করেছিলেন তার তাড়না এবং শিশুটির ভাগ্যের ব্যাপারে প্রশ্নবান তাকে তিন মাস পরে আত্মহত্যার মৃত্যু এনে দিয়েছিল।
বিষয়: বিবিধ
২৩০৭ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন