আত্মা বা রূহ কি?

লিখেছেন লিখেছেন রুহু ১৯ জুন, ২০১৩, ০৯:৫৫:০৩ রাত

আমি যখন নবম শ্রেনীতে তখন একদিন আমাদের biology sir বললেন আজ তোমাদেরকে জীবনের সংজ্ঞা পড়াব। আমি খুবই আগ্রহ নিয়ে বই খুললাম আর হতাশ হলাম।কারন জীবনের সংজ্ঞা ৩টি দেয়া । মানে কোনটাই সঠিক নয়। ১টা জীবনের ১টাই সংজ্ঞা হবে। এবার জীবন তথা আত্মার সংজ্ঞা পেলাম কোরানে, ।কিন্তু খুবই সক্ষিপ্ত।

"﴿٨٤﴾

وَيَسْأَلُونَكَ عَنِ الرُّوحِ ۖ قُلِ الرُّوحُ مِنْ أَمْرِ رَبِّي وَمَا أُوتِيتُم مِّنَ الْعِلْمِ إِلَّا قَلِيلًا [١٧:٨٥]

তারা আপনাকে রূহ সম্পর্কে জিজ্ঞেস করে। বলে দিনঃ রূহ আমার পালনকর্তার আদেশ ঘটিত। এ বিষয়ে তোমাদেরকে সামান্য জ্ঞানই দান করা হয়েছে। "

আবার হতাশ। কিন্তু যখন আমি কম্পিটার প্রোগ্রামিং এর সাথে পরিচিত হলাম তখন আল্লার বাণীর যতার্থতা বুঝলাম। আদেশ = command। প্রোগামাররা সফ্টওয়ার বানানোর সময় command শব্দটা ব্যবহার করেন। মানে program = set of command = software = আদেশ । অতএব আত্মা স্রষ্টার program বা software বা আদেশ। আল্লাহু আকবর।

বিষয়: বিবিধ

২৪৩২ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File